YouVersion Logo
Search Icon

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

DAY 3 OF 10

ধন্য যারা শোক করে 

যারা শোক করে তাদের কাছে প্রতিজ্ঞা করা হয়েছে যে তারা সান্ত্বনা পাবে।

আমরা সকলে গভীর দুঃখের অভিজ্ঞতা লাভ করেছি। এটি একটি নিশ্চয়তা যেহেতু আমরা একটি পতিত জগতে বাস করি। ইতিহাসের এই সময় আমাদের গভীর দুঃখের বিষয়গুলি আড়াল করার বিষয়টি একটি সাধারণ বিষয় এবং এমনকী এই বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষাও করা হতে পারে। সামাজিক প্রচার মাধ্যম, অন্ লাইন শপিং এবং খাবারের মত অবসর বিনোদনের মধ্যে আমাদের পক্ষে গভীর দুঃখের বিষয়গুলি ছাড় দেওয়া সম্ভব হতে পারে এবং এরকম কোনও কিছুর অস্তিত্ব না থাকার ভাণ করা হতে পারে। এই স্বর্গসুখের বিষয়টি আমাকে উপলব্ধি করায় যে ঈশ্বর চান না আমরা অসাড় হয়ে থাকি অথবা আমাদের যন্ত্রণা কার্পেটের তলায় রাখি। তিনি চান আমরা যেন শোক করি যা গভীর দুঃখ প্রকাশ করার একটি ভারী কর্ত্তব্য! ভগ্ন সম্পর্কের জন্য, অথবা আপনার সন্তানের কোনও কথা না বলে ঘর ছেড়ে চলে যাবার জন্য, অথবা আপনার আর্থিক বিপর্যয়ের একটি পরিস্থিতির জন্য যা মেরামত করা সম্ভব নয় অথবা কোনও একটি অত্যাচারের জন্যে আপনি কি শোক করছেন?

এই স্বর্গসুখের বিষয়টি আমাদেরকে পুনরায় নিশ্চিত করে যে গভীর দুঃখ প্রকাশ করার বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় যেহেতু এটি একটি খালি কাণে পড়ছে না, কিন্তু এটি আমাদের ঈশ্বর শুনছেন এবং তিনি আমাদের সান্ত্বনা দেবার প্রতিজ্ঞা করেছেন।

ঈশ্বর আমাদের দুঃখের প্রতিকার করতে পারেন, এমনকী তিনি আমাদের প্রশ্নগুলির এবং আমাদের ক্রোধের বিষয়গুলিরও প্রতিকার করতে পারেন। এটি হচ্ছে হতাশাগুলির ঐ সকল অন্ধকার মূহুর্তগুলি যা আমাদেরকে তাঁর আরও কাছে আনে – যদি আমরা এটি হতে দিই।

ঈশ্বর আমাদের যে সান্ত্বনা দেন তার সৌন্দর্য হচ্ছে যে আমাদের এই গভীর দুঃখ আর কখনও আমাদের বর্ণনা করে না কিন্তু তিনি আমাদের যেরকম করতে চান আমরা সেই রকম ব্যক্তিতে পরিণত হই!

আমাদের নিজের জন্য শোক করার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের চারিদিকে যে প্রয়োজনগুলি আছে সেগুলিকেও আমাদের নিজেদেরকে অনুভব করতে দিতে হবে। এরকম অনেক ঘটনা বাইবেলে নথিভুক্ত আছে যখন জাতি এবং এর ভাববাদীগণ তাদের পাপ এবং দুষ্টতার জন্য শোক করেছিলেন। আমরা যে জগতে বাস করি তা ভ্রষ্টাচার, ঘৃণা এবং মন্দতায় পরিপূর্ণ। তাদের মধ্যে আমরা যারা প্রভুকে ভালবাসি তাদের অবশ্যই জগতের বিষয়গুলি অনুভব করতে হবে এবং এই বিষয়গুলি আমাদের স্পর্শ করছে না বলে আমরা যেন আত্মতৃপ্তি না লাভ করি। আমাদের যদি খ্রীষ্টের মত হতে হয় তাহলে আমাদের অবশ্যই আঘাতপ্রাপ্তদের সঙ্গে ক্রন্দন করতে হবে এবং আমরা তাদের কষ্টের বিষয়গুলি নিয়ে কথা বলতে পারি বা তাদের জন্য নিজেদের নিয়োজিত করতে পারি।

আপনি কি আজ ঈশ্বরের কাছে আপনার ক্ষতসকল উন্মুক্ত করবেন – কোনও কিছু খুব বিশৃঙ্খল হয়ে যায়নি, অথবা খুব জটিল হয়ে যায় নি অথবা ঈশ্বরের সান্ত্বণা দানের পক্ষে খুব অস্বস্তিপূর্ণ হয়ে যায়নি। আপনি কি লোকদের জন্য এবং আপনার চারিদিকের প্রয়োজনগুলির বিষয় নিজেকে অনুভব করতে দেবেন? আপনাকে কেবল কোনও এক জন ব্যক্তির প্রার্থনার উত্তর হতে হবে।

About this Plan

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।

More