YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 13 OF 30

দুষ্ট-আত্মাদের শূকরের মধ্যে বের করে দেওয়া

অগণিত দুষ্টাত্মায় আক্রান্ত এক ব্যক্তি এক মুহূর্তে শান্তির রাজপুত্রের হস্তক্ষেপে মুক্তি পেলেন। যাকে বেঁধে রাখা যেত না, যিনি কবরস্থানে বাস করতেন এবং সুস্থ মস্তিষ্কের ছিলেন না, তিনি দুষ্টাত্মার কবল থেকে মুক্ত হয়ে এক সুস্থ, বিচক্ষণ ও আত্মিক মানুষে পরিণত হলেন। কী আশ্চর্য এক অলৌকিক কাজ! তবুও, এই ব্যক্তির মানসিক ও শারীরিক আরোগ্য দেখে লোকেরা সহ্য করতে পারল না। তারা এক পাল বন্য শুকরের হারানোর ঘটনায় এতটাই মনোযোগ দিয়েছিল, যে তারা দেখতেই পেল না সেই এক জনকে (যীশুকে), যিনি এক ব্যক্তিকে সবচেয়ে ভয়াবহ দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। সম্ভবত তারা এই মুক্তির তাৎপর্য বুঝতেই পারেনি। এখানে এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন ঈশ্বরের প্রতিচ্ছবির বাহক, অথচ শয়তান তাকে এতটাই কষ্ট দিয়েছিল যে, সে নিজেই নিজের উপর আঘাত করছিলেন। যীশু যদি হস্তক্ষেপ না করতেন, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে তাঁর পরিণতি কী হতো।

ঈশ্বর ঐ এলাকার শত শুকরের চেয়ে তাঁর সামনে দাঁড়িয়ে চিৎকার করা এক ভগ্ন মানুষের প্রতি বেশি যত্নবান ছিলেন।

যীশু আমাদের জীবন দিতে এসেছেন, এটি কোনো সাধারণ, ন্যূনতম বা কোনোরকমে টিকে থাকার মতো জীবন নয়, বরং এক প্রাচুর্যময় জীবন। এটি এমন এক জীবন যা প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ ও ফলবান, ভিতরের (আমাদের আত্মা ও মন) থেকে বাইরের (দেহ) পর্যন্ত। আমাদের জীবনের প্রতিটি দিকই ঈশ্বরের কাছে মূল্যবান; এমন কোনো ক্ষেত্র নেই যা তাঁর স্পর্শের জন্য তুচ্ছ। এইজন্যই প্রায়শই আমাদের শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক ও আবেগগত অবস্থার এক গভীর সম্পর্ক থাকে। তাই আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যখন আমরা যীশুকে কাছে ডাকি, যেন তিনি আমাদের ভিতর থেকে শুরু করে প্রতিটি স্তরেই আরোগ্য দান করেন। যখন তিনি তা শুরু করবেন, আপনি বিস্মিত হবে দেখবেন যে আপনার প্রতিটি অংশ কীভাবে পুনরুদ্ধার ও সম্পূর্ণতার অনুভূতি পেতে শুরু করছে।

যীশু মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তিকে দায়িত্ব দিলেন সুসমাচার নিয়ে দশটি নগরে (দেকাপলিস) পৌঁছাতে এবং সেই নগরের লোকেদের কাছে প্রচার করতে। কে ভেবেছিল, একসময় দুষ্টাত্মাগ্রস্ত এই ব্যক্তি একজন সুসমাচার প্রচারক হতে পারেন? কেবল যীশুই আমাদের জীবনের ধ্বংসস্তূপ থেকে আমাদের যোগ্যতা ফিরিয়ে দিতে পারেন এবং উদ্দেশ্য এনে দিতে পারেন। আপনি কি আজই তাঁর কাছে দৌড়ে যাবেন এবং তাঁকে বলবেন যে আপনি তাঁকে কতটা প্রয়োজন মনে করেন?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More