YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 5 OF 30

সন্ধ্যার সময় যীশু বহু অসুস্থ ও পীড়িতকে সুস্থ করেন

যে দিন পিতরের শাশুড়ি-মা সুস্থতা লাভ করেছিলেন, ঠিক সেই দিনই যীশু আরও অনেককে সুস্থ করেছিলেন। বাইবেল এই সুস্থতাগুলির সময় হিসেবে সন্ধ্যার কথা উল্লেখ করেছে। এটি একটি তুচ্ছ তথ্য বলে মনে হতে পারে, কিন্তু গভীরভাবে দেখলে এটি মনোযোগ দেওয়ার যোগ্য। প্রকৃতির প্রতিটি ব্যবস্থাই ২৪ ঘণ্টার একটি সময়চক্রে কাজ করে। শারীরিক, মানসিক ও আচরণগত নানা পরিবর্তন প্রতিদিনই ঘটে এবং এগুলিকে একত্রে বলা হয় ‘সাকেডিয়ান রিদম।’ এই ছন্দকে নিয়ন্ত্রণকারী ব্যবস্থা সাধারণত ‘শারীরিক ঘড়ি’ নামে পরিচিত। আলো ও অন্ধকার এই ছন্দের দুই প্রধান প্রভাবক, এর সঙ্গে চাপ, তাপমাত্রা, খাদ্যাভ্যাস ও অন্যান্য বিষয়ও যুক্ত।

মূল কথা হলো, দিনের প্রতিটি মুহূর্ত থাকে ঈশ্বরের হাতে। অনেকের জন্য সূর্যাস্তের পর সময়টা হয়ে ওঠে বিষণ্ণতা, কর্মক্ষমতা হ্রাস, অবসাদ, একাকীত্ব, পুনঃপুন অসুস্থতা ও আত্মিক চাপে ভরা। যারা বয়সে প্রবীণ অর্থাৎ জীবনের “সন্ধ্যাকাল”—এ তাদের জন্য কর্মক্ষেত্রের অবসর, বৃদ্ধ দেহ ও মন্থর মস্তিষ্কের কারণে উদ্দেশ্যপূর্ণভাবে বেঁচে থাকা আরও কঠিন হয়ে ওঠে। অনেকেই রাতে ঘুমোতে পারেন না-ভয়ংকর স্বপ্ন, অনিদ্রা, অথবা রাতের শিফটে কাজের কারণে। এই অংশটি সেই সকল মানুষের জন্য, যারা নিজেদের “সন্ধ্যাকাল” —এর সঙ্গে লড়াই করছেন। এটি মনে করিয়ে দেয় যে যীশু আপনার কাছে রয়েছেন দিনের আলোতেও আর রাতের অন্ধকারেও। আপনি যখন বয়সে প্রবীণ হচ্ছেন, তখনও তিনি আপনাকে একা ফেলবেন না; বরং আপনাকে আশ্বাস দেন যে তিনি আপনাকে বৃদ্ধাবস্থায়ও বহন করবেন। যারা সন্ধ্যাবেলায় আত্মিক, শারীরিক বা মানসিক ভারে পীড়িত, তারা নিশ্চিত থাকুন, আপনার উদ্ধারকর্তা আপনার পাশে বসে আছেন এবং আপনাকে এই সমস্তের মধ্যে তাঁর হাতে ধরে রেখেছেন।

যীশু শুধু অসুস্থ বা পীড়িত মানুষের সঙ্গে দেখাই করতেন না তিনি তাঁদের বাক্য ও স্পর্শের মাধ্যমে আরোগ্য দিতেন! তিনি আপনার জন্যও একই কাজ করতে পারেন। আপনি আর সন্ধ্যাবেলাকে ভয় পাবেন না, কারণ আপনি জানেন যে ঈশ্বর সর্বদা আপনার উপর লক্ষ্য রাখছেন, এবং আপনি কখনোই তাঁর যত্নের বাইরে নন।

যেমন ভাববাদী যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন।’ এর অর্থ, তিনি সেই সমস্ত সমস্যাও নিজের ওপর নিয়েছেন যা আমাদের মানসিকভাবে ও আত্মিকভাবে কষ্ট দেয়। আপনি রাত-দিন তাঁকে ডাকতে পারেন যেন তিনি আপনাকে সুস্থ করেন এবং আপনাকে তাঁর মূল পরিকল্পনা অনুসারে পুনরুদ্ধার করেন!

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More