৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু বৈথনিয়ায় লাসারকে জীবিত করেন
যখন যীশুর এক বন্ধু গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলেন, তখন হয়তো আমরা আশা করতাম যে যীশু সব কাজ ফেলে রেখে তাঁর বন্ধুর কাছে চলে যাবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যীশু যেখানে ছিলেন সেখানে আরও কিছুদিন থাকলেন, তারপর মার্থা ও মরিয়মের কাছে গেলেন, তখন, যখন লাসার আর জীবিত ছিলেন না।
তিনি গ্রামের প্রবেশপথে পৌঁছালে মার্থা তাঁর সঙ্গে দেখা করতে আসলেন এবং ইঙ্গিত দিলেন যে, তাঁর ভাইয়ের মৃত্যুর চার দিন পরও যীশু চাইলে অবশ্যই কিছু করতে পারেন। মরিয়ম দৌড়ে যীশুর কাছে এসে তাঁর পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন যদি তিনি এখানে থাকতেন, তবে তিনি লাসারের মৃত্যুকে প্রতিরোধ করতে পারতেন।চারপাশে শোকের এই বন্যা দেখে যীশুর চোখে জল এসে গেল। তারপর তিনি সমাধির কাছে গিয়ে উচ্চস্বরে ডেকে বললেন—“লাসার, বাহিরে আইস!” তখন লাসার বেরিয়ে এলেন, তাঁর মৃতদেহে ব্যবহৃত কাপড়ের ফিতেগুলোয় জড়ানো অবস্থায়।
যীশু তাঁর নিজের মৃত্যু ও পুনরুত্থানের আগেই মৃত্যুর উপর তাঁর সার্বভৌম কর্তৃত্ব প্রমাণ করেছিলেন। তিনি আমাদের পার্থিব জীবনের সূচনা ও সমাপ্তির কর্তা। কেবল তিনিই নির্ধারণ করতে পারেন, কখন জীবন শুরু হবে এবং কখন শেষ হবে। লাসারের পুনরুত্থানের পর তিনি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকেননি, কিন্তু এর দ্বারা যীশু মানুষের কাছে সম্পূর্ণ প্রমাণ দিলেন যে তিনি-ই পুনরুত্থান ও জীবন। আজও, জীবন ও মৃত্যুর উভয় অবস্থায় আমরাই সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত মানুষ কারণ বেঁচে থাকা মানে খ্রীষ্টের জন্য বেঁচে থাকা, আর মারা যাওয়া মানে লাভ; অর্থাৎ আমরা যখন বাঁচি, তা ঈশ্বরের মহিমার জন্য, আর যখন মারা যাই, তখন অনন্তকালের জন্য তাঁর সঙ্গে থাকি। কোনোদিকেই হারানোর কোনো প্রশ্নই নেই! কী আশ্বাস!
এর দ্বারা আপনার যীশুকে দেখার দৃষ্টিভঙ্গি কীভাবে বদলায়? এতে আপনার পৃথিবীতে জীবনযাপনের ধারণায় কী প্রভাব পড়ে? আমাদের মধ্যে কেউ কেউ এমনভাবে জীবন কাটাই, যা কারও ওপর কোনো প্রভাব ফেলে না, আর অনন্তকালের জীবনের জন্য কোনো দৃষ্টিভঙ্গিও থাকে না। আমরা যেন জীবন্ত মৃতদের মতো চলাফেরা করি। সময় এসেছে যীশুর নির্দেশকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার আর সেই কবরের কাপড় খুলে ফেলে সত্যিকারের জীবনযাপন শুরু করার!
Scripture
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More
Related Plans

A Spirit Filled Moment

Be Good to Your Body

A Spirit-Filled Moment: Encountering the Presence of God

Refresh Your Soul - Whole Bible in 2 Years (6 of 8)

Refresh Your Soul - Whole Bible in 2 Years (5 of 8)

The Heart Work

Biblical Marriage

LIVING LETTERS: Showing JESUS Through Your Life

Unwrapping Christmas
