YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 3 OF 30

ভূতগ্রস্ত ব্যক্তির আরোগ্য লাভ

যীশু যা শিক্ষা দিতেন, তাই তিনি কাজে প্রয়োগ করতেন। এর অর্থ কী? তিনি সমাজগৃহে এমন এক কর্তৃত্বের সঙ্গে শিক্ষা দিতেন যা শাস্ত্রের শিক্ষকদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এরপর তিনি সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করলেন, একজন ব্যক্তির মধ্যে থাকা এক দুষ্টাত্মাকে আদেশ দিয়ে বের করে দিলেন। আশ্চর্যের বিষয়, সেই দুষ্টাত্মা স্পষ্টভাবে জানত যীশুর উদ্দেশ্য কী, এবং সে তা প্রকাশ করে দিয়েছিল। আপনি কি খেয়াল করেছেন? ঐ দুষ্টাত্মা যীশুকে জিজ্ঞাসা করেছিল, তিনি কি তাদের ধ্বংস করতে এসেছেন?

যীশুর কার্যকলাপের একটি বিশাল অংশই ছিল শয়তানের কার্যগুলি ধ্বংস করা। যীশু তাঁর জীবনের উদ্দেশ্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে পালন করেছিলেন। তিনি কর্তৃত্বের সঙ্গে শিক্ষা দিয়েছিলেন, এবং সেই কর্তৃত্ব প্রয়োগ করে মানুষকে মুক্তও করেছিলেন।

আপনি যদি কখনো মানসিক, আবেগিক, আত্মিক এবং শারীরিকভাবে সম্পূর্ণভাবে চাপে পড়ে গিয়ে অসহায় বোধ করে থাকেন, যেখানে কিছুই স্পষ্ট নেই এবং আপনি স্বাভাবিকভাবে চলতে পারছেন না তাহলে আপনি জানবেন, সেই অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্ত হওয়া আপনার জন্য কতই মূল্যবান। যীশু, আমাদের মুক্তিদাতা, এমন সব কিছুর হাত থেকে আমাদের মুক্ত করার ক্ষমতা রাখেন যা আমাদের বেঁধে রেখেছে এবং ভেঙে ফেলেছে।

ঈশ্বরের পুত্র হিসেবে তাঁর সমস্ত অন্ধকারের শক্তির উপর পূর্ণ কর্তৃত্ব ছিল, এবং আজও তিনি শয়তানের উপর বিজয়ী। তিনি এই ক্ষমতা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং এটি আমাদের প্রত্যেকের কাছে অর্পণ করেছেন, যারা খ্রীষ্টকে নিজেদের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছেন। ঈশ্বরের সন্তান এবং খ্রীষ্টের সহ-উত্তরাধিকারী হিসেবে, আমাদের স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে যাতে আমরা সাপ ও বিচ্ছুর উপর এবং নরকের সমস্ত শক্তির উপর পদদলিত করতে পারি।

এটি কি আশ্চর্যজনক নয়? তবুও আমরা প্রায়ই নিজেদের অসহায় ও দুর্বল মনে করি, কারণ আমরা ভুলে যাই, যীশুকে গ্রহণ করার সময় তিনি যে কর্তৃত্ব আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তার কথা। এই কর্তৃত্বই আমাদের সেই বিজয়ী জীবনযাপন করতে সক্ষম করে, যেখানে শত্রু পাপের অদৃশ্য কিন্তু বাস্তব খাঁচায় আমাদের বন্দি করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না।

আপনি কি যীশুর সব শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করছেন? আপনি কি ঈশ্বরের সন্তান হিসেবে সেই কর্তৃত্বে চলেন যে কর্তৃত্ব যীশু আপনাকে দিয়েছেন? আপনি কি এখনো শত্রুর হাতে বন্দি ও ভেঙে পড়া অবস্থায় বাস করছেন? সময় এসেছে ঈশ্বরপ্রদত্ত সেই কর্তৃত্বে সাথে উঠে দাঁড়াবার এবং ঈশ্বরের আত্মা যে শক্তি আপনার মধ্যে দিয়েছেন, সেই শক্তি দিয়ে শত্রুকে পদদলিত করার।

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More