৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু বোবা ব্যক্তিকে আরোগ্য দেন
আপনি কি কখনো সর্দি বা জ্বরের কারণে, বা কোনো সঙ্গীতানুষ্ঠানে জোরে গান গাওয়ার পর আপনার কণ্ঠের স্বর হারিয়েছেন? আপনার কথা অন্যের দ্বারা শোনা না যাওয়ার অনুভূতি বেশ অস্বস্তিকর। এটি আরও বেশি অস্বস্তিকর হয় তখন, যখন আপনার বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু লোকেদের কাছে আপনি আপনার ভাবনাগুলি বলে প্রকাশ করতে পারেন না।
যীশু এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি দুষ্টাত্মার কবলে পড়ে বোবা হয়ে গিয়েছিলেন, এবং তিনি তাঁকে দুষ্টাত্মার কবল থেকে মুক্ত করেছিলেন। এরপর সেই ব্যক্তি কথা বলতে শুরু করেছিলেন, এবং তাঁকে দেখে আশেপাশের জনতা বিস্মিত হয়েগিয়েছিল।
আজও শত্রু আমাদেরকে শব্দহীন করে তোলার জন্য ঠিক একই রকম কৌশল অবলম্বন করেছে। অন্যায়ের মুহূর্তে, সে আমাদের দোষী সাব্যস্ত করে এবং আমাদের অযোগ্য বোধ করিয়ে নীরব বা বোবা করে দেয়। যীশুর নামে আমাদের যে আত্মিক কর্তৃত্ব আছে, সে তা কেড়ে নিয়ে আমাদের চুপ করিয়ে রাখে, এবংবারবার ভয় দেখিয়ে আমাদের আতঙ্কিত করে। সে আমাদের জীবনে হতাশা নিয়ে আসে এবং আমাদের মুখ থেকে স্তব ও আনন্দের গানকে স্তব্ধ করে দেয়।
যীশু আমাদের শত্রুর কবল থেকে মুক্ত করতে এসেছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন যাতে আমরা শত্রুর বিদ্রূপ ও হুমকিকে স্তব্ধ করতে পারি এবং আমাদের আত্মিক কণ্ঠকে পুনরায় সক্রিয় করতে পারি। যখন আপনি চরম হতাশার মুখেও স্তুতি প্রশংসার গান গাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আপনি ঈশ্বরকে আপনার কণ্ঠ পুনরুদ্ধার করার সুযোগ দেন। যখন আপনি বঞ্চিতদের পক্ষ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেন, তখন আপনি ঈশ্বরকে আবার আপনার কণ্ঠ ব্যবহারের সুযোগ দেন। যখন আপনি যীশুর নামে ও তাঁর রক্তের নতুন কর্তৃত্বে সেই সমস্ত কিছু ফিরিয়ে নেন, যা শত্রু আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল — স্বাস্থ্য, শান্তি, আনন্দ, তখন আপনি আপনার কণ্ঠ ফিরে পান।
ঈশ্বর চান, আপনার কণ্ঠ যেন বিশ্বাসে উচ্চারিত হয়, আর যখন এই কণ্ঠ আরাধনার মাধ্যমে উঠে তখন সমস্ত শৃঙ্খল ভেঙে যায় এবং অবিরাম প্রার্থনায় জড়িত থাকার কারণে দরজা খুলে যায়। এইজন্যই শত্রুকে আর কখনোই আপনাকে নীরব করে দিতে দেবেন না!
Scripture
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









