লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

একটি আপাত-অসম্ভব রাজ্য
পাঠ্য বিষয়:বর্তমান জগতে,শক্তি, কতৃত্ব, সম্পদ এবং ক্ষমতা উদযাপিত হয় এবং আরও অনেক কিছু করা হয়। জগতে যে বিষয়গুলিকে আশীর্ব্বাদযুক্ত বা ধন্য বলে মনে করা হয় সেই বিষয়গুলিকে যীশু সম্পূর্ণ উলটে দিয়েছিলেন এবং তিনি নতুন মানদণ্ড স্থির করেছিলেন। যীশুর কথা অনুসারে তিনি বলেছেন যে যারা আত্মাতে দীনহীন, যারা শোক করে, যারা মৃদুশীল, যারা ঈশ্বরের জন্য ক্ষুধিত, যারা নির্মলান্তঃকরণ, যারা মিলন করে দেয়, যারা তাড়িত তারাই প্রকৃত ধন্য বা আশীর্ব্বাদপ্রাপ্ত। এই কারেণই এই রাজ্যটি আপাত-অসম্ভব রাজ্য। এই রাজ্যে যারা ক্ষুদ্র, ভগ্নচূর্ণ, নম্র এবং ঈশ্বরকে অনুসরণ করে তারাই এই রাজ্যে স্থান পায় যেখানে কৃতিত্ব, প্রভাব অথবা এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করা হয় না।
‘স্বর্গসুখ’ শব্দটির অর্থ হচ্ছে “পরমভাবে আশীর্ব্বাদযুক্ত” যা ইঙ্গিত করে যে যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসাবে জানার বিষয়টি তাঁর রাজ্যে আমাদের প্রবেশাধিকার দেয় এবং এই কারণে আমাদের কাছে এক অবিশ্বাস্য আশীর্ব্বাদের জীবনের দ্বার উন্মুক্ত হয়।
কিন্তু..ভীরুদের জন্য এই আশীর্ব্বাদের জীবন নয়।
প্রত্যেক মানুষের জীবন উত্থান পতন, উচ্চ এবং নিম্ন, পারিপার্শিক আশা নিরাশায় পরিপূর্ণ। জীবনটা অস্থির, বিশৃঙ্খল এবং কঠিন। ঈশ্বরের রাজ্যে, তারাই ধন্য যারা জানে যে তারা কার এবং তারা তাদের অনন্তকালীন পুরস্কারের দিকে অগ্রসর হতে থাকে ।তাদের এই ঈশ্বরের দিকে ধাবিত হওয়ার এবং তাদের সহ মানুষদের প্রতি তাদের দয়ার বিষয়টি কেউ অথবা কোনও কিছু থামাতে পারে না। আপনি কি এই রাজ্য সম্পর্কে এবং এর বিষয় সম্পর্কে আরও অধিক আবিষ্কার করতে প্রস্তুত?
Scripture
About this Plan

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More
Related Plans

All Aspects of Forgiveness

Signs and Symbols Surrounding the Cross: Holy Week Reflections From Palm Sunday to Resurrection Sunday

What Was Jesus Like?

God Math

Comforted by God

My First Devotional

Up to Something: Hope in Despair

Healthy in Him: A 3-Day Devotional for Wellness & Wholeness

Steps to Salvation: A Simple Guide to Sharing Your Faith
