৩০ দিনের অলৌকিক ঘটনাSample

যীশু এক স্ত্রীলোকের মৃত পুত্রকে জীবিত করেন
সহানুভূতি- এই ছিল যীশুর পার্থিব জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাঁর তিন বছরের কার্যকাল জুড়ে তিনি ভিড় দেখতেন এবং তাঁদের প্রতি সহানুভূতি অনুভব করতেন। তিনি ক্লান্ত থাকতেন, বিশ্রামের প্রয়োজন হতো, তবু যাঁরা তাঁর পিছনে আসতেন, নিজেদের অসুস্থ ও দুষ্ট-আত্মাগ্রস্তদের সুস্থতা ও মুক্তির জন্য নিয়ে, তাঁদের তিনি কখনো ফিরিয়ে দিতেন না।
এই ঘটনায়, তিনি এক অন্ত্যেষ্টির শোভাযাত্রা দেখলেন এবং তাঁর পুনরুত্থানের ক্ষমতা দিয়ে সেটিকে থামালেন। সেই যুবক ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মায়ের চোখের জল দেখে যীশু ব্যথিত হলেন। এরপর যীশু শবযাত্রার খাটিয়াটিকে স্পর্শ করলেন এবং সেই যুবককে আবার জীবিত হতে বললেন। যীশু এই ছেলে ও তার মায়ের জীবন সম্পূর্ণভাবে জানতেন, কারণ তিনিই তাঁদের জীবনের লেখক। তিনি জানতেন, একমাত্র পুত্রকে হারিয়ে এই মা কত গভীর শোক ও নিঃসঙ্গতায় পড়বেন। তাই তিনি তাঁদের অবস্থা বিবেচনা করলেন এবং সেই অনুযায়ী কাজ করলেন।
যখন আপনি নিজের জীবনের দিকে ফিরে তাকাবেন, যদি মনোযোগ দিয়ে পরীক্ষা করে দেখেন, তাহলে দেখবেন, ঈশ্বরের সহানুভূতির এক অটুট সুতো প্রতিটি জিনিসকে একত্রে বেঁধে রেখেছে! তাঁর গভীর ও অক্লান্ত প্রেমই আমাদের এই পৃথিবীর সমস্ত জীবন পথে বহন করে নিয়ে যায়। আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান, আমাদের পরিচয় বা আমাদের সৎগুণ, এসব কিছুই আমাদের ধরে রাখে না; বরং তাঁর অনুগ্রহময় ও অনন্ত প্রেমই আমাদের ধরে রাখে। তিনি আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি জানেন, আর সহানুভূতির সাথে তিনি ধীরে ধীরে আপনাকে সেই সমস্ত পথেই পরিচালনা করেন।
এটি মনে রাখা খুবই জরুরি, বিশেষ করে তখন, যখন বিপর্যয় আমাদের আঘাত করে এবং আমরা স্তব্ধ হয়ে যাই, কারণ এটি আমাদের সেই অটল সত্যের উপর স্থির রাখে যে, ঈশ্বরের প্রেম থেকে আমাদের কিছুই আলাদা করতে পারে না। আপনার অসুস্থতা, ভগ্ন হৃদয়, আঘাতপ্রাপ্ত আত্মসম্মান, শূন্য ব্যাংক ব্যালান্স বা ক্ষয়প্রাপ্ত শক্তি, কোনো কিছুই ঈশ্বরের প্রেমকে আপনার থেকে কেড়ে নিতে পারে না।
আপনি কি আজ একটু সময় নিয়ে ঈশ্বরকে তাঁর আজ-পর্যন্ত করা প্রেম ও সহানুভূতির জন্য ধন্যবাদ দেবেন? কারণ এটি কখনো শেষ হয় না, এটি আপনার জীবনের সমস্ত দিন ধরে আপনাকে অনুসরণ করবে।
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More









