YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 9 OF 30

ছাদ ভেঙে নামানো পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির আরোগ্য

এটি চারজন মানুষের সত্য ঘটনা যাদের বিশ্বাস যীশুকে প্রেরণা দিয়েছিল তাদের পক্ষাঘাতগ্রস্ত বন্ধুকে আরোগ্য করতে। আশ্চর্যের বিষয়, কীভাবে তারা সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের বন্ধুকে যীশুর সামনে উপস্থাপন করেছিল। তারা যে তাড়াহুড়ো ও দৃঢ় সংকল্প দেখাল —ঘরের ছাদ খুলে দিয়ে শয্যাসহ বন্ধুকে নিচে নামিয়ে সরাসরি যীশুর সামনে পৌঁছে দিয়ে, তা সত্যিই বিস্ময়কর।

আপনি কি সেই “ছাদ খোলার দলের” মধ্যে একজন? আপনি কি এমন কেউ, যিনি কঠিন পরিস্থিতির কারণে নিজেকে তুলতে অক্ষম মানুষদের তুলে যীশুর কাছে নিয়ে যান? আপনার দৃঢ় মধ্যস্থতা যা আপনি সেই বন্ধুদের জন্য করেন যাদের এক চমৎকার, এক অলৌকিক ঘটনা, এক আরোগ্য বা একটি সাহায্যের হাতের প্রয়োজন হয়, তা বড় পরিবর্তন আনতে পারে। অনেক সময়, জীবন আমাদের হতাশা ও বিরক্তিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, আর প্রার্থনা তখন হয়ে ওঠে এক দূরবর্তী স্বপ্নের মতো। কিন্তু তখনই প্রার্থনায় নিবেদিত বন্ধুদের থাকা আপনার জন্য অপরিসীম আশীর্বাদ হয়ে দাঁড়ায়, যারা আপনাকে সমর্থন করে এবং সাহসিকতার সাথে অত্যাবশ্যক মনে করে আপনার আবেদন ঈশ্বরের সামনে উপস্থাপন করে।

আপনার কি এমন একদল প্রার্থনাকারী বন্ধু আছে যাদের উপর আপনি ভরসা করতে পারেন, যেন তারা আপনাকে ঈশ্বরের সিংহাসন কক্ষে তুলে নিতে পারে যখন আপনি নিজেকে তুলতে অক্ষম হবেন? এমন বিশ্বস্ত বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা ভাল, যারা যেকোনো মূল্যে আপনার সঙ্গে এই যাত্রায় চলবে।

আপনি যখন নিঃস্বার্থভাবে অন্যদের জন্য প্রার্থনা করেন, তখন তা আপনার স্বর্গীয় পিতার মনকে আনন্দিত করে। তিনি আপনার প্রতিটি কথা শোনেন, প্রতিটি অশ্রু দেখেন, এবং আপনি তাঁকে ডাকলেই তিনি উত্তর দেবেন এই কারণেই যে তিনি আপনার বিশ্বাসে আনন্দ পান।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More