YouVersion Logo
Search Icon

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনাSample

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনা

DAY 4 OF 5

লূক লিখিত সুসমাচার অনুসারে

আমাদের রক্ষা করার জন্য ঈশ্বর আমাদের সঙ্গে আছেন

ম্যাক্স লুকাডো বলেছেন “ বাইবেলের উদ্দেশ্য হচ্ছে তাঁর সন্তানদের রক্ষা করার জন্য ঈশ্বরের পরিকল্পনা ঘোষণা করা। এটি দৃঢ়ভাবে ঘোষণা করে যে মানুষ পতিত হয়েছে এবং তাদের পরিত্রাণ লাভ করা প্রয়োজন। তাঁর সন্তানদের রক্ষা করার জন্য মাংসে আবির্ভূত ঈশ্বররূপে যীশুকে প্রেরণ করার বার্তাটি বাইবেলে সংযোগ করিয়ে দেওয়া হয়েছে।”

আমাদের রক্ষা করার তাঁর ইচ্ছাটিকে ঘিরে যীশুর এই পৃথিবীতে আসার সমস্ত বিষয়গুলি আবর্তিত হচ্ছে। লেখক লূক বিভিন্ন লোকদের বিষয় নথিভুক্ত করেছেন যারা প্রতিজ্ঞাত মশীহের সম্মুখীন হয়েছিলেন। যীশুর মা যীশুকে জন্ম দেওয়ার এবং তাঁর লালন পালন করার আদেশটি গ্রহণ করেছিলেন। তিনি গানের মধ্যে দিয়ে ঈশ্বরকে উচ্চীকৃত করেছিলেন এবং তিনি পরিত্রাণের জন্য কৃতজ্ঞ ছিলেন যা ইহূদী লোকদের জন্য আনীত হয়েছিল।বাপ্তিস্মদাতা যোহনের পিতা, সখরিয় মশীহের আগমনের প্রশংসা করেছিলেন যিনি তাঁর লোকদের কাছে পরিত্রাণ আনবেন এবং তাদের প্রতি দয়া দেখাবেন। শিমিয়োন, যিনি মন্দিরে যীশুকে দেখেছিলেন, তিনি ইহূদি এবং পরজাতীয় উভয়ের জন্য সুপ্রাপ্য তাঁর পরিত্রাণের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার বিষয়ে সোচ্চার হয়েছিলেন।

“রক্ষা” শব্দটিকে ঘিরে কেন এত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনি অবাক হতে পারেন। আপনারও কি পরিত্রাণের প্রয়োজন আছে? এটি কি গুরুত্বপূর্ণ? শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরব থেকে পতিত হয়েছি। আমরা ব্যভিচার করি, আমাদের প্রতিবাসীদের কাছে মিথ্যা কথা বলি, পরীক্ষায় প্রতারণা করি অথবা পতিতালয়ে ছুটে যাই, আমরা যাই করি না কেন আমরা সকলেই পাপী। ঈশ্বরের দৃষ্টিতে পাপ হচ্ছে পাপ। এমনকী আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের মধ্যে কিছু অংশ আছে যা ভগ্ন হয়েছে এবং যা ঠিক করা প্রয়োজন। খ্রীষ্টে ঈশ্বরের পরিত্রাণকারী শক্তি আমাদের যা কিছু ঠিক করা প্রয়োজন তা করে দেন। আমাদের কোনও ইচ্ছাশক্তি, স্বনির্ভরতা অথবা ইতিবাচক চিন্তা আমাদের এই কাজ করতে পারে না। এই বিষয়গুলি আমাদের সাহায্য করতে পারে কিন্তু সম্পূর্ণভাবে করতে পারে না – মৃত্যুর সময় আমাদের জন্য খ্রীষ্টের সেচিত রক্ত আমাদের সমস্ত পাপ যা আমরা করেছি অথবা করবো তার  থেকে আমাদের শুচি করতে পারে । এটি কি সত্যিই দারুণ বিষয় নয়? যে মুহূর্তে আমরা মুখে বলি যে যীশুই হচ্ছেন ঈশ্বর – তখনই আমরা সমস্ত অভিপ্রায় এবং উদ্দেশ্যের জন্য পরিত্রাণ লাভ করি। এর অর্থ এটি নয় যে তখনই আমরা সাধুতে রূপান্তরিত হয়ে যাই কিন্তু আমরা এখন আমাদের সমস্ত পাপ সম্পর্কে এবং ঈশ্বরের পবিত্রতা সম্পর্কে সচেতন  হই। এছাড়াও আমরা ক্রুশ এবং এই দুটি সত্য ঘটনার বিরাট বিভাজনের মধ্যে সেতু তৈরী করার বিষয়ে এর কাজ সম্পর্কে আরও অধিকভাবে সচেতন হই।

