YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 4 OF 30

পিতরের শাশুড়ি-মায়ের আরোগ্যলাভ

একটি পুরোনো রসিকতা আছে, পিতর নাকি যীশুকে অস্বীকার করেছিলেন কারণ যীশু তাঁর শাশুড়িকে আরোগ্য করেছিলেন। এই রসিকতাটিএকপাশে রাখলে, এটি এমন এক সরল ও দৈনন্দিন ধরনের অলৌকিক ঘটনা যা আমরা সহজেই উপেক্ষা করি বা হালকাভাবে নিতে পারি। কিন্তু এই ছোট্ট ঘটনার সৌন্দর্য এই যে, যীশু কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের মাঝেই আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘তিনি পিতরের বাড়িতে প্রবেশ করলেন, এবং পিতরের শাশুড়িকে অসুস্থ দেখে কাছে গিয়ে তাঁকে স্পর্শ করলেন এবং সুস্থ করলেন।’

যদি যীশু আপনার দৈনন্দিন জীবনের মাঝেই এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তা কেমন হবে? আপনি কি তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার কাজ, আপনার দেহ, আপনার মন, আপনার নিকটতম সম্পর্ক, আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলোকে স্পর্শ করার জন্য? যীশু আমাদের কাছে ঠিক সেই জায়গাতেই আসেন, যেখানে আমরা আছি।

তিনি অপেক্ষা করেন না, যেন আমরা কোনো উচ্চতর আত্মিক স্তরে পৌঁছাই তারপর আমাদের সঙ্গে দেখা করেন; বরং ইম্মায়ুর পথে হাঁটা সেই দুই ব্যক্তির মতোই, তিনি প্রতিদিনের যাত্রাপথে আমাদের সঙ্গে মিলিত হন। আমরা যখন তাঁর বাক্য বা তাঁর কার্যপদ্ধতি বোঝার জন্য লড়াই করি, তখন তিনি আমাদের সাহায্যও পাঠাতে পারেন যেমনটি করেছিলেন সেই ইথিওপীয় রাজপ্রাসাদের কর্মচারীর ক্ষেত্রে, যাকে ফিলিপ রাস্তার ধারে রথে বসে সুসমাচার শুনিয়েছিলেন।

এটাই আমাদের ঈশ্বর, যিনি কোনো জাঁকজমক ও কোনো আড়ম্বর ছাড়াই আমাদের দৈনন্দিন জীবনের মাঝেই আমাদের সঙ্গে মিলিত হন, এবং সাধারণ বিষয়গুলোকে সুন্দর করে তোলেন। অলৌকিক ঘটনার অপেক্ষায় থেকে আপনি দৈনন্দিন জীবনের মাঝখানে ঈশ্বরকে হারিয়ে ফেলবেন না। যখন খ্রীষ্ট প্রতিদিনের সাধারণ জীবনে মধ্যে প্রবেশ করেন এবং স্পর্শ করেন, তখন এই প্রতিদিনের সাধারণ জীবন মহিমান্বিত হয়ে ওঠে।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More