আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনাSample

ভূমিকা
এই সাড়াটা বছর ঝাপসা মনে হতে পারে, একটি দুস্বপ্ন অথবা এক টুকড়ো কাগজের উপর হিজিবিজি বলে মনে হতে পারে। এগার মাস আমাদের কীভাবে অতিবাহিত হয়েছে সেই বিষয় বিবেচনা না করে, আমাদের জানার আগেই বড়দিন আমাদের কাছে চুপিসারে এসেগেছে । আমাদের বড়দিন উদযাপনের ধারণাগুলি বিশ্বগত ভাবে পরিবর্তিত হতে পারে অথবা নিদেনপক্ষে, অতিমারী, রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশগত পরিবর্তনের অবিরত ভয়ে বিবর্তিত হতে পারে। ইম্মানুয়েল – আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন মানবজাতির কাছে ঈশ্বরের সব থেকে বড় উপহার । আগের যে কোনও সময়ের থেকে আজকের দিনে এটিই সব থেকে বাস্তব। অনিশ্চয়তার এই সমস্ত দুঃখের মধ্যে একমাত্র খ্রীষ্ট এবং তাঁর সৃষ্টির জন্য তাঁর ভালোবাসা অপরিবর্তনীয় ।এমনকী আমাদের এই দুঃখভোগ, দুশ্চিন্তা এবং সমস্ত প্রশ্নের মধ্যে তিনি আজও বিদ্যমান এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবেন ।
কী দারুণ আশা ।
কী অপর্ব আশ্বাস বাণী ।
কী আশ্চর্য সান্ত্বনা ।
দু্র্ভাগ্যবশতঃ আমরা সকলেই নিজের জীবন নিয়ে এত ব্যস্ত আছি যে আমরা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমাদের প্রভুর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি । আমরা রাজনীতি, সংস্কৃতি, নৈতিক মর্যাদাহীনতা এবং ভয়ংকর মহামারী নিয়ে অনেক আলোচনা করেছি, তাই এই বিষয়গুলি আমাদের জানুপাত করার বিষয়ের কাছে এবং ঈশ্বরের আরও কাছে টেনে আনতে পারেনি যা একান্তভাবে উচিৎ ছিল ।সুতরাং এই যীশুর আগমনের সময় আমরা এমন একজন ঈশ্বরের বিষয় উদযাপন করার সময় লাভ করতে পারি যিনি আমাদের সঙ্গে আছেন এবং যিনি, সামাজিক দূরত্ব এবং বিচ্ছিন্নতার মধ্যে এক সেকেণ্ডের জন্যেও আমাদের পরিত্যাগ করেননি। আমরা স্মরণ করতে পারি যে আমাদের আঘাত করার পরিকল্পনা তাঁর নেই কিন্তু তিনি আমাদের আশা এবং ভবিষ্যত দেন এমনকী এই ভগ্ন পৃথিবীতেও যেখানে আমরা বাস করছি । হতে পারে আমরা প্রার্থনায় এবং তাঁর বাক্যে অধিক সময় তাঁকে দিয়ে আমরা এই ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে নবায়িত করেছি। ছোট অথবা বড় যে কোন কাজ আমরা করতে পারি , তার মধ্যে দিয়ে আমরা জগতের কাছে জ্যোতিস্বরূপ হওয়ার দ্বারা তাঁর বাক্যের এই জ্যোতির আগমনের ঘটনাটি উদযাপিত করতে পারি ।
Scripture
About this Plan

সব থেকে ভাল সময়ে পৃথিবীটা অনিশ্চিত এবং উলটো বলে মনে হচ্ছে । এই সময়টি যদি ঈশ্বরের পুত্র, যীশু না থাকতেন, তাহলে আমাদের কোনও আশা থাকতো না। প্রত্যেক বড়দিন আমাদের ইম্মানুয়েল শব্দটি মনে করিয়ে দেয় – আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন একটি উপহার বা দান যা আমাদের অবিরত দান করতেই থাকেন । এখন থেকে অনন্তকাল পর্য্যন্ত আমরা কখনও একা হই না । এটাই যোগ্য উদযাপন।
More
Related Plans

When Being Good Isn't Good Enough: 21 Days of Grace

The Characters of Easter: Simon Peter

How to Stop Fear, Worry, and Insecurity

"Jesus Over Everything," a 5-Day Devotional With Peter Burton

The Intentional Husband: 7 Days to Transform Your Marriage From the Inside Out

The Faith Series

A Heart After God: Living From the Inside Out

After Your Heart

Nearness
