৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু জলের উপর দিয়া হাঁটিয়া যান
জলের উপর হাঁটা সম্ভব নয়, এটি একটি স্পষ্ট সত্য। আমরা মানুষেরা জলের উপর হাঁটতে পারি না, আর চেষ্টা করলে ডুবে যাব। একমাত্র শিমোন পিতরই এটি চেষ্টা করেছিলেন এবং এরপরও তিনি জীবিত ছিলেন সেই অভিজ্ঞতার কাহিনী বলতে। যীশু, যার আত্মা সৃষ্টির সময় জলের উপর অবস্থিতি করেছিল, তিনি সৃষ্টিকর্তা হিসেবে একটি বিশেষ সুবিধা পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই তিনি জলের অণুর পৃষ্ঠ-টান পরিবর্তন করে তার উপর হাঁটতে সক্ষম ছিলেন, কারণ তিনিই সৃষ্টি করেছেন প্রতিটি অণু ও পরমাণু, যা ছিল এবং যা চিরকাল থাকবে। ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, কারণ তিনি মহাবিশ্বের সব কিছু একত্রে ধারণ করে আছেন। কলসীয় ১:১৫–২০-এর “বার্তা” অনুবাদ এই কথাটিই নিশ্চিত করে:
“আমরা এই পুত্রের দিকে তাকিয়ে সেই ঈশ্বরকে দেখি যাকে দেখা যায় না। আমরা এই পুত্রের দিকে তাকিয়ে সৃষ্টির প্রতিটি বিষয়ের জন্য ঈশ্বরের মূল উদ্দেশ্যকে দেখি। কেননা সমস্ত কিছু—আকাশ ও পৃথিবীর, দৃশ্যমান ও অদৃশ্য, দেবদূতদের সারির পর সারি—সবই তাঁর মধ্যেই শুরু হয়েছে এবং তাঁর মধ্যেই তার উদ্দেশ্য খুঁজে পেয়েছে। তিনি তখনও ছিলেন, যখন এর কোনো কিছুই অস্তিত্বে আসেনি, এবং তিনি এখনও পর্যন্ত সবকিছুকে একত্রে ধরে রেখেছেন। আর যখন এই বিষয়টি মণ্ডলীর সমন্ধে হয়, তখন তিনিই তাকে সংগঠিত করেন ও ধরে রাখেন, যেমন মাথা সমস্ত দেহকে ধরে রাখে। তিনি শুরুতেই সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং—পুনরুত্থানের শোভাযাত্রার নেতৃত্ব করে—শেষ পর্যন্তও সর্বশ্রেষ্ঠ থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি রয়েছেন, সবকিছুর এবং সবার উপরে বিরাটভাবে বিরাজ করছেন। তিনি এত বিস্তৃত ও এতই প্রশস্ত যে ঈশ্বরের সমস্ত কিছুই তাঁর মধ্যে সঠিক স্থান পায়, কোনো ভিড় ছাড়াই। শুধু তাই নয়, মহাবিশ্বের সমস্ত ভাঙা ও স্থানচ্যুত অংশ—মানুষ ও বস্তু, প্রাণী ও পরমাণু—সবই যথাযথভাবে মেরামত হয় এবং প্রাণবন্ত সুরে একত্রিত হয়, সবই তাঁর মৃত্যু ও সেই রক্তের কারণে, যা ক্রুশ থেকে প্রবাহিত হয়েছিল।”
যীশু, যিনি সমস্ত জীবনের সৃষ্টিকর্তা, তিনি সহজেই জলের উপর হাঁটতে পারেন, এটি একেবারেই স্বাভাবিক। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, আমাদের মতো একজন সাধারণ মানুষ, পিতর, যীশুর দিকে তাঁর দৃষ্টি স্থির রেখে একই চেষ্টা করেছিলেন। আমাদের নিজেদের নৌকা থেকে বেরিয়ে অজানা জায়গায় পা রাখতে কী বা কোন জিনিসটি আমাদের থামিয়ে রাখছে? অলৌকিক ঘটনা তখনই শুরু হয়, যখন আমরা আমাদের স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে বেরিয়ে আসি এবং ঈশ্বর আমাদের জন্য যে স্থান নির্ধারণ করেছেন, তার দিকে হাঁটা শুরু করি। আপনি যখন যীশুর দিকে আপনার দৃষ্টি স্থির রাখবেন এবং দ্বিধাগ্রস্ত পদক্ষেপেও তাঁর দিকে এগোবেন, তখন তিনি আপনার সামনের পথ সোজা করতে শুরু করবেন এবং অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করবেন। আপনি কি আপনার নৌকায় বসে আছেন এবং যীশুর আসার অপেক্ষা করছেন? হয়তো সময় এসেছে উঠে দাঁড়িয়ে যেদিকে তিনি আপনাকে নিয়ে যাচ্ছেন সেই দিকের প্রথম পদক্ষেপ নেওয়ার। আপনার জন্য অলৌকিক কিছু অপেক্ষা করছে!
Scripture
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









