YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 7 OF 30

কুষ্ঠরোগীর আরোগ্যলাভ

ভাবুন তো: যতদিন আপনি মনে করতে পারেন, ততদিন ধরে আপনি সমাজচ্যুত, একঘরের মানুষ হিসেবে বেঁচে আছেন। আপনি একটি কুষ্ঠশিবিরে থাকেন, যেখানে আরও অনেকে রয়েছেন যারা তাঁদের সেই একই রকমের অসুস্থতার কারণে সমাজ থেকে বহিষ্কৃত হয়েছেন। আপনি একজন মানুষ হিসেবে আপনার পরিচয় হারিয়ে ফেলেছেন, আপনাকে সবসময় ঢাকা নিয়ে থাকতে হয় এবং চিৎকার করে বলতে হয়, “অশুচি, অশুচি,” যাতে কেউ আপনার কাছে না আসে।

এই রকমের এক অবস্থাতে সেই ব্যক্তি যীশুর সঙ্গে দেখা করেছিলেন এবং সাবধানে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ইচ্ছুক তাঁকে শুচি করতে। যীশু শুধু “ইচ্ছুক” বলেই থামলেন না, বরং তাঁকে স্পর্শ করে তাঁর সঙ্গে ওই ব্যক্তির দূরত্ব কমিয়ে দিলেন। মাত্র দুটি শব্দ— “শুচি হও”—বলে যীশু তাঁকে সুস্থ করলেন এবং যাজকের কাছে পাঠালেন যেন তিনি কৃতজ্ঞতাস্বরূপ উপহার প্রদান করেন এবং এটি একটি সাক্ষ্য হয়ে ওঠে।

শুধুমাত্র যীশুই এমন অলৌকিক ঘটনা ঘটাতে পারেন যা এক মুহূর্তের মধ্যে কারও পরিচয় ও সামাজিক অবস্থান পরিবর্তন করে দেয়। আর তাঁর নিয়ে আসা সেই পুনঃস্থাপন আমাদের কাছ থেকে মাত্র একটি জিনিসই দাবি করে সেটি হল আমরা যেন এই জগতের কাছে তাঁর সাক্ষ্য হয়ে দাঁড়াই।

হয়তো আপনি আপনার পরিস্থিতি বা অসুস্থতার কারণে নিজেকে বহিষ্কৃত মনে করেছেন। কিন্তু যখন আপনি যীশুর উপর ভরসা করেন, তখন তিনি আপনাকে নিজের বলে ডাকেন। আপনার পরিচয় বদলে যায়, আপনি বাইরের লোক থেকে ভিতরের লোক হয়ে যান। তার থেকেও বড় কথা, আপনি এই সময় ঈশ্বরের সন্তান হয়ে যান। আপনার স্বর্গীয় পিতা আপনার উপর গর্ব করেন এবং আপনাকে তাঁর পুত্র যীশুর রাজ্যে নিয়ে আসেন, যেখানে আপনি রাজ্যের সমস্ত আশীর্বাদের উত্তরাধিকারী হয়ে যান।

কি বিরাট পরিবর্তন! আর সবই হল কারণ আপনি সাহস করে যীশুকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি আপনাকে পাপ থেকে শুচি করতে ইচ্ছুক? যেদিন আপনি উদ্ধারপ্রাপ্ত হলেন, সেদিন সবকিছু বদলে গেল। এখন আপনি যেতে পারেন এবং সমগ্র বিশ্বের কাছে একটি সাক্ষ্য হয়ে উঠতে পারেন।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More