যীশু এখন আমাদের ধার্মিক ঘোষণা করেন, আমাদের সমস্ত পাপের বিষয়ে তাঁর মৃত্যুবরণ করার জন্য তাঁকে ধন্যবাদ দিন। সুতরাং কীভাবে এটি আমাদের প্রভাবিত করে? ভাল, শুরু করা যাক, তিনি আমাদের পাপের অনন্তকালীন পরিণাম থেকে রক্ষা করেছেন বলে আমাদের অবশ্যই কৃতজ্ঞভাবে জীবন যাপন করতে হবে। তারপর আমাদের অবশ্যই  অনুতপ্ত জীবনযাত্রা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে যার অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের ক্ষমা করবেন এটি জেনে দ্বিধাহীনভাবে দৈনিক ভিত্তিতে, নম্রতার সঙ্গে আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের দুর্বলতাগুলিকে স্বীকার করতে হবে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অনুতাপ ছাড়া ক্ষমা লাভ করা যায় না। আমাদের অবশ্যই সংযমী কিন্তু সাবলিল বাস্তবতার মধ্যে বাস করতে হবে কারণ আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য কিছুই করতে পারতাম না এবং এটি সম্পূর্ণরূপে ঈশ্বরের মঙ্গেলভাব এবং অনুগ্রহের দ্বারা হয়। অবশেষে, আমরা কেবলমাত্র আমাদের নিজেদের পরিত্রাণের জন্য অনুগ্রহ পাইনি কিন্তু আমরা যেন অন্যদেরও যীশুর কাছে আনতে পারি তার জন্য তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন। তিনি যদি আমাদের পরিত্রাণ দিতে পারেন তাহলে তিনি অন্যদেরও পরিত্রাণ দিতে পারেন। তারা হয়তো এখনও এই বিষয়টি জানে না, কিন্তু আমাদের গল্পটি এবং আমাদের রূপান্তরিত হওয়ার বিষয়টি এটি ঘটার বিষয়টিকে ত্বরান্বিত করতে পারে।

আপনি যখন আপনার জীবনের নতুন নিয়মের মধ্যে চলেন তখন আপনি প্রতিদিন এই চিন্তা করে আনন্দে ঘুম থেকে জেগে উঠতে পারেন যে এই পৃথিবীর ত্রাণকর্তা আপনাকে নিজের কাছ থেকে এবং তাঁর নিজের জন্য রক্ষা করেছেন। আপনি মৃত্যুর যোগ্য ছিলেন। নিজেকে এবং অপরকে এই বিষয়টি বলুন!

প্রার্থনা:

প্রিয় প্রভু,

তোমার পুত্র প্রভু যীশুর মাধ্যমে আমাকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমি আমার চিন্তায়, কথায় এবং কাজে যা কিছু পাপ করেছি সেই সমস্ত পাপের জন্য আমি তোমার কাছে ক্ষমা যাচ্ঞা করি। আমার জীবনে তোমাকে আরও অধিক আমার প্রয়োজন আছে। তোমরা মধুর দয়া এবং আমার প্রতি তোমার উদার অনুগ্রহের কথা সর্বদা আমাকে মনে করিয়ে দিও।

আমার প্রতি তোমার মঙ্গলভাবের বিষয় আমার জীবন যেন সাক্ষ্য দিতে পারে।

যীশুর নামে এই প্রার্থনা চাই

আমেন।

About this Plan

আমাদের সহিত ঈশ্বর – একটি আবির্ভাবের বাইবেল পরিকল্পনা

সব থেকে ভাল সময়ে পৃথিবীটা অনিশ্চিত এবং উলটো বলে মনে হচ্ছে । এই সময়টি যদি ঈশ্বরের পুত্র, যীশু না থাকতেন, তাহলে আমাদের কোনও আশা থাকতো না। প্রত্যেক বড়দিন আমাদের ইম্মানুয়েল শব্দটি মনে করিয়ে দেয় – আমাদের সহিত ঈশ্বর হচ্ছেন একটি উপহার বা দান যা আমাদের অবিরত দান করতেই থাকেন । এখন থেকে অনন্তকাল পর্য্যন্ত আমরা কখনও একা হই না । এটাই যোগ্য উদযাপন।

More