YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 26 OF 30

যীশু আঠারো বছর ধরে কুব্জা হয়ে থাকা একটি স্ত্রীলোককে আরোগ্য করেন

এই স্ত্রীলোকটি আঠারো বছর ধরে এক দুষ্ট আত্মার বাঁধনে আবদ্ধ ছিলেন, যার ফলে তিনি ঝুঁকে গিয়েছিলেন এবং সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। কী ভয়ানক কষ্টই না তিনি ভোগ করেছিলেন—সোজা ভাবে দাড়াতে না পেরে, সবসময় দ্বিগুণ বোঝা নিয়ে কুব্জা হয়ে থেকে! যীশু তাঁকে সেই দুষ্ট আত্মার নিয়ন্ত্রন থেকে মুক্ত করলেন, আর তিনি আবার সোজা হয়ে দাঁড়াতে পারলেন। নিজের পূর্ণ উচ্চতায় জগতকে দেখা, কি এক অপ্রত্যাশিত উপহার!

আমাদের মধ্যে অনেকেই মানসিকভাবে, শারীরিকভাবে, আবেগিকভাবে, সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থনৈতিকভাবে নতজানু হয়ে আছি—ঈশ্বরীয় আত্মবিশ্বাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। বরং আমরা জীবনে হেরে গিয়ে ও ভেঙে পড়ে হামাগুড়ি দিচ্ছি! বিষণ্ণতা, উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা ও অনিরাপত্তা আমাদের বেঁধে রেখেছে, ফলে আমরা সেই কাজগুলোও করতে পারছি না, যার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর চান আমরা যেন শত্রুর হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হই, যাতে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের পূর্ণ উচ্চতায় দাঁড়াতে পারি!

আপনি কি কখনও অনুভব করেছেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার জীবনকে সোজা পথে ফিরিয়ে আনা বা ভুলগুলো শুধরে নেওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না? সম্ভবত আপনার প্রয়োজন যীশুর স্পর্শের, কারণ তিনি বাঁকা জিনিস সোজা করার সর্বোত্তম বিশেষজ্ঞ। একটি কুব্জা মেরুদণ্ড, ভেঙে যাওয়া বিবাহ, বিভ্রান্ত মন বা উলটপালট হয়ে যাওয়া পরিবার—তাঁর স্পর্শ, পরিবর্তন ও পুনর্গঠনের ক্ষমতার বাইরে কিছুই নয়।

আপনি কি তাঁকে অনুমতি দেবেন, তাঁর নিজস্ব অনন্য ও শক্তিশালী উপায়ে আপনার জীবনকে সোজা করে দিতে? আপনি আর কখনও আগের মতো থাকবেন না। মনে রাখবেন, তিনিই আপনার মহিমা ও আপনার মাথা তোলার কর্তা!

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More