YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 18 OF 30

যীশু বৈথেস্‌দায় এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে আরোগ্য দেন

আপনি কি কখনো এমন পরিস্থিতিরসম্মুখীন হয়েছেন, যখন আপনি আপনার সমস্যা থেকে সাফল্য বা মুক্তি পাওয়ার কোনো সুযোগই পাননি? সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যিনি আটত্রিশ বছর ধরে অসুস্থ ছিলেন, ঠিক এমন অবস্থাতেই ছিলেন। হয়তো তিনি নিজের অক্ষমতার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, আর প্রতিদিন অন্য পক্ষাঘাতগ্রস্তদের পাশে শুয়ে থাকা তাঁর জীবনের প্রতি এই নিরুপায় অবস্থাকে মেনে নেওয়ার অনুভূতিকে আরও বাড়িয়ে তুলেছিল। আমরা প্রায়ই এই অংশটি পড়ে সেই ব্যক্তিকে অজুহাত দেওয়ার জন্য দোষারোপ করি, কিন্তু বাস্তবে, তিনি জলে প্রবেশ করার কোনো সুযোগই পেতেন না, শুধুমাত্র বিরল কিছু মুহূর্তে যখন কোনো স্বর্গদূত সেটি আন্দোলিত করত তখনই কেউ সুযোগ পেত। তাই তাঁর পরিস্থিতি একেবারেই আশাহীন হয়ে গিয়েছিল, যতক্ষণ না যীশু সেই প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। যীশু তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাঁর গল্প শুনলেন, তারপর এক মুহূর্তেই তাঁকে আরোগ্য দান করলেন।

যীশুর আদেশটি হয়তো শুনতে সংক্ষিপ্ত, “তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও” কিন্তু এমন একজন মানুষের জন্য, যিনি এ পর্যন্ত খাটে শুয়ে থাকা ছাড়া কিছুই করতে পারতেন না, তাঁর নিজের আরোগ্যে অংশগ্রহণ করার জন্য এমন দৃঢ় ও সচেতন পদক্ষেপ নিতে বলা একেবারেই যথাযথ মনে হয়। যীশু এখানেই থামলেন না; কিছুক্ষণ পর যখন তিনি আবার সেই ব্যক্তির সঙ্গে দেখা করলেন, তখন তাঁকে বললেন, “আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে।”মনে হয়, যীশু তাঁকে এক নিষ্ক্রিয় জীবনযাপন থেকে আত্মশাসন ও ঈশ্বর-সচেতন জীবনের দিকে আহ্বান করছিলেন।

আমরা কখনো কখনো নিজেদের সীমিত বিকল্প নিয়ে একেবারে কোণঠাসা অবস্থায় খুঁজে পাই। এটি হতে পারে একটি অপ্রত্যাশিত স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা, চাকরি হারানো, বা কোনো সম্পর্কের ভেঙে যাওয়া। সেটি যাই হোক না কেন, হয়তো আপনার সেই বর্তমান অবস্থা বদলানোর কোনো সুযোগই ছিল না; কিন্তু যখন আপনি যীশুকে আহ্বান করেন সেই অবস্থায় হস্তক্ষেপ করার জন্য, তখন তিনি আপনাকে আপনার অলৌকিক ঘটনার মধ্যে আমন্ত্রণ জানান। ভাববাদী যিশাইয় উল্লেখ করেন, কীভাবে ঈশ্বর রাজা-কোরশের আগে যাবেন, যাতে তিনি নির্বাসিত ইস্রায়েলের পুনঃস্থাপন ঘটাতে পারেন। এর জন্য প্রয়োজন ছিল কোরশের পক্ষ থেকে আনুগত্যের সাথে দৃঢ় পদক্ষেপ নেওয়া, যাতে ঈশ্বর তাঁর আগে যেতে পারেন এবং তিনি (কোরশ) যা কিছু করবেন, তাতে তাঁকে সফলতা দিতে পারেন। এটি সহজও হতে পারে, যেমন, আপনাকে আপনার নিজের আরোগ্যের দিকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া, পুনর্মিলনের জন্য এগিয়ে আসা, বা এমন কৌশলগত প্রার্থনা করা যা করতে আপনাকে প্রেরিত করা হয়। ঈশ্বর আপনাকে যা-ই করতে নির্দেশ দিন না কেন, আপনি যীশুর সঙ্গে অংশীদার হওয়ার মাধ্যমে অলৌকিক কার্য দেখতে শুরু করবেন।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More