প্রান্তরের আশ্চর্যSample

তোমার পা যেন বিচলিত না হয়
প্রান্তরের মরুপ্রায় পরিস্থিতির একটি প্রধান সমস্যা হল, এখানে আমাদের পা সহজেই পথভ্রষ্ট হতে পারে। পাহাড়ের দিকে পালানোর চেষ্টায়, আমরা পথের ধারে পড়ে যেতে পারি। প্রান্তর থেকে বেরিয়ে আসার মরিয়া প্রচেষ্টায়, আমরা নিজেদেরকে আরও জটিল পরিস্থিতিতে খুঁজে পেতে পারি। ঈশ্বর আমাদের তাঁর সঙ্গে চলার আমন্ত্রণ জানান, যেমন নোহ ও হনোক চলেছিলেন। অবশ্যই, তাদের জীবন সমস্যা-মুক্ত ছিল না, তবুও এই লোকেরা কখনোই ঈশ্বরের আগে দৌড়ায়নি। বাইবেল আমাদের আশ্বস্ত করে যে, তারা ঈশ্বরের সঙ্গে বিশ্বস্তভাবে চলেছিলেন।
আমাদের জীবনে, আমরা হয়তো আমাদের জন্য নির্ধারিত পথ থেকে সরে যাই না, তবে যখন পরিস্থিতি অনুকূল থাকে না, তখন আমরা ক্ষুদ্রতম বাধাতেও হোঁচট খেতে পারি। যখন তুমি দীর্ঘদিন ধরে কোনো রোগের সঙ্গে লড়াই করো, তখন ভাবতে শুরু করতে পারো যে হয়তো তুমি ঈশ্বরের কাছ থেকে আরোগ্য লাভের যোগ্য নও। যখন তুমি একজন প্রিয়জনকে হারাও, তখন মনে হতে পারে ঈশ্বর যেন তোমার বিরুদ্ধে আছেন। যখন তোমার প্রার্থনার উত্তর আসে না, তখন তুমি প্রার্থনাকে পুরোপুরি ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারো।
যখন তোমার গির্জা বা তোমার পালক তোমার যাত্রাকে বুঝতে পারে না, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারো যে খ্রীষ্টের দেহের বাইরের বন্ধুরাই তোমার সঙ্গে চলার জন্য ভালো।
সতর্ক থাকো, কোথায় তুমি হোঁচট খাচ্ছো তা বুঝতে শেখো। যেসব বিষাক্ত বিশ্বাস তোমাকে সঠিক পথ থেকে সরিয়ে দিচ্ছে, সেগুলো চিহ্নিত করো। এমন বন্ধুদের থেকে সাবধান থাকো, যারা তোমাকে ক্ষণিকের আনন্দ ও তাত্ক্ষণিক সন্তুষ্টির পথে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত অচল রাস্তার দিকে নিয়ে যায়।
প্রান্তর কঠিন, এতে কোনো সন্দেহ নেই, তবে এটি তোমার পছন্দ যা নির্ধারণ করবে যে তুমি যীশুর নির্ধারিত সরু ও সঠিক পথে থাকবে কি না। এই পথ সহজ হবে না, এবং এর নানা মোড় ও বাঁক তোমার কাছে পরিচিতও নাও হতে পারে। এটি সেই প্রাচীন পথ, যা যীশু নিজেই পরীক্ষিত হয়েছেন ও প্রমাণিত করেছেন। যদি তোমার মনে থাকে, যীশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি পবিত্র আত্মা দ্বারা প্রান্তরে পরিচালিত হয়েছিলেন, যেখানে শয়তান তাঁকে পরীক্ষা করেছিল। সেই ৪০ দিনের পরীক্ষায়, শত্রু তাঁকে বিপথগামী করতে তার সমস্ত অস্ত্র ব্যবহার করেছিল, যাতে তিনি তাঁর পৃথিবীর দায়িত্ব থেকে বিচ্যুত হন। কিন্তু যীশু অবিচল ও সঠিক পথে স্থির ছিলেন, কারণ তিনি জানতেন কে তাঁকে পাঠিয়েছেন এবং কেন তাঁকে পাঠানো হয়েছে। তিনি সেটি এক মুহূর্তের জন্যও সন্দেহ করেননি বা তাঁর মূল উদ্দেশ্য থেকেও সরে যাননি। আমাদের লক্ষ্য হওয়া উচিত যীশুর মতো হওয়া। তাহলে তোমার সংকল্প কি পরীক্ষিত হবে? নিশ্চয়ই। তুমি কি পথভ্রষ্ট হওয়ার প্রলোভনে পড়বে? অবশ্যই। কিন্তু যদি তুমি যীশুকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করো, তবে তুমি অবাক হবে যে কীভাবে তোমার পা দৃঢ় ও অবিচল থাকে।
About this Plan

প্রান্তর, যেখানে যীশুর প্রত্যেক অনুসারী অবশ্যম্ভাবীভাবে নিজেদের খুঁজে পায়, তা পুরোপুরি খারাপ নয়। এটি হতে পারে ঈশ্বরের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার একটি স্থান এবং আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যসমূহের বৃহত্তর স্পষ্টতার একটি ক্ষেত্র। আশা করি এই পরিকল্পনাটি তোমার প্রান্তরের সময়গুলিতে তোমার চোখ খুলে দিয়ে এর আশ্চর্যের উপলব্ধি করতে সহায়তা করবে।
More
Related Plans

And His Name Will Be the Hope of the World

WORSHIP: More Than a Song

God vs Goliath: The Battle Before the Battle

Refresh Your Soul - Whole Bible in 2 Years (3 of 8)

Refresh Your Soul - Whole Bible in 2 Years (4 of 8)

Making the Most of Your Marriage; a 7-Day Healing Journey

Light Has Come

Go Tell It on the Mountain

The Mission | the Unfolding Story of God's Redemptive Purpose (Family Devotional)
