YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 27 OF 30

যীশু ডুমুর গাছটি শুকিয়ে দেন

ডুমুর গাছটি ফল ধারন করেনি, তাই সেটিকে যীশুর ক্রোধ বহন করতে হলো। আশ্চর্যের বিষয়, গাছটি সঙ্গে সঙ্গেই শুকিয়ে গেল আর এটি এত দ্রুত হল যে সবাই তা দেখে বিস্মিত হলো এবং কী ঘটেছে তা ভাবতে লাগল। যীশু তখন তাঁর শিষ্যদের, আর আজ আমাদেরও, আহ্বান জানিয়েছেন, যে সব বিষয় মানব দৃষ্টিতে প্রায় অসম্ভব মনে হয়, সেগুলোর জন্যও সাহসের সঙ্গে যাচ্ঞা করতে। কে-ই বা পাহাড়কে সমুদ্রে ফেলতে পারে? তবুও তিনি বললেন, যে বিশ্বাস করে তার পক্ষে এটি সম্ভব।

আজ আপনার জন্য এই চ্যালেঞ্জটি রয়েছে:

“আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্ব্বক যাহা কিছু যাচ্ঞা করিবে, সে সকলই পাইবে।”

আপনি কোন জিনিসের জন্য প্রার্থনা করে আসছেন? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার প্রার্থনার জিনিসটি আপনাকে দেবেন? সন্দেহই একমাত্র বিষয় যা আমাদের অলৌকিক অভিজ্ঞতা করা থেকে বঞ্চিত করে। যদি আমরা এমন সাহসী বিশ্বাস রাখতাম যা শত্রুকে হতবাক করে দিত এবং আমাদের ঈশ্বরকে আনন্দিত করত, তাহলে কেমন হতো? যদি আমরা এমন বড় বড় প্রার্থনা করতাম যা আমাদের কল্পনারও বাইরে, এবং যা আমাদের নিজস্ব শক্তিতে কোনোভাবেই পাওয়া বা পূর্ণ করা সম্ভব নয়? যদি আমাদের প্রার্থনা শুধু নিজেদের ও পরিবারের জন্য না হয়ে, আমাদের শহর ও জাতির জন্যও হতো, তাহলে কেমন হতো?

আমাদের এমন এক প্রার্থনা-শ্রোতা ঈশ্বর আছেন, যার কাছে কিছুই অসম্ভব নয়। আপনার জীবনের সেই বেদনার পাহাড়, ঋণের বোঝা, বন্ধ্যাত্ব বা একাকিত্ব—সেগুলো মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কিছুই নয়। আপনি যীশুর নামের শক্তিতে বিশ্বাস রেখে আপনার জীবনের সেই বিষয়গুলির জন্য প্রার্থনা করতে পারেন, আর ঈশ্বরের সেই প্রতিশ্রুতিগুলোর উপর দাঁড়াতে পারেন, যেগুলো খ্রীষ্টে সবই “হ্যাঁ” ও “আমেন”।

আপনি কি বিশ্বাস করবেন যে ঈশ্বর হলেন সেই, যিনি তা নিজের বিষয়ে বলেন?

আপনি কি এমন সাহসী প্রার্থনা করা শুরু করবেন, যা ঈশ্বরের অলৌকিক শক্তিকে আপনার জীবনে নিয়ে আসবে?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More