YouVersion Logo
Search Icon

প্রান্তরের আশ্চর্যSample

প্রান্তরের আশ্চর্য

DAY 2 OF 6

তোমার হৃদয়কে বিচলিত হতে দিও না

গীতসংহিতার লেখকের কাছে ঈশ্বরের প্রতি একটি আকর্ষণীয় অনুরোধ রয়েছে। তিনি ঈশ্বরকে বলেন, “আমার হৃদয়কে একত্র কর, যেন আমি তোমার নামকে ভয় করি।” কেন তিনি এ কথা বলবেন, যদি না তিনি জানতেন যে তাঁর হৃদয় কখনো কখনো বিভক্ত হয়ে যায় এবং অস্পষ্টতার মধ্যে হারিয়ে যায়! আমি নিশ্চিতভাবে বলতে পারি, তুমি আমার সাথে একমত হবে যে আমাদের সকলের হৃদয় এইরকম একই সমস্যার সম্মুখীন হয়। নবী যিরমিয়া আমাদের অবস্থাকে আরও কঠিন করে তুলেছেন, যখন তিনি আমাদের হৃদয়ের অন্তর্নিহিত প্রতারণার সমস্যাটি তুলে ধরেন। আমরা হয়তো অন্যদের কাছে নিয়মিত মিথ্যা কথা বলি এবং পরে আমাদের হৃদয় সেই মিথ্যা কথাগুলো বিশ্বাস করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেগুলো আমাদের সত্য বলে মনে হতে থাকে। অন্যদিকে, আমরা হয়তো অন্যদের কাছে মিথ্যা বলি না, কিন্তু নিজেদের কাছেই মিথ্যা বলি।

প্রান্তরের সময়গুলি আমাদের হৃদয়ের বিচ্যুতিকে আরও তীব্র করে তোলে। যখন কিছুই আমাদের অনুকূলে থাকে না, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের অনুভূতির পিছনে চলতে থাকি। আমাদের আবেগ দিকনির্দেশক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো ভালো পথপ্রদর্শক নয়। যদি আমাদের জীবন আবেগ দ্বারা পরিচালিত হয়, তবে ঈশ্বরই আমাদের সাহাজ্য করুন। আমাদের হৃদয় হল আমাদের আকাঙ্ক্ষা, স্নেহ, আবেগ ও অনুভূতির কেন্দ্র। যখন আমরা বারবার বাধা ও সংগ্রামের সম্মুখীন হই, তখন আমাদের হৃদয় পুরনো অভ্যাস ও চিন্তার ধাঁচে ফিরে যেতে থাকে। আমরা যে বিষয়গুলিতে একসময় দৃঢ় ও স্থির ছিলাম, সেগুলোকে অবহেলা করতে শুরু করি। আমরা "যা খুশি তাই চলবে" মানসিকতা সাথে বাঁচতে থাকি। এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে তার জন্য যে যীশুর সত্যিকারের শিষ্য হতে চাই।

আমাদের হৃদয়কে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করার উপায় হল একে সম্পূর্ণ যত্নসহকারে সংরক্ষণ করা। এর অর্থ হল, বারবার হতাশার মধ্যেও আমাদের স্নেহ-ভালোবাসা কোন দিকে প্রবাহিত হচ্ছে, সে বিষয়ে সচেতন হওয়া। এর জন্য চাই শৃঙ্খলার সাথে আমাদের হৃদয়ের উদ্দেশ্য, অভিপ্রায় ও প্রবৃত্তির উপর নিয়মিত নজর রাখার। এইসব করা জরুরি, কারণ আমাদের হৃদয়ের অবস্থা আমাদের জীবনের দিকনির্দেশ ঠিক করে। প্রান্তর হল এমন একটি সময়, যেখানে আমাদের হৃদয়কে নতুনভাবে গঠনের প্রয়োজন হয়, যেন ঈশ্বরের স্থানে আশ্রিত হওয়া সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে তাঁর গভীর ভালোবাসাকে ঐ স্থান দেওয়া যায়। যেমন মোশি বারবার ইস্রায়েলীয়দের নির্দেশ দিয়েছিলেন, তেমনি আমাদেরও প্রতিদিন আমাদের জীবনযাত্রায় এই সিদ্ধান্ত নিতে হবে যে, “আমরা আমাদের সম্পূর্ণ হৃদয়, মন, আত্মা ও শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসব,” যতদিন না যীশুর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়।

About this Plan

প্রান্তরের আশ্চর্য

প্রান্তর, যেখানে যীশুর প্রত্যেক অনুসারী অবশ্যম্ভাবীভাবে নিজেদের খুঁজে পায়, তা পুরোপুরি খারাপ নয়। এটি হতে পারে ঈশ্বরের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার একটি স্থান এবং আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যসমূহের বৃহত্তর স্পষ্টতার একটি ক্ষেত্র। আশা করি এই পরিকল্পনাটি তোমার প্রান্তরের সময়গুলিতে তোমার চোখ খুলে দিয়ে এর আশ্চর্যের উপলব্ধি করতে সহায়তা করবে।

More