YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 23 OF 30

যীশু এক বধির ও বোবা ব্যক্তিকে আরোগ্য করেন

বধির ও বোবা—কী দুঃখজনক এক সমন্বয়! দীর্ঘদিন ধরে এই মানুষের সঙ্গী হিসেবে যা ছিল তা হল কেবল এক বধির নীরবতা। তিনি কথা বলতে পারতেন না, আবার তাঁর চারপাশে কী বলা হচ্ছে তাও তিনি শুনতে পেতেন না। তিনি বাজারে মানুষের কোলাহল শোনেননি, আর তাঁর নিজের মনে যা চলত, তাও তিনি কারও কাছে বলতে পারতেন না। কল্পনা করুন, নিজেই নিজের দেহের মধ্যে আটকে আছেন, আর আপনার অসংখ্য ভাবনাচিন্তাগুলি আপনারই ভেতরে ঘুরপাক খাচ্ছে! কিন্তু একটি ভাল ব্যাপার হলো, তাঁর চারপাশে এমন এক সমাজ ছিল যারা তাঁকে যীশুর কাছে নিয়ে গেলেন এবং তাঁর জন্য আরোগ্যের আবেদন করলেন। নিজের থেকে তিনি কখনোই যীশুর কথা শুনতে পারতেন না বা তাঁর শিক্ষা শোনার সুযোগও পেতেন না।

যীশু এই আরোগ্যের ক্ষেত্রে এক সৃজনশীল উপায় নিলেন, তিনি তাঁর আঙুল ওই ব্যক্তির কানে দিলেন এবং তারপর হাতে থুতু নিয়ে তাঁর জিহ্বায় স্পর্শ করলেন। এটি আমাদের কাছে একটু অদ্ভুত বা এমনকি অস্বস্তিকর শোনাতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে তা মোটেও নয়, কারণ তিনি তাঁর নিজের প্রতিমূর্তিধারী একজন মানুষকে মূল রেখাচিত্রে ফিরিয়ে এনেছিলেন। তিনি স্পর্শ ও দেহের তরল পদার্থ ব্যবহার করেই ওই ব্যক্তির দেহে যা নষ্ট হয়ে গিয়েছিল, তা সংশোধন করলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে, আমাদের জীবনে কাজ করার সময় যীশু হাত ময়লা করতে দ্বিধা করেন না। সত্যি বলতে, আমরা নিজেরা একেবারে বিশৃঙ্খল অবস্থায় আছি। আমরা যখন যীশুর জন্য জীবনযাপন করতে শুরু করি, তখন পবিত্র আত্মার সামনে বিশাল এক কাজ দাঁড়িয়ে যায়। তিনি আমাদের, শিখে যাওয়া এবং করে ফেলা ভুল জিনিসগুলিকে,পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মধ্য দিয়ে নিয়ে যেতে থাকেন। এরপর তিনি ভেতর থেকে নতুনভাবে সাজানো ও পুনর্গঠন শুরু করেন। এর মূল চাবিকাঠি হলো, তাঁকে আমাদের জীবনের প্রতিটি কোণে অবাধ প্রবেশাধিকার দেওয়া, তা যতই অন্ধকারময় বা ঘৃণিত মনে হোক না কেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন ও আহ্বান করেছেন, তিনি আপনার সঙ্গে আপনার জীবনের খালে নেমে আপনার সমস্ত ময়লা ও অপবিত্রতা পরিষ্কার করতে ভয় পান না।

আপনি কি এই ব্যক্তির মতো ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তাঁকে তাঁর ইচ্ছামতো আপনার জীবনে কাজ করতে দেবেন? তাঁর উপস্থিতিতে পুনরুদ্ধার নিশ্চিত, কিন্তু কীভাবে তা হবে সেটি আছে তাঁর হাতে।

Scripture

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More