YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 21 OF 30

যীশুর পোশাক ছুঁয়ে অনেকেই আরোগ্য লাভ করেন

যীশুর মধ্যে এমন অসাধারণ শক্তি প্রবাহিত হতো যে, লোকেরা কেবল তাঁর পোশাকের কিনারা ছুঁয়েই আরোগ্য লাভ করত। এই শক্তির উৎস ছিল তাঁর পিতার তাঁর সঙ্গে নিরন্তর মিলন, যদিও তিনি সম্পূর্ণরূপে মানব ছিলেন, তবুও তিনি ছিলেন সম্পূর্ণরূপে ঐশ্বরিক। গিনেষরৎ—এ পৌঁছানোর ঠিক আগে, তিনি পাহাড়ের উপর একান্তে প্রার্থনা করছিলেন। সেখান থেকে নেমে এসে, জলের উপর হাঁটলেন এবং তারপর তিনি তীরে পৌঁছালেন। তিনি দেহধারী ঈশ্বর ছিলেন, তাই তাঁর মধ্যে সর্বোচ্চ ঐশ্বরিক ক্ষমতা কার্যকর ছিল। তবে মানব রূপে থাকার কারনে তিনি আমাদের মতোই ক্লান্তি ও দুর্বলতাও অনুভব করতেন। লোকেদের আরোগ্য, মুক্তি ও সেবা করার জন্য তিনি যে শক্তি লাভ করতেন, তা তিনিপেতেন ঈশ্বর পিতার সঙ্গে নিরিবিলিতে অন্তরঙ্গ সময় কাটিয়ে। সেই সময়গুলোতেই তিনি নিজের শক্তি ও সামর্থ সংগ্রহ করতেন এবং প্রতিদিনের কাজের জন্য পিতার হৃদয়কে শুনতেন। যীশু সম্পূর্ণভাবে পিতার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিলেন, আর সেই আত্মসমর্পণই তাঁর জন্য অসাধারণ শক্তিকে মুক্ত করে দিয়েছিল।

যদি আমাদের প্রত্যেকেই প্রতিদিন এমন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঈশ্বর পিতার সঙ্গে সংযোগ স্থাপন করে বাঁচতাম, তাহলে কেমন হতো? এটি মনে রাখবেন যে, যীশুর মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে, যে শক্তি তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিল, সেই একই শক্তি আজ এবং প্রতিদিন আমাদের মধ্যেও কার্যকর রয়েছে। যদি প্রার্থনাই সেই শক্তিকে সক্রিয় করার উপায় হয়, তবে কেন আমরা প্রার্থনার জীবনে আরও শৃঙ্খলাবদ্ধ হচ্ছি না? আর যদি সম্পূর্ণভাবে তাঁর কাছে আত্মসমর্পণ করাই এই শক্তিকে অর্জনের মূল চাবিকাঠি হয়, তাহলে তাঁর সামনে আমাদের জীবন সমর্পণ করতে আমাদেরকে কী বাধা দিচ্ছে?

একটি শক্তিশালী জীবন যাপন করতে হলে—যে জীবন ঈশ্বরের ক্ষমতায় ও উপস্থিতিতে দীপ্তিময়, আমাদের অবশ্যই সম্পূর্ণভাবে পবিত্র আত্মার নেতৃত্বে চলতে হবে। কেবল তিনিই আমাদের সক্ষম করেন পিতার ইচ্ছা অনুযায়ী নিঃশব্দের দীর্ঘশ্বাসে প্রার্থনা করতে এবং যীশুতে আমাদের সীমাহীন উত্তরাধিকার সম্পর্কে সচেতন হতে। এটি আপনাকে সেই সমস্ত আশীর্বাদের উপলব্ধি করায়, যা আপনার জন্য উন্মুক্ত, এবং আপনাকে নবায়িত আত্মিক কর্তৃত্বে জীবনযাপন করতে সাহায্য করে।

আপনি ঈশ্বরের শক্তি অনুভব করার জন্য ঝুঁকে পড়ার সাথে সাথে, আপনি কি তাঁকে অনুরোধ করবেন যেন তিনি আপনাকে তাঁর শক্তি দিয়ে পূর্ণ করেন যাতে যে কেউ আপনার সংস্পর্শে আসে, সে তাঁর অভিজ্ঞতা লাভ করতে পারে?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More