YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 24 OF 30

যীশু জন্মান্ধ ব্যক্তির চোখে থুতু দিয়ে আরোগ্য করেন

যোহন রচিত সুসমাচারের ৯ম অধ্যায়টি সম্পূর্ণ পড়লে দেখা যায়, এই বিশেষ আরোগ্যের ঘটনাটি সমাজের সব স্তরে বহু প্রশ্ন তুলেছিল এবং প্রচুর মনোযোগ আকর্ষণ করেছিল। এখানে এক ব্যক্তি জন্ম থেকেই অন্ধ ছিলেন; যীশু তাঁর চোখে মাটি ও থুতুর মিশ্রণ লাগিয়ে তাঁকে শীলোহ কুণ্ডে গিয়ে ধোয়ার জন্য পাঠালেন, আর তিনি আরোগ্য লাভ করলেন। তখন ফরীশীরা এই আরোগ্যের বিষয়ে বিশদ তদন্ত করলেন এবং যীশুকে পাপী বলে নিন্দা করলেন। দুর্ভাগ্যবশত, ঐ ব্যক্তির পিতা-মাতা এই আশ্চর্য ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিলেন, যাতে তাঁদের সমাজ-গৃহের থেকে তাঁরা বহিষ্কৃত না হন। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে ইহুদী সম্প্রদায় থেকে বহিষ্কৃত করা হয়েছিল, কিন্তু পরে আবার তিনি যীশুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং এবার তিনি পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করলেন।

পরিত্রাণ মানে হল, আত্মিকভাবে অন্ধ চোখ ও বধির কানকে খুলে দেওয়া, যাতে উদ্ধারকর্তার সুসমাচার ও তাঁর রাজ্যের আগমনের সুসমাচার গ্রহণযোগ্য হয়। এই কাহিনির অলৌকিক ঘটনাটি কেবল এক ব্যক্তির শারীরিক দৃষ্টি ফিরে পাওয়াই নয় বরং এটিরও প্রমান দেয় যে যীশু শুরু থেকেই শেষ দেখতে পেতেন। তাঁর শিষ্যরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, কার পাপের কারণে এই ব্যক্তিটি জন্ম থেকেই অন্ধ? এর উত্তরে যীশু বললেন—

“পাপ এ করিয়াছে, কিম্বা ইহার পিতামাতা করিয়াছে, তাহা নয়; কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে।”

আমাদের সাথে কিছু কিছু ঘটনা কেন ঘটে তার গভীরতা কেবল ঈশ্বরই জানেন এবং কেবলমাত্র তিনিই দেখতে পান যে শেষ পর্যন্ত সেগুলি কীভাবে আমাদের মঙ্গলের জন্য কার্যকর হবে। এটাই হল সেই “মুক্তিদাতা”—র সংজ্ঞা, যিনি আপাতদৃষ্টিতে অপূরণীয় কিছু নিয়ে তা থেকে এক সুন্দর সৃষ্টি গড়ে তুলতে পারেন। নবী যিশাইয়ও এ কথা বলেছেন যখন তিনি মশীহের শাসনকালের বর্ণনা দেন—যেখানে তিনি ছাই থেকে সৌন্দর্য, আর শোক থেকে আনন্দ দেন। এটি এখানেই শেষ হয় না—ঈশ্বর আমাদের, নতুন সৃষ্টিকে, ব্যবহার করেন ধ্বংসপ্রাপ্ত ও নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো পুনর্নির্মাণ, পুনঃস্থাপন ও নবীকরণের জন্য। আর এইভাবেই ঈশ্বরের মহিমা সমগ্র পৃথিবীর সামনে প্রকাশ পায়।

আপনি কি ঈশ্বরের উপর আস্থা রাখবেন, যেন তিনি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো থেকে আপনাকে মুক্ত করে, আপনার ভগ্ন জীবনের খণ্ড টুকরোগুলো একত্রিত করে, তা দিয়ে মূল্যবান কিছু গড়ে তুলতে পারেন?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More