YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 22 OF 30

যীশু এক পরজাতীয় স্ত্রীলোকের ভূতগ্রস্ত কন্যাকে আরোগ্য দেন

এই ঘটনাটি পড়লে প্রথমে আমাদের মনে হতে পারে যীশুর ভাষা যেন এই অ-ইহুদী বা পরজাতীয় স্ত্রীলোকের প্রতি কিছুটা কঠোর বা নির্দয়ী ছিল। কিন্তু দ্বিতীয়বার মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, যীশু আসলে এই স্ত্রীলোকটির উদ্দেশ্যগুলো প্রকাশ করাচ্ছিলেন এবং একই সঙ্গে তাঁর বিশ্বাসের ভিত্তি যাচাই করছিলেন। যীশু ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন!

যখন যীশু তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করে বললেন যে তিনি কেবল “ইস্রায়েলের হারানো মেষদের” জন্য এসেছেন, তখনও সেই স্ত্রীলোকটি এগিয়ে এসে তাঁর সামনে হাঁটু গেড়ে সাহায্য প্রার্থনা করলেন। কথা ও আচরণ, দুইভাবেই ওই স্ত্রীলোকটি প্রমাণ করলেন যে, তাঁর পরিস্থিতির উপর যীশুই প্রভু। যীশু যখন বললেন, সন্তানদের জন্য নির্ধারিত রুটি কুকুরদের দেওয়া যায় না, তখন তিনি সঙ্গে সঙ্গেই সেই উপমা গ্রহণ করে বললেন, কুকুররাও তো প্রভুর টেবিল থেকে পড়া কণাতেও সন্তুষ্ট থাকে। কী অপরিসীম নম্রতা, অপমানকে উপেক্ষা করার ক্ষমতা, আর যীশুর প্রতি এমন অটল বিশ্বাস, যে তিনি স্বীকার করলেন, তাঁর শক্তিশালী বাক্যের সামান্য কণাও তাঁর কন্যাকে মুক্ত করতে সক্ষম। যীশু তাঁর ‘মহান বিশ্বাস’—এর প্রশংসা করলেন, আর তখনই তাঁর কন্যা আরোগ্য লাভ করল!

যীশু শুধু ভদ্র, সঠিকভাবে কথা বলা বা সুশোভিত ভেতরের লোকদের জন্যই আসেননি, তিনি এসেছেন প্রত্যেক পুরুষ, নারী ও শিশুর জন্য, তাদের সাংস্কৃতিক, জাতিগত বা সামাজিক পরিচয় যেমনই হোক না কেন। তিনি এসেছেন সবাইকে উদ্ধার করার জন্য। শর্ত একটিই, একটি বিনয়ী ও অনুতপ্ত হৃদয়, যা তাঁকে জীবনের সর্বেসর্বা করতে প্রস্তুত। শর্তটি আশ্চর্যজনকভাবে সহজ, তবুও অহংকার ও জেদ অনেককেই এর থেকে বঞ্চিত করে রাখে।

আপনি কি এই স্ত্রীলোকটির মতো যীশুর সামনে হাঁটু গেড়ে তাঁর সাহায্যের প্রার্থনা করবেন? প্রকৃত শক্তিমান সেই, যে বিনয়ের সঙ্গে নত হয়ে সাহায্য ও পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ উৎসের দিকে তাকিয়ে থাকে।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More