৩০ দিনের অলৌকিক ঘটনাSample

রক্তস্রাবগ্রস্ত স্ত্রীলোকর আরোগ্যলাভ
প্রাচীন ইহুদী সমাজে একজন মহিলার জীবনযাপন ছিল খুবই চ্যালেঞ্জপূর্ণ। তার ওপর যদি কারও মাসিক সংক্রান্ত অসুখ থাকত, তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত, কারণ এতে তিনি ক্রমাগত রক্তক্ষরণে ভুগতেন, যা তাঁকে স্পর্শঅযোগ্য করে তুলত এবং তাঁকে ধর্মীয় স্থান বা অন্যান্য সামাজিক সমাবেশে প্রবেশ থেকে বিরত রাখত। এমনকি বাড়িতেও, ইহুদী সমাজের লেবীয় শুচিতার নিয়ম অনুসারে, এই ধরনের স্ত্রীলোক স্বাভাবিকভাবে অন্য মানুষদের বা জিনিসপত্রের সঙ্গে মেলামেশা করতে পারতেন না। তাঁর স্পর্শ করা কোনো বস্তু বা মানুষকে অপবিত্র বলে গ্রহণ করা হতো।
তাই এটি বিস্ময়কর যে, তাঁর আরোগ্যও হয়েছিল একটি স্পর্শের মাধ্যমে। এই রাব্বি, যিনি সকলকে সুস্থ করে তুলছিলেন, তার একটি স্পর্শই তাকে সুস্থ করতে পারে, তা কল্পনা করাও যীশুর কাছ থেকে শক্তি অর্জনের জন্য যথেষ্ট সাহসী বিশ্বাস ছিল। যীশুর কাছ থেকে যে শক্তি বেরিয়ে গিয়েছিল,তা তাকে চারপাশে সেই ব্যক্তির সন্ধান করতে বাধ্য করেছিল, যিনি সেই শক্তি গ্রহণ করেছিলেন।
তাঁর অসুস্থতার কারণে, মানুষের চোখে তিনি ঈশ্বরীয় হস্তক্ষেপের জন্য উপযুক্ত ছিলেন না, তবুও ঈশ্বরের চোখে তিনি শুচি ছিলেন আর তিনি অন্য শুচিকৃত সবার মতোই যোগ্য ছিলেন। এটা দেখতে খুবই অসাধারণ যে, যীশু প্রকাশ্যে তাঁকে স্বীকার করলেন, যিনি বারো বছর ধরে উপেক্ষিত ও অদৃশ্য ছিলেন সমস্ত লোকেদের সামনে, এবং বিশ্বাসের এমন সাহসী কাজের জন্য তাঁকে প্রশংসাও করলেন।
আপনি কি কোনো কলুষিত অতীত, অনৈতিক সিদ্ধান্ত, অথবা লজ্জাজনক অসুস্থতার কারণে নিজেকে যীশুর কাছ থেকে আরোগ্য লাভের অযোগ্য ভেবেছেন? যখন আপনি বিনয়ী ও অনুতপ্ত হৃদয় নিয়ে যীশুর কাছে আসেন, তখন তিনি তাঁর অনুগ্রহে আপনাকে আচ্ছাদিত করেন, এবং আপনি তাঁর সামনে ধর্মি হয়ে দাঁড়াতে পারেন। তাঁর আপনার জন্য ক্রুশে প্রবাহিত রক্তের কারণে আপনি ধার্মিক বলে গণ্য হন। “অতএব এখন, যাহারা খ্রীষ্ট যীশুতে আছে, তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই” (রোমীয় ৮:১)। তাই সাহসী পদক্ষেপ নেন, তাঁর বস্ত্রের প্রান্ত স্পর্শ করতে, এবং তাঁর শক্তিকে আপনার মধ্যে কাজ করতে দিতে।
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









