YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 30 OF 30

দ্বিতীয়বার অলৌকিকভাবে মাছ ধরা

এটি ছিল দ্বিতীয়বার যখন মাছ ধরায় যীশু পিতরের চেয়েও শ্রেষ্ঠত্ব দেখালেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল কারণ এটি ঘটেছিল যীশুর মৃত্যু ও পুনরুত্থানের পর। মাছ দেখে পিতরের প্রতিক্রিয়া আগের মতো উৎসাহী ছিল না, কিন্তু যখন তিনি তীরে যীশুকে দেখলেন, তখন নৌকা থেকে লাফিয়ে পড়ে ছুটে গেলেন তাঁর প্রিয় রব্বির কাছে। পিতর যখন মাছভর্তি জাল টেনে তীরে আনলেন যাতে যীশু তা রান্না করেন, তখন তিনি ও অন্য শিষ্যরা পুনরুত্থিত উদ্ধারকর্তাকে ঘিরে এক নীরব ভক্তি ও বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন।

এই ভোজনের পরই যীশু পিতরকে আবার শিষ্য হিসেবে পুনঃস্থাপন করলেন এবং তাঁকে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দিলেন—যেন তিনি মণ্ডলীর একটি স্তম্ভ ও খ্রীষ্টের একজন প্রেরিত হিসেবে কাজ করেন। ঈশ্বর তাঁকে তাঁর জীবনের অভিযান অর্পণ করলেন এবং তাঁকে নতুন এক সময়ে প্রবেশ করালেন।

আমরা যে প্রতিটি অলৌকিক ঘটনা পাই বা যার অংশ হই, তা কখনোই শুধু আমাদের বিষয়ে নয়। সেগুলো সবসময়ই যীশুকে পরিচিত করা এবং পৃথিবীতে তাঁর রাজ্যের কাজকে বিস্তৃত করার জন্য হয়।

ঈশ্বর চান আমাদের আরোগ্য, মুক্তি ও পুনঃস্থাপনের কাহিনীগুলিকে ব্যবহার করে আরও অনেককে তাঁর রাজ্যে নিয়ে আসতে। যীশু সম্পর্কে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি আছে যা আপনাকে তাঁর কাছে টেনে নিয়ে আসে, যখন আপনি শোনেন, তিনি অন্য কারও জীবনে কী করেছেন! এটাই হল একটি সাক্ষ্যের শক্তি। বারোজন শিষ্য ছিলেন প্রত্যক্ষদর্শী, কিন্তু আমরা হলাম জীবন্ত সাক্ষী। আমাদের জীবনই ঈশ্বরের মহান শক্তি ও ক্ষমতার জীবন্ত সাক্ষ্য।

যেমন পৌল বলেছেন, আমরা বিজয়োৎসবের শোভাযাত্রায় পরিচালিত হচ্ছি যাতে আমাদের চারপাশে খ্রীষ্টের সুগন্ধ ছড়িয়ে পড়ে! আর সুগন্ধের মূল বিষয় হল, এটি কখনো অতিরিক্ত চেষ্টা করে না, এটি স্বভাবতই ছড়িয়ে পড়ে। আপনাকে শুধু আপনার কাহিনী বলতে হবে এবং যীশুর মতো জীবন যাপন করতে হবে, যাতে অন্য লোকেরা আপনার মধ্যে তাঁর গন্ধ পায়। বাকিটা ঈশ্বর নিজেই করবেন!

আপনি কি প্রস্তুত, যে ঈশ্বর আপনাকে অলৌকিক কাজের একটি পাত্র হিসেবে ব্যবহার করেন?

আপনি কি সেই সুযোগ নেবেন, আপনার কাহিনী অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার এবং সমস্ত মহিমা ঈশ্বরকে দেওয়ার?

আপনি কি যীশুর এই অলৌকিক কার্যপরিচালনার ৩০ দিনের যাত্রা সম্পূর্ণ করার সাথে সাথে এই প্রার্থনাটি করবেন—যাতে যীশু আপনার জীবনেও অলৌকিক কাজ করতে পারেন?

প্রিয় স্বর্গীয় পিতা,

আপনার পুত্র যীশুকে পৃথিবীতে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। পবিত্র আত্মার মাধ্যমে আজও পৃথিবীতে কার্যকর তাঁর অতিপ্রাকৃত শক্তি ও কর্তৃত্বের জন্য আমি আপনার প্রশংসা করি। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আপনাকে আমন্ত্রণ জানাই যাতে আপনি আমার জীবনে অসম্ভব কাজ সম্পন্ন করতে পারেন এবং আমার মধ্যে ও আমার মাধ্যমে মহিমাপ্রাপ্ত হন। আমার ইচ্ছা এই যে, আমার কর্মে আপনার সঙ্গে অংশীদার হতে এবং আমার জীবনের মাধ্যমে আপনার উদ্দেশ্য পূর্ণ হতে দেখতে। আমি প্রার্থনা করি, আপনি যেন আমার চোখ খুলে দেন, যাতে আমি আমার সাধারণ, দৈনন্দিন জীবনে আপনার অলৌকিক কার্য দেখতে পাই।

আমি আপনাকে ভালোবাসি—হে পিতা, পুত্র ও পবিত্র আত্মা।

আমি এই সব প্রার্থনা করি পরাক্রমশালী যীশুর নামে,

আমেন।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More