৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু পাঁচ হাজার লোককে আহার করান
“১৪ তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহাদিগকে সারি সারি বসাইয়া দেও। ১৫ তাঁহারা সেইরূপ করিলেন, সকলকে বসাইয়া দিলেন।১৬ পরে তিনি সেই পাঁচখানা রুটী ও দুইটী মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্দ্ধদৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্ব্বাদ করিলেন, ও ভাঙ্গিলেন; আর লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন।১৭ তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল, সেই সকল গুঁড়াগাঁড়া কুড়াইলে পর বারো ডালা হইল (লুক ৯:১৪-১৭)।”
কীভাবে একজন ব্যক্তি পাঁচটি রুটি ও দুটি মাছের মতো সামান্য আহারে পাঁচ হাজারেরও বেশি মানুষকে খাওয়াতে পারে? উত্তরটি সহজ, যীশুকে সেই ভোজে আমন্ত্রণ জানান। এই অলৌকিক ভোজের সৌন্দর্য পাওয়া যায় যীশু কীভাবে উপলব্ধ জিনিসগুলিকে ব্যবহার করেছিলেন তাতে। এটিতে শিষ্যদের এক টুকরো সোনা বা রূপোও খরচ করতে হয়নি। এতে কেবল প্রয়োজন ছিল, যীশুর নির্দেশ মান্য করা, লোকদের কীভাবে বসাতে হবে এবং তারপর তিনি যে খাবার বাড়িয়ে তুলেছিলেন, তা বিতরণ করা। সব ভারী কাজই যীশুই করলেন এবং নিশ্চিত করলেন যে সেইদিন যেন একজনও ক্ষুধার্ত না থাকে!
সেই লোকেদের আহার করানোর আগে যীশু একটি কাজ করেছিলেন, তিনি আকাশের দিকে তাকালেন, সেই খাবারের জন্য তাঁর পিতাকে ধন্যবাদ জানালেন, তারপর রুটি ভাঙলেন। বহু সময় আমাদের জীবনে অলৌকিক বিষয় ইতিমধ্যেই উপস্থিত থাকে। কিন্তু আমরা তা ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে তুলে দিতে এবং তাঁকে তা ভাঙতে দিতে দ্বিধা করি, যাতে তা বাড়তে পারে এবং আরো অনেককে আশীর্বাদ করতে পারে। এটি হতে পারে আমাদের অর্থসম্পদ, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের সম্পত্তি, অথবা আমাদের প্রতিভা বা যোগ্যতা, যা আমরা নিজের কাছে আঁকড়ে রাখি এবং ঈশ্বরের হাতে সমর্পণ করতে অস্বীকার করি, এই ভয়ে যে তিনি হয়তো তা আমাদের কাছ থেকে কেড়ে নেবেন।
আমরা ভুলে যাই যে মূলত, আমাদের কাছে যা কিছু আছে, তা সবই ঈশ্বরের কাছ থেকে এসেছে, এবং তাই সেই সবই ঈশ্বরের। আমরা শুধু পৃথিবীতে অল্প সময়ের জন্য এই সবের তত্ত্বাবধায়ক। তাই আমাদের জীবনের কোনো ক্ষেত্রে যখন আমরা চরম সংকটে পড়ি, তখন বিনয়ের সঙ্গে ঈশ্বরের কাছে যাওয়ার প্রয়োজন এবং এটি জিজ্ঞাসা করা প্রয়োজন যে আমরা কৃতজ্ঞার আরাধনায় তাঁর কাছে কী তুলে ধরব, এবং তাঁর সর্বশক্তিমান হাতে কী তুলে দেব যা তিনি ভাঙবেন এবং তাঁর ইচ্ছামতো বিতরণ করবেন। এই কাজটি সহজ হবে না, কিন্তু এটি অবশ্যই মূল্যবান হবে!
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









