YouVersion Logo
Search Icon

প্রান্তরের আশ্চর্যSample

প্রান্তরের আশ্চর্য

DAY 6 OF 6

প্রান্তরেরআশ্চর্য

নেগেভ প্রান্তর পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল, তবে অব্রাহাম ও ইস্‌হাকের সময় এটি তাদের খনন করা কূপ দ্বারা চিহ্নিত ছিল। বিশেষ করে ইস্‌হাক, অনেক কূপ খনন করেছিলেন, যা তার ক্রমবর্ধমান বিশাল পশুপালের জন্য জীবনধারণের উৎস হয়ে উঠেছিল। তার সম্পর্কে বলা হয়, তিনি বীজ বপন করেছিলেন এবং সেই একই বছরে শতগুণ ফল লাভ করেছিলেন। এটি ছিল এক বিস্ময়কর কৃষির অলৌকিক ঘটনা, কারণ এটি সেই সময় ঘটেছিল, যখন দেশটিতে তীব্র দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষ বা কনান-এর শুষ্ক পরিবেশ ইস্‌হাকে গভীর কূপ খনন করে তার জন্য, তার পরিবারের জন্য এবং তার গবাদি পশুর জন্য জীবনদায়ী জল খুঁজে বের করা থেকে বিরত রাখতে পারেনি। ইস্‌হাকের সাফল্য ও বিপুল সমৃদ্ধির চাবিকাঠি ছিল তার প্রচেষ্টা নয়, বরং তার প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের উপস্থিতি। আমাদের জন্য, ২০শ শতাব্দীতে, যারা কূপ খনন করতে জানি না, আমরা এর পরিবর্তে পরবর্তী সর্বোত্তম কাজটি করতে পারি—আমাদের সবচেয়ে শুষ্ক ও কঠিন সময়ের মাঝখানে গিয়ে ঈশ্বরকে খুঁজে নেওয়া। তিনি দূরে নন; বরং, তিনি আমাদের ধারণার চেয়েও অনেক কাছাকাছি আছেন। যেমন যীশু কূপের কাছে সামারীয় নারীর সঙ্গে দেখা করেছিলেন, তেমনি তিনিও আমাদের জন্য অপেক্ষা করেন। তিনি আমাদের সঙ্গে থাকার, আমাদের কথা শোনার এবং আমাদের সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা করেন। সমস্যা হলো, আমাদের আধুনিক জীবন এতটাই কোলাহলপূর্ণ যে আমরা সেই শব্দের স্রোতকে বন্ধ করে তাঁকে শুনতে পারি না। প্রান্তর আমাদের এমন এক অবস্থায় নিয়ে আসে, যেখানে চারপাশ এতটাই নীরব হয়ে যায় যে, আমরা কেবল আমাদের নিজের নিশ্বাসের শব্দ ও বিভ্রান্তি ও অনিশ্চয়তার ঘূর্ণায়মান বাতাসই শুনতে পাই। এটাই সর্বোত্তম সময় যীশুর সঙ্গে বসে গভীরভাবে চিন্তা করার, যিনি নিজেই হলেন জীবনের উৎস।

এই সময়টি যতই কঠিন হোক না কেন, এর সর্বোচ্চ আনন্দটি হল এই সময়ে ঈশ্বরের মহিমা ও আশ্চর্য আবিষ্কার করা। তিনি তার শক্তি ও গৌরব প্রকাশ করবেন এমনভাবে যা তিনি আগে কখনো করেননি। তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেও আমাদের জন্য মঙ্গল নিয়ে এসে প্রমাণ করবেন যে তিনিই আমাদের সর্বশ্রেষ্ঠ মুক্তিদাতা। তিনি প্রান্তরের মধ্যেও পথ তৈরি করবেন, যখন বাস্তবে অন্য কোনো পথ থাকবে না। তিনি তোমাকে রক্ষা করবেন এবং ক্ষুদ্রতম বিষয়টিরো তোমার জন্য যত্ন ও ব্যবস্থা করবেন। মজার বিষয় হলো, তিনি তোমাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবেন, এমন এক ব্যক্তিতে, যে ছিল প্রান্তরতে প্রবেশ করার আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। তুমি একাকীত্বে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঝড়ের মুখে অবিচল থাকবে এবং জীবনের অস্থির সাগরের মাঝেও শান্ত থাকতে শিখবে। তুমি এমন এক সহনশীলতা গড়ে তুলবে, যা ভেতর থেকে শক্তির উজ্জ্বলতা বিকিরণ করবে। তুমি সেই ‘শালোম’ শান্তির সঙ্গে চলবে, যা যীশু তাঁর শিষ্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তোমার মাথা উঁচু থাকবে এই জ্ঞানের আত্মবিশ্বাসে যে ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন ও একই সঙ্গে তোমার হৃদয় বিনীতভাবে নত হবে সেই ঈশ্বরের সামনে, যিনি তাঁর হাতে সমগ্র বিশ্বকে ধারণ করেন।

তুমি কি প্রস্তুত প্রান্তরকে গ্রহণ করার জন্য—এটি যেমন, এবং এটি তোমার জীবনে যা কিছু করবে তার জন্য? তুমি কি প্রস্তুত সেই ঈশ্বরের আলিঙ্গনে আসার জন্য, যিনি তোমাকে প্রান্তরের পথের মধ্য দিয়ে নিয়ে যাবেন এবং সেখান থেকে বেরও করে আনবেন? সেই ঈশ্বর, যার জন্য কিছুই অসম্ভব নয়!

এই বাইবেল পাঠ্য পরিকল্পনাটি লেখক ক্রিস্টিন জয়করনের লেখা একটি বইয়ের অংশ, যা নিচের লিঙ্কে ক্লিক করেও পাওয়া যাবে: https://www.christinejayakaran.com/

About this Plan

প্রান্তরের আশ্চর্য

প্রান্তর, যেখানে যীশুর প্রত্যেক অনুসারী অবশ্যম্ভাবীভাবে নিজেদের খুঁজে পায়, তা পুরোপুরি খারাপ নয়। এটি হতে পারে ঈশ্বরের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার একটি স্থান এবং আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যসমূহের বৃহত্তর স্পষ্টতার একটি ক্ষেত্র। আশা করি এই পরিকল্পনাটি তোমার প্রান্তরের সময়গুলিতে তোমার চোখ খুলে দিয়ে এর আশ্চর্যের উপলব্ধি করতে সহায়তা করবে।

More