আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনাSample

মার্ক লিখিত সুসমাচার অনুসারে
আমাদের ভালোবাসার জন্য ঈশ্বর আমাদের সঙ্গে আছেন
ভালোবাসা বা Love শব্দটি ইংরাজী ভাষায় সব থেকে বেশী ব্যবহৃত শব্দ। আপনি যদি এটি বিশ্বাস না করেন – তাহলে আপনি শুধু আপনার গুগুল ব্রাউজারে ‘Love’ শব্দটি লিখুন এবং পপ্ আপ্ ফলাফলে সংখ্যাটি দেখুন। উল্লেখ করা হয়েছে যে স্মার্ট ফোনে ভয়েস অ্যাকটিভেটেড হেল্পারে একটি যে সব থেকে অধিক জিজ্ঞাসিত প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে “ তুমি কি আমাকে ভালোবাসো?”
এটি নিসন্দেহে সাহায্যের জন্য একটি ক্রন্দন।
যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তাঁর প্রকাশিত অভিপ্রায়টি ছিল মানবজাতির প্রতি তাঁর মহান ভালোবাসা প্রদর্শন করা।তিনি সর্বদা তাঁর লোকদের ভালোবেসেছিলেন কিন্তু কোনও ভাবে তাঁর লোকেরা কেবল তাঁর উপর তাদের দৃষ্টিকে ফোকাস করতে পারেনি। যার ফলে, তারা বার বার রাস্তা পরিবর্তন করেছিল, এই প্রেমময় ঈশ্বরকে পরিত্যাগ করেছিল এবং তাদেরকে তাঁর ধার্মিক ক্রোধ এবং শাস্তির কাছে সমর্পণ করেছিল। ঈশ্বর তাঁর মহান প্রেমে কখনও তাদের চিরকালের জন্য পরিত্যাগ করেননি অথবা উদাসীনতায় তাঁর হাত ধুয়ে নেননি কিন্তু আবার তাদের ক্ষমা করেছিলেন এবং তাদেরকে তিনি নিজের কাছে একত্রিত করেছিলেন। কি অপূর্ব প্রেম?
কত গভীর, কত বোধাতীত, কত প্রচুর এবং কত অতুলনীয়। এটি ছিল সেই ভালোবাসা, যা তাঁকে এই পৃথিবীতে তাঁর একমাত্র পুত্রকে প্রেরণ করতে উৎসাহিত করেছিল যাতে তিনি আমাদের মত একজন হতে পারেন এবং এক নতুন স্তরে সামগ্রিক সত্তার মধ্যে ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করতে পারি। তাহলে আমাদের কাছে এর অর্থ কী? আমরা প্রত্যেকে ভালোবাসা পাওয়ার জন্য আকাঙ্খা করি এবং ব্যাকুল হই, এর কোনও ব্যতিক্রম নেই।সুসমাচারের মহান সংবাদটি হচ্ছে যে ঈশ্বর আপনাকে এমনভাবে ভালোবাসেন যে মনে হয় আপনি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি আছেন। নোংরা, অতীত ধ্যানধারণা, ইতিহাস এবং সমস্ত কিছুসহ আপনি যেমন সেই ভাবেই তিনি আপনাকে ভালোবাসেন ।আপনি যখন তাঁর সঙ্গে থাকেন তখন আপনাকে নিজেকে পরিশুদ্ধ করার অথবা ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করার প্রয়োজন হয় না। তিনি আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনার জন্য তাঁর একমাত্র পুত্রকে পাঠিয়ে ছিলেন যাতে আপনাকে কখনও একা থাকতে না হয় এবং আপনি যেন কখনও বিস্মৃত না হন। তিনি তাঁর সমস্ত সত্তা দিয়ে আপনাকে ভালোবাসেন এবং আপনি কী করেন অথবা আপনার আচরণ কীরকম তার উপর তাঁর ভালোবাসা নির্ভর করে না। এটি কি সত্যিই একটি স্বস্তির বিষয় নয়? এই ভগ্ন পৃথিবীতে অনেক বিষয়ের উপর আমাদের ভালোবাসা নির্ভর করে যার ফলে আমরা প্রায়ই আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে