YouVersion Logo
Search Icon

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনাSample

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনা

DAY 5 OF 5

যোহন লিখিত সুসমাচার অনুসারে

আমাদের জীবন দান করার জন্য ঈশ্বর আমাদের সঙ্গে আছেন

যীশু কে সেই বিষয় একটি কাব্যিক উক্তির মধ্যে দিয়ে যোহন লিখিত সুসমাচারটি শুরু করা হয়েছে। তাঁর অনুকরণ অসাধ্য রচনাশৈলীর মধ্যে দিয়ে প্ররিত ঘোষণা করেছেন যে যীশুই ঈশ্বর এবং প্রত্যেক সৃষ্ট জীবকে তাঁর মাধ্যমেই জীবন প্রদত্ত হয়েছে। তিনি আরও বলেছেন যে তাঁর মধ্যেই জীবন আছে এবং সেই জীবন এবং সেই জ্যোতিই সমুদয় মানবজাতীর জন্য জীবন ছিল। (যোহন ১:৪) যীশু কে সেই বিষয়ে আরও ভালোভাবে বর্ণনা করার জন্য তিনি “আলো’’ শব্দটি ব্যবহার করেছেন এবং লিখেছেন যে আমরা যদি বলি যে আমরা তাঁর সঙ্গে সহভাগিতার মধ্য আছি  এবং তথাপি আমরা যদি অন্ধকারে চলি তাহলে আমরা সত্যের মধ্যে জীবন যাপন করি না  (১ যোহন ১:৬)।  সেই কারণে যীশু হচ্ছেন জ্যোতি আনায়নকারী এবং জীবন দানকারী।

আমাদের এই পৃথিবীতে আলো হচ্ছে সমস্ত জীবনের জন্য একটি প্রাথমিক উপাদান। সালোকসংশ্লেষের জন্য গাছদের সূর্যের আলোর প্রয়োজন যাতে তারা খাদ্য উৎপন্ন করতে পারে, সেই খাদ্য আমরা খাই। সালোক সংশ্লেষের এই একই প্রক্রিয়ায় অক্সিজেনও উৎপন্ন হয়, যা আমাদের মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলো ছাড়া আমাদের এই পৃথিবী স্যাঁতসাঁতে এবং অন্ধকার স্থানে পরিণত হবে যেখানে কোনও জীবনের অস্তিত্ব থাকতে পারবে না। আলো এবং জীবন এই প্রাকৃতিক পৃথিবীতে একসাথে চলে, তাহলে আমাদের আত্মিক জগতে এটি আরও কত অধিক গুরুত্বপূর্ণ। যীশু এই নিদারুণভাবে অন্ধকার পৃথিবীতে আলো এনেছিলেন এবং তিনি লক্ষ লক্ষ লোকের জীবন পরিবর্তিত করেছিলেন। তিনি কেবল আমাদের জন্মের সময় আমাদের মধ্যে শ্বাস বায়ূ দেননি যা আমাদের জীবিত করেছিল কিন্তু তিনি আমাদের মধ্যে একটি নতুন জীবন আনেন যখন আমরা যীশুর মাধ্যমে নতুন জীবন লাভ করি। তিনি লোকদের হৃদয় পরিবর্তন করতে, তাদের মন নবায়িত করতে, এবং তাদের জীবন রূপান্তরিত করতে এসেছিলেন। আমাদের সহিত ঈশ্বর হওয়ার বিষয়টি তাঁকে জানার আগে আমরা যেরকম ছিলাম তার থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষে রূপান্তরিত করে।

