YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 25 OF 30

অলৌকিকভাবে মন্দিরের আধুলির (কর) যোগান দেওয়া

মাছ ধরার দড়িতে ধরা প্রথম মাছটির মুখে একটি মুদ্রা থাকার সম্ভাবনা কতটুকু এবং তাও পিতর ও যীশুর মন্দিরের আধুলির পরিশোধের জন্য নিখুঁত পরিমাণের হবে? এটি অবিশ্বাস্য নয় কি? পিতর নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন, তবুও তিনি বাধ্যতার সঙ্গে আজ্ঞাানুসারে এই কাজটি করলেন এবং সেই অলৌকিক ঘটনার আশীর্বাদটি উপভোগ করলেন।

সম্প্রতি ঈশ্বর আপনাকে কী অদ্ভুত বা অবিশ্বাস্য কিছু করতে বলেছেন? আপনি কি তা মান্য করেছেন, নাকি নিজের মর্যাদাবোধে আটকে থেকে তাঁর “অসাধারণ” অনুরোধ পালন করতে অস্বীকার করেছেন?

ঈশ্বর আমাদের তাঁকে অনুসরণ করার জন্য আহ্বান করেন এবং বারবার বলেন যেন আমরা আমাদের ক্রুশ তুলে নিয়ে তাঁর সাথে এই পথে চলি। ক্রুশ বহন করা মানে হলো নিজস্ব শরীরের বাসনা ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে মেরে ফেলে প্রতিদিনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের জন্য জীবনযাপন করা। এটি একটি মহান আহ্বান, দুর্বলচিত্তের লোকেদের জন্য নয়! এটির জন্য প্রয়োজন, আমরা যেন ঈশ্বরের বাণী শুনি ও তা মান্য করি, এবং তাঁর বাক্য অনুসারে জীবনযাপন করি। আমরা যদি তাঁর অবাধ্যতায় চলি, তবে অলৌকিক কাজের প্রত্যাশা করতে পারি না।

ঈশ্বর আমাদের জীবনে যে মানবীয় কর্তৃপক্ষ স্থাপন করেছেন, তাদের অধীনস্থ হয়ে চলতে তিনি আমাদের আহ্বান করেন। তিনি চান আমরা যেমন নৈতিক ও ন্যায়সঙ্গতভাবে জীবন যাপন করি, যাতে প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের সম্মান হয়। তিনি চান আমরা আমাদের দেশের কর পরিশোধ করি এবং দেশের বিশ্বস্ত নাগরিক হিসেবে জীবন যাপন করি, সেই সঙ্গে এও মনে রাখি যে আমরা অনন্তকালের জন্য স্বর্গের নাগরিক। আপনি কি প্রতিদিনের জীবনের সব বিষয়ে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য ঈশ্বরের বাক্য পড়া শুরু করবেন? আর আপনি কি তাঁর সার্বভৌম ইচ্ছার প্রতি বাধ্য হয়ে জীবন যাপন করবেন, যদিও এর জন্য আপনাকে নিজের সুবিধা ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More