অক্ষম হই। আমরা এই বিষয়টিকে কয়েক সময় স্বার্থন্বেষী অথবা সন্দেহের চোখে দেখি। এই বিষয়টির সরল সত্যটি হচ্ছে – খ্রীষ্ট আমাদের এত ভালোবাসেন যে আমরা যখন পাপী ছিলাম তখনও তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং সেখানেই তিনি থেমে থাকেননি। তিনি আমাদের তাঁর পরিবারে দত্তকরূপে গ্রহণ করেছিলেন এবং এখন আমরা ঈশ্বরের সন্তান নামে অভিহিত হই। কী দারুণ সম্মান! আমাদের আর নিঃসঙ্গ, অবাঞ্ছিত, অক্ষম, অযোগ্য, নষ্ট অথবা জটিল বলা যাবে না। আপনি এখন “ঈশ্বরের সন্তান” নামে অভিহিত হন।
এই বিষয়টি হৃদয়ঙ্গম করার জন্য কয়েক মুহূর্ত সময় নিন।
যতক্ষণ না এটি গভীরভাবে আপনার হৃদয়ঙ্গম হচ্ছে ততক্ষণ নিজেকে এই শিরোনামটি বলুন।
সুতরাং আমরা যখন এই সামাজিক দূরত্ব এবং নিজেকে পৃথক করে রাখার সময়ের মধ্যে বাস করছি তখন আমাদের আর ভালোবাসাহীন অথবা নিঃসঙ্গ অথবা পরিত্যক্ত অনুভব করার প্রয়োজন নেই। আমরা ঈশ্বর কর্তৃক ভালোবাসা পাচ্ছি, অবগত আছি এবং সযত্নে লালিত হচ্ছি, যীশুকে ধন্যবাদ দিন যিনি আমাদের মধ্যস্থতাকারী। খ্রীষ্টের জীবন, মৃত্যু এবং পুনরুত্থান ঈশ্বর এবং মানুষের মধ্যেকার সমস্ত ব্যবধানকে একবারে এবং সমস্ত সময়ের জন্য সমাপ্ত করেছিলেন যাতে আমরা আর তাঁর সঙ্গে সম্পর্কহীন না থাকি এবং তিনি আমাদের কত ভালোবাসেন সেই বিষয়ে আমরা যেন সন্দেহ করা বন্ধ করি।
প্রার্থনা:
প্রিয় প্রভু,
আমার প্রতি তোমার মহান ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার ভালোবাসার গভীরতা অথবা উচ্চতা বুঝতে পারি না কিন্তু আমি জানি যে এটি প্রকৃত এবং শক্তিশালী। আমি তোমার ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করি যাতে এটি আমার মধ্যে থেকে সমস্ত নিরাপত্তাহীনতা এবং ভয় দূর করে দেয় এবং আমাকে শান্তিতে এবং নিরাপত্তার মধ্যে বাস করতে সাহায্য করে। আমি তোমাকে আমার পিতারূপে গ্রহণ করি যেহেতু আমি তোমার সন্তান।
যীশুর নামে এই প্রার্থনা চাই
আমেন।
About this Plan

সব থেকে ভাল সময়ে পৃথিবীটা অনিশ্চিত এবং উলটো বলে মনে হচ্ছে । এই সময়টি যদি ঈশ্বরের পুত্র, যীশু না থাকতেন, তাহলে আমাদের কোনও আশা থাকতো না। প্রত্যেক বড়দিন আমাদের ইম্মানুয়েল শব্দটি মনে করিয়ে দেয় – আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন একটি উপহার বা দান যা আমাদের অবিরত দান করতেই থাকেন । এখন থেকে অনন্তকাল পর্য্যন্ত আমরা কখনও একা হই না । এটাই যোগ্য উদযাপন।
More
Related Plans

When Being Good Isn't Good Enough: 21 Days of Grace

The Characters of Easter: Simon Peter

How to Stop Fear, Worry, and Insecurity

The One Question That Makes Pastors Resent Their Calling

YES!!!

1 Corinthians

WE SHALL NOT DIE - Reading With the People of God #17

How to Be Filled With the Spirit

Money Matters