আমরা সকলেই একটি প্রবাদ বাক্য শুনেছি যেখানে বলা হয়েছে “ খাওয়ার মধ্যে দিয়েই পুডিং কি তা প্রমাণিত হয়”। একই ভাবে, আমাদের সঙ্গে সর্বদা ঈশ্বর আছেন কিনা তা প্রমাণ হয় আমাদের পর্যবেক্ষণকারী জগৎ কীভাবে আমাদের দেখে তার উপর। খ্রীষ্ট যদি আমাদের মধ্যে বাস করেন এবং আমরা যদি খ্রীষ্টেতে থাকি তাহলে আমাদের জীবনটাই কি তিনি কে সেই  বিষয়ে একটি সম্ভাব্য বহিঃপ্রকাশ হওয়া উচিৎ নয়? যোহন ১০:১০ পদে যীশু বলেছেন কীভাবে শত্রু, দিয়াবল, চুরি করতে, বধ করতে এবং বিনাশ করতে আসে কিন্তু তিনি (যীশু) কীভাবে জীবনের উপচয় দিতে এসেছেন। এই জীবনের উপচয়  হচ্ছে ঈশ্বরের জীবন্ত প্রমাণ যিনি সর্বদা বিদ্যমান এবং আমাদের জীবনের সমস্ত বিষয়ে যুক্ত থাকেন। জীবনের উপচয় মানে একজন ব্যক্তিকে প্রাচুর্যতায় , সাফল্যে অথবা প্রভাবে পরিপূর্ণ হতে হবে এমন বিষয় নয়। এটি হচ্ছে প্রচণ্ড অস্থিরতার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া, ব্যর্থতার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া এবং যন্ত্রণার মধ্যেও উদ্দেশ্য খুঁজে পাওয়া। এটি হচ্ছে একটি জীবন যার মধ্যে খ্রীষ্টের সৌরভ আছে যাতে যে কেউ আমাদের কাছে আসে সে  প্রথমে খ্রীষ্টকে দেখে এবং তারপর আমাদের দেখে। এটি হচ্ছে একটি জীবন যা বিভিন্ন প্রশ্ন জাগায় এবং বিশ্বাসের উপর ভিত্তিস্থিত একটি জীবনের গভীরতর কথোপকথনের জন্য দ্বার খুলে দেয়। এটি হচ্ছে একটি জীবন যার একটি উদ্দেশ্য থাকে যা আমাদের জীবন সীমার উর্দ্ধে আমাদের আগামী বংশ পরম্পরায় প্রভাব বিস্তার করে।

আমাদের কাছে খ্রীষ্ট কে সেই বিষয়ে বিভিন্ন প্রচার মাধ্যমগুলিতে  আমাদের পোস্টগুলির থেকেও আমাদের জীবন যেন আরও উচ্চরবে কথা বলে। জনপ্রিয় সংস্কৃতি সত্য সম্বন্ধে যে ছবি চিত্রায়িত করে তার থেকেও আমাদের জীবনগুলি যেন উচ্চরবে কথা বলে। আমাদের জীবন যেন একমাত্র বাইবেল হয় যা কোনও একজন ব্যক্তি পাঠ করতে পারে।। সুতরাং আমরা কী করি অথবা জীবনের কোথায় আমরা এখন আছি সেই সকল বিষয় অপেক্ষা কীভাবে আমরা জীবন যাপন করি তা গুরুত্বপূর্ণ।

এই আবির্ভাবের সময় আমরা আমাদের মধ্যে নতুন জীবনের শ্বাসবায়ু ঈশ্বরের কাছে যাচ্ঞা করতে পারি যাতে আমরা যখন নতুন বছরে পদার্পণ করছি তখন আমরা সঞ্জীবিত এবং সম্মিলিত হয়ে নতুন ভূমি গ্রহণ করতে পারি, নতুন এলাকা অধিকার করতে পারি, দৈত্যদের পরাজিত করতে পারি এবং এক মিনিটের জন্য হলেও আমরা যার সঙ্গে মিলিত হবো তার কাছে যেন খ্রীষ্টের সৌরভ বিকীর্ণ করতে পারি।

প্রার্থনা:

প্রিয় প্রভু,

যীশুকে আমাদের সঙ্গে থাকার উদ্দেশ্যে প্রেরণ করার জন্য তোমাকে ধন্যবাদ দিই। পবিত্র আত্মার জন্য তোমাকে ধন্যবাদ দিই যিনি আমার মধ্যে নতুন বিশ্বাস ধরে রাখতে আমাকে সাহায্য  করেন এবং আমরা হৃদয়কে তোমার প্রতি চালিত করেন। আমার স্বার্থপরতা এবং অহঙ্কারের জন্য আমাকের ক্ষমা কর – আমি প্রার্থনা করি আমি যেন তোমার জন্য  এবং কেবল তোমার গৌরবের জন্য আমার জীবন যাপন করি।

তোমার নামে এই প্রার্থনা চাই

আমেন।

About this Plan

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনা

সব থেকে ভাল সময়ে পৃথিবীটা অনিশ্চিত এবং উলটো বলে মনে হচ্ছে । এই সময়টি যদি ঈশ্বরের পুত্র, যীশু না থাকতেন, তাহলে আমাদের কোনও আশা থাকতো না। প্রত্যেক বড়দিন আমাদের ইম্মানুয়েল শব্দটি মনে করিয়ে দেয় – আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন একটি উপহার বা দান যা আমাদের অবিরত দান করতেই থাকেন । এখন থেকে অনন্তকাল পর্য্যন্ত আমরা কখনও একা হই না । এটাই যোগ্য উদযাপন।

More