৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যায়ীরের কন্যাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা
আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার প্রার্থনার জবাব দিতে ঈশ্বর দেরি করছেন? যীশু যখন যায়ীরের বাড়ির পথে রক্তস্রাবগ্রস্ত মহিলাকে সুস্থ করার জন্য থেমে গিয়েছিলেন, তখন যায়ীর নিশ্চয়ই এমনই অনুভব করেছিলেন। কল্পনা করুন, যায়ীরের কতটা হতাশাজনক লেগেছিল যখন তিনি দেখলেন যীশু থেমে যাচ্ছেন এবং ভিড়ের মধ্যে কে তাঁকে ছুঁয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন। যায়ীর হয়তো চিৎকার করে বলতে চেয়েছিলেন, আপনি যেই হোন না কেন, দ্রুত নিজেকে প্রকাশ করুন যাতে আমরা আমার বাড়ির পথে এগোতে পারি, যেখানে আমার সন্তান মৃতের মতো অবস্থাতে পড়ে আছে। এই বিলম্বের জন্যই তাঁর সন্তান প্রাণ হারাল, কিন্তু তিনি হয়তো জানতেন না যে এটি একটি জীবন-পরিবর্তনকারী সাক্ষ্যের জন্য ঈশ্বরীয় প্রস্তুতি ছিল।
যে প্রার্থনার জন্য আপনি যে অন্তহীন অপেক্ষা করছেন, বা কর্মস্থলে পদোন্নতিতে যে বিলম্ব হচ্ছে, এর কোনোটাই অর্থহীন নয়! ঈশ্বর সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি আপনার চারপাশে এবং আপনার মাধ্যমে আপনার জন্য বিন্দুগুলোকে একত্রে যুক্ত করছেন। তিনি মরুভূমিতে পথ সৃষ্টি করছেন, যেখানে কোনো পথ নেই বলে মনে হয়, সেখানেই রাস্তা বানিয়ে, আপনার কল্পনা ও নিয়ন্ত্রণের সীমার বাইরে ঘটনাগুলি ঘটাচ্ছেন।
এই গল্প থেকে আমরা যদি কিছু শিখি, তা হলো, জীবনের যাত্রায় যীশু যখন আমাদের সঙ্গে থাকেন, তখন অপ্রত্যাশিত কিংবা করুণতম পরিস্থিতিতেও আমরা তাঁর প্রতি ভরসা করতে পারি, যা আমাদের সম্পূর্ণভাবে হতভম্ব করে দিতে পারে। এই ঘটনাগুলো তাঁকে বিস্মিত করে না; বরং এমন সময়ে তিনি আরও বেশি নিয়ন্ত্রণে থাকেন। আপনার কানে যতই উচ্চস্বরে ভয়াবহ শব্দগুলি চিৎকার করে উঠুক না কেন, তাঁর কণ্ঠই শোনা যাবে “ভয় পেও না, শুধু বিশ্বাস করো।” বিষয়টি আমাদের হাতে, আমরা কি নিজেদের শান্ত করব এবং তাঁর সঙ্গে একান্তে সময় কাটাব, যাতে বিশৃঙ্খলার মাঝেও তাঁর মৃদু স্বরে বলা কথাগুলি শুনতে পাই? যখন আপনি এক যথাসময়ে কর্মরত ঈশ্বরে বিশ্বাস করেন, তখন আপনার বিলম্ব হতাশাজনক হয় না। এই বিলম্বটি হতে পারে আপনার সঙ্গে ঈশ্বরের দীর্ঘস্থায়ী সাক্ষাতের এক ঈশ্বরীয় মুহূর্ত।
Scripture
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









