YouVersion Logo
Search Icon

প্রান্তরের আশ্চর্যSample

প্রান্তরের আশ্চর্য

DAY 4 OF 6

তোমার হাতকে বিচলিত হতে দিও না

যাকোবের একাদশ পুত্র যোষেফও তার নিজস্ব প্রান্তরের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। সে আগেভাগেই তার স্বপ্ন পরিবারের সঙ্গে ভাগ করে নেয় এবং এর পরিণতিতে তাকে মিশরগামী বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে সে পোটীফরের দাস হয়ে যায় এবং সততা বজায় রাখার পরও মিথ্যা অপবাদে ধর্ষণের অভিযোগে তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়। কারাগারে থাকাকালীন, সে ফরৌণের এক কর্মকর্তাকে সাহায্য করলেও, দুই বছর ধরে সে অবহেলিত অবস্থায় পড়ে থাকে, যতক্ষণ না তাকে ফরৌণের কাছে আনা হয় এবং রাতারাতি মিশরের গভর্নর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তার প্রান্তরের সময়কাল একটানা ১৩ বছর স্থায়ী হয়েছিল, কিন্তু সেই সমস্ত দুর্ভোগ ও ভুল বোঝাবুঝির মাঝেও সে কখনো তার উদ্দেশ্য হারায়নি। যেখানে সে গিয়েছিল, সেখানে অন্যদের সেবা করার পথ খুঁজে নিয়েছিল এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের কারণে সে সর্বদাই অসাধারণ হয়ে উঠেছিল।

অনেকেরই জন্য, প্রান্তর আমাদের সমস্ত কাজের আনন্দকে শুষে নিতে পারে, এমনকি যেসব কাজ আমরা করতে চাই তাতেও উৎসাহ নষ্ট করে দেয়। আমরা অনুভব করতে শুরু করি যে, কিছু করার কোনো মানে নেই, কারণ কিছুই ফলপ্রসূ হবে না। এই অনুভূতির মধ্যে যে মিথ্যা লুকিয়ে আছে, তা চিহ্নিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তরের মাঝেও, তোমার জীবনের একটি উদ্দেশ্য রয়েছে। যদি তোমার হাত সেই কাজের সঙ্গে ব্যস্ত থাকে, যা তোমাকে দেওয়া হয়েছে, তবে তুমি এখনো মানুষের জীবনে একটি ছাপ রেখে যেতে পারবে। প্রেরিত পৌল সমস্ত বিশ্বাসীদের তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে উৎসাহিত করেছিলেন। তিনি অলস আচরণ ও অনর্থক কথাবার্তাকে নিরুৎসাহিত করেছিলেন এবং ঈশ্বরের মহিমার জন্য সবকিছু করতে উদ্বুদ্ধ করেছিলেন। ঈশ্বর তোমাকে যে কাজ করতেবলেন বা যা অব্যাহত রাখতে উৎসাহ দেন, তা করা থেকে বিরত হয়ো না। এমনকি যদি তোমার নিজের আশীর্বাদ এখনো না এসে থাকে, তবুও অন্যদের জন্য আশীর্বাদ হওয়ার সুযোগকে অবহেলা কোরো না। বিশ্রাম নাও, আর যখন কাজ করার সময় আসে, তখন কাজ করো। ঈশ্বরের রাজ্য তোমার প্রতিশ্রুতির ওপর নির্ভর করে—তুমি প্রতিদিন উপস্থিত হও এবং সেবা করো, যেমনটা কেবল তুমিই করতে পারো।

যোষেফের পেশাগত উৎকর্ষতা এবং তার কঠোর পরিশ্রমের নীতি তাকে দাসদের ভিড়ের মধ্যেও আলাদা করে তুলেছিল। তোমারও একই অনুগ্রহ ও আশীর্বাদ লাভ হতে পারে, এমনকি তোমার প্রান্তরের গভীরতম সময়েও, কারণ ঈশ্বর তোমার প্রতিটি ত্যাগ দেখেন এবং তুমি যা করছো আর তার জন্য যে মূল্য দিচ্ছো, তা সবই তিনি জানেন।

About this Plan

প্রান্তরের আশ্চর্য

প্রান্তর, যেখানে যীশুর প্রত্যেক অনুসারী অবশ্যম্ভাবীভাবে নিজেদের খুঁজে পায়, তা পুরোপুরি খারাপ নয়। এটি হতে পারে ঈশ্বরের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার একটি স্থান এবং আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যসমূহের বৃহত্তর স্পষ্টতার একটি ক্ষেত্র। আশা করি এই পরিকল্পনাটি তোমার প্রান্তরের সময়গুলিতে তোমার চোখ খুলে দিয়ে এর আশ্চর্যের উপলব্ধি করতে সহায়তা করবে।

More