YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 16 OF 30

যীশু দুই অন্ধ ব্যক্তিকে আরোগ্য দেন

আপনি যদি শিশুদের সঙ্গে সময় কাটিয়ে থাকেন, তবে আপনি তাদের মধ্যে সেই প্রাকৃতিক ভরসা করার বিষয়টি লক্ষ্য করবেন যা তারা সেই বয়স্ক ব্যক্তির প্রতি রাখে, যিনি তাদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান। শিশুসুলভ বিশ্বাসের সৌন্দর্য হলো যে এটি শুধু বিশ্বাস করে। এতে কোনো শর্ত নেই। এতে কোনো জটিলতা নেই। এতে বাড়াবাড়ি বা উত্তেজনার প্রয়োজন নেই। এই দুই অন্ধ ব্যক্তির আরোগ্যের ঘটনাটি ঠিক এই বিশ্বাসেই চিহ্নিত। আমরা তাদের পটভূমি সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু এটি পরিষ্কার ছিল যে তারা এক অলৌকিক কাজের জন্য মরিয়া ছিলেন। যীশু তাঁদের একটি বেশ আশ্চর্যজনক প্রশ্ন করলেন, “তোমরা কি বিশ্বাস করো যে আমি এ কাজ করতে পারি?” এটি আশ্চর্যের কারণ, যদি তারা প্রকাশ্যে তাঁকে ডাক দিয়ে তাঁর করুণা জন্য প্রার্থনা করে থাকেন, তবে নিশ্চয়ই তারা বিশ্বাস করতেন যে তিনি তাঁদের সুস্থ করতে পারেন।

সম্পূর্ণ অন্ধ একজন মানুষকে আরোগ্য করার পেছনে যে বিজ্ঞান রয়েছে, তা বলে যে একবার দৃষ্টি হারিয়ে গেলে তা ফেরানো অসম্ভব, আর যদি জন্ম থেকেই দৃষ্টি না থাকে, তবে তা ফিরিয়ে আনা আরোই অসম্ভব। যীশু, যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি এই দুই ব্যক্তিকে তাদের মূল পরিকল্পিতচিত্রে ফিরিয়ে দিচ্ছিলেন, নিখুঁত ২০/২০ দৃষ্টিশক্তিসহ। তিনি তাঁদের শারীরিক চোখগুলি খুলবার আগে তাঁদের স্নায়ুগুলো পুনরুদ্ধার করেছিলেন, রক্তনালীগুলোকে নতুনভাবে সাজিয়েছিলেন, এবং নতুন স্নায়ুপথ তৈরি করেছিলেন। এটা কেবল ঈশ্বরই করতে পারেন! কেবল সৃষ্টিকর্তাই শূন্য থেকে সৃষ্টি করতে পারেন! কেবল নির্মাতা-ই শূন্য থেকে পথ তৈরি করতে পারেন!

আপনি কী ধরনের ঈশ্বর-সম্ভব অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছেন? আপনি কোন অসম্ভব পরিস্থিতির সম্মুখীন, যা কেবল ঈশ্বরই বদলে দিতে পারেন? আপনার কি সেই সরল, শিশুসুলভ বিশ্বাস আছে যে আপনি আপনার সৃষ্টকর্তার আহ্বানে সাড়া দিয়ে বলতে পারেন “হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি এটা করতে পারেন”?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More