YouVersion Logo
Search Icon

৩০ দিনের অলৌকিক ঘটনাSample

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 2 OF 30

রাজকর্মচারীর পুত্রের আরোগ্য

যীশু তাঁর কর্তৃত্ব ও শক্তি দিয়ে মানুষকে অবাক করতে থাকলেন। যখন কফরনাহূমে এক রোমীয় রাজকীয় কর্মচারীর পুত্র অসুস্থ হয়ে পড়ে, তখন যীশু গালীলের কানা শহরে ছিলেন। কফরনাহূম কানার প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত যা একদিনের হাঁটার পথ। এই ব্যক্তি যীশুর সাহায্যের জন্য এতটাই মরিয়া ছিলেন যে তিনি নিজেই পথ পাড়ি দিলেন, যাতে যীশু তাঁর বাড়িতে এসে তাঁর পুত্রকে সুস্থ করেন। কিন্তু যীশু তাঁকে বললেন, “বাড়ি ফিরে যাও, তোমার ছেলে বেঁচে থাকবে।” আশ্চর্যের বিষয়, ইহুদী বিশ্বাসের বাইরের এই বিদেশি ব্যক্তি যীশুর কথায় বিশ্বাস করলেন এবং বাড়ি ফিরে দেখলেন তাঁর ছেলে সম্পূর্ণ সুস্থ। পরে জানা গেল, ঠিক সেই মুহূর্তে সে সুস্থ হয়েছিল, যখন যীশু বলেছিলেন “তোমার ছেলে বেঁচে থাকবে।” কী অসাধারণ শক্তি! কী নিখুঁত সময়! কী চমৎকার নির্ভুলতা!

গীতসংহিতার লেখক যেন এই মহাশক্তিমান ঈশ্বরকে চিনতেন, যিনি তাঁর বাক্য পাঠিয়ে মানুষকে আরোগ্য করেন (গীতসংহিতা ১০৭:২০)। ভাববাদী যিশাইয়ও ঈশ্বরের বাক্যের সেই শক্তির কথা বলেছেন—যা কখনো শূন্যে ফিরে আসে না, বরং ঈশ্বর যে উদ্দেশ্য পূরণের জন্য তা প্রেরণ করেন, তা সম্পূর্ণ করে (যিশাইয় ৫৫:১০-১১)।

মানবরূপী ঈশ্বর যীশু এই শক্তি এক অ-ইহুদী পরিবারের কাছে প্রকাশ করলেন। তাঁদের ঘরে এক কিশোরের জীবন ফিরে আসতে দেখে, তারা সবাই তাঁর উপর বিশ্বাস স্থাপন করেছিল! পরিবারের বাকি লোকেরা তাঁকে চোখে দেখেনি, তবুও তাঁর প্রতি আস্থা রেখেছিল। কী আশ্চর্য বিশ্বাস!

সবকিছুর শুরু হয়েছিল সেই রাজকর্মচারীর বিশ্বাস থেকে—যিনি সাহস করে বিশ্বাস করেছিলেন যে এই যীশু নামের ব্যক্তি রোগ নিরাময়ের সর্বোচ্চ কর্তৃত্ব রাখেন, এবং তাঁর শুধুমাত্র একটি বাক্যেই আরোগ্য সম্পন্ন হতে পারে! যেকোনো অভিভাবক জানেন, সন্তানের অসুস্থতার ব্যাপারে কারও কথা বিশ্বাস করার আগে প্রমাণ প্রয়োজন, কিন্তু এখানে ছিলেন এক ব্যক্তি, যিনি শুধু একটি ছোট শহরের এক রাব্বি বা গুরুর বাক্যের উপরই সম্পূর্ণ ভরসা করেছিলেন।

আপনি ঈশ্বরের আপনার প্রতি প্রদত্ত বাক্যের উপর কতটা ভরসা করেন? আপনি কি বিশ্বাস করেন, ঈশ্বরের প্রতিটি লিখিত বাক্যই আপনার জন্য জীবনদায়ক বাক্য? আপনার জীবনের সেই বিশেষ কঠিন সময়গুলিতে আপনি কি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করেন, নাকি মানুষের আশ্বাসের উপর?

আজকের শাস্ত্রাংশ নিয়ে মনোযোগ করার সময়, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে তাঁর কাইরোস (নির্দিষ্ট/নির্ধারিত) সময়ের জন্য ধৈর্য ও অনুগ্রহ প্রদান করেন। আমরা ঈশ্বরকে জোর করে বা তোষামোদ করে আমাদের সময়সূচি অনুযায়ী কিছু করাতে পারি না। তিনি সর্বশক্তিমান, এবং তিনি আমাদের মঙ্গলার্থে সব কিছু কাজ করে যাচ্ছেন। এর অর্থ, যখন তিনি আমাদের জীবনকে বুনছেন, তখন তিনি অন্যদের জীবনেও কাজ করছেন, যেখানে সংযোগের মুহূর্ত এবং বিচ্ছেদের মুহূর্ত, দুটোই তিনি বিবেচনা করছেন। আমাদের চোখে যা বিশৃঙ্খল বা আমাদের সময়রেখার বাইরে মনে হয় তা তাঁর কাছে সম্পূর্ণ পরিকল্পিত এবং নিখুঁতভাবে সম্পাদিত।

Scripture

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More