YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 10 OF 30

শুকিয়ে যাওয়া হাতওয়ালা ব্যক্তির আরোগ্য

“শুকিয়ে যাওয়া” শব্দটি সাধারণত এক হতাশাজনক অবস্থাকে বোঝায়। এটি ছিল একটি শুকিয়ে যাওয়া অঙ্গ যা ব্যবহার করা যেত না। সম্ভবত বহুদিন ধরে এই হাতটি ব্যবহার না হওয়ায়, সে হাত ছাড়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যীশু তাঁর অবস্থা লক্ষ্য করলেন এবং প্রকাশ্যে, তাঁর অভিযুক্তদের সামনে, তাকে সুস্থ করার সিদ্ধান্ত নিলেন।

যীশুর ওই ব্যক্তিকে দেওয়া আদেশটি প্রায় এক ধরনের বিরোধাভাসের মতো শোনায়, কারণ এটি অসম্ভব বলে মনে হয়। কেউ কীভাবে শুকিয়ে যাওয়া ও প্রাণহীন কিছু প্রসারিত করবে? কিন্তু সৌন্দর্য ছিল সেই ব্যক্তির বিশ্বাসের প্রকাশে, তিনি বাধ্যতার সঙ্গে সাড়া দিলেন এবং তাঁর হাত প্রসারিত করলেন। আর এটি কোনো আংশিক পুনস্থাপন ছিল না, বরং ছিল সম্পূর্ণ পুনস্থাপন।

আপনি কতবার আপনার জীবনের কিছু দিককে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া ও পুনঃস্থাপনের অযোগ্য বলে ভেবেছেন? এটি হতে পারে কোনো বিশেষ সম্পর্ক, কর্মজীবনের সুযোগ, স্বাস্থ্যের সমস্যা বা অন্তরের অস্থিরতা। যদি যীশু বিশ্বাসের সঙ্গে আপনাকে বলেন, আপনার জীবনের সেই মৃত অংশটি তাঁর দিকে প্রসারিত করতে, আপনি কি তা করবেন?

ভাববাদী যিহিষ্কেল এক দর্শনে দেখেছিলেন, একটি উপত্যকা যা শুকনো অস্থিতে ভরা, এবং ঈশ্বরের আত্মা সেই অস্থিগুলিতে নিঃশ্বাস দিচ্ছেন, ফলে তারা জীবিত হয়ে এক শক্তিশালী সেনাদলে রূপ নিচ্ছে। যদিও এই লেখা নির্বাসিত ইস্রায়েলীয়দের উৎসাহ দেওয়ার জন্য ছিল, তবুও এটি আমাদের জন্যও একটি প্রতিশ্রুতি, কারণ যীশুর মাধ্যমে উদ্ধার পাওয়ার ফলে আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করছেন।

আমাদের জীবনের যে সব ক্ষেত্র আগে শূন্য ও নিষ্ফল ছিল, পবিত্র আত্মার নিঃশ্বাসের দ্বারা সেগুলো এখন সতেজ ও জীবনদায়ক হয়ে উঠতে পারে।

এটি নতুন মনে হবে, অস্বস্তিকর লাগতে পারে, এমনকি কিছুটা বেদনাদায়কও হতে পারে কিন্তু যিনি আপনার সঙ্গে মিলিত হন, তিনিই পুনরুত্থানের জীবনের উৎস। আপনি বিশ্বাসের সঙ্গে সে সবকিছু তাঁকে সমর্পণ করবেন, যা আপনার জীবনে শুকিয়ে গেছে ও মৃত অবস্থায় রয়েছে, তিনি সেগুলিকে জীবিত করে তুলতে পারেন। আপনি কি আজ সেই পদক্ষেপ নিতে প্রস্তুত?

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More