৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু ঝড় শান্ত করেন
ঝড় সবার জীবনেই আসে। কেউই এর বাইরে নয়। এটি মানুষের জীবনের অভিজ্ঞতারই একটি অংশ। হঠাৎ স্বাস্থ্যহানী, সম্পর্ক ভেঙে যাওয়া, কর্মজীবনের পথে অপ্রত্যাশিত বাঁক, এগুলি এমন ঝড়ের কয়েকটি উদাহরণ মাত্র যা আমাদের জীবনে আঘাত হানতে পারে। এইসব ঝড়ের মাঝখানে প্রার্থনা করা, এর মধ্যে কোনো মঙ্গল দেখতে পাওয়া, কিংবা শান্তি খুঁজে পাওয়া খুবই কঠিন হয়। তবুও, ঝড় আমাদের ঈশ্বরের উপর নির্ভরশীলতাকে আরও গভীর করে তোলে।
শিষ্যদের দিকে লক্ষ করুন — এক প্রবল ঝড় তাদের ছোট নৌকাটিকে আঘাত করছিল এবং প্রায় উল্টে দিয়েছিল, তখন শিষ্যরা যীশুকে জাগিয়ে তুললেন এবং তাঁকে এমন একটি প্রশ্ন করলেন, যা ঝড়ের মধ্যে থাকলে আমরা-ও হয়তো করতে পারি। যখন আপনি সম্পূর্ণভাবে চাপে পড়ে যান, ভয়ে আচ্ছন্ন হন এবং নিজের সীমার বাইরে চলে যান, তখন হয়তো আপনিও মনে মনে ভেবেছেন যেমন সেই শিষ্যরা উচ্চস্বরে বলেছিলেন, “আমরা যে মরতে চলেছি, আপনি কি কিছু করবেন না?”
যীশু উত্তর দিলেন শুধু কাজে, ঘুম থেকে উঠে তিনটি কথায়, “থাম, শান্ত হও,”—বাতাস ও ঢেউকে ধমক দিলেন। গর্জনরত বাতাস ও উত্তাল ঢেউ সঙ্গে সঙ্গে থেমে গেল। এই মুহূর্তটির সৌন্দর্য ছিল এটাই যে, কিভাবে প্রকৃতি তার স্রষ্টার আদেশে সাড়া দিয়েছিল।
ইয়োবের পুস্তক আমাদের মনে করিয়ে দেয় যে, সমস্ত সৃষ্টির উপরে আমাদের ঈশ্বর কত অসীম ক্ষমতাশালী ও সর্বাধিপতি। তাঁর নিয়ন্ত্রণের বাইরে কিছুই নেই, এবং তিনি সৃষ্ট সব কিছুর উপর কর্তৃত্ব করেন। এটা কি আশ্চর্যের বিষয় নয়, প্রকৃতি ঈশ্বরের ইচ্ছার কাছে মাথা নোয়ায়, কিন্তু আমরা, যাদের ইশ্বর প্রদত্ত ‘মুক্ত ইচ্ছার’ উপহার দেওয়া হয়েছে, তা প্রায়ই করি না।
আমরা অতীতে অসংখ্যবার দেখেছি ঈশ্বর আমাদের জন্য পথ খুলে দিয়েছেন, তবুও যখন নতুন কোনো ঝড় আসে, আমরা সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে যাই। তখনই হয়তো যীশু আমাদের কানে ফিসফিস করে বলেন “তোমরা কেন এত ভয় পাচ্ছ, তোমাদের বিশ্বাস এত কম?”
আপনি আপনার উদ্ধারকর্তার উপর কতটা নির্ভর করেন? যীশু আর তখনকার মতো নেই যিনি নৌকায় ঘুমাচ্ছিলেন বরং পুনরুত্থিত ও স্বর্গারোহণ করা যীশু কখনো ঘুমান না বা নিদ্রাচ্ছন্ন হন না (গীতসংহিতা ১২১)। তিনি দিনরাত অবিরাম আমাদের উপর নজর রাখেন। আপনি এখন যে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা ভবিষ্যতে যে ঝড়ের মুখোমুখি হবেন, প্রতিটির কথা তিনি জানেন। আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাসে স্থির থাকেন যে তিনি আপনার সঙ্গে আছেন এবং আপনাকে নিরাপদে তীরে পৌঁছে দেবেন, তবে ভয়ের কোনো কারণই নেই।
Scripture
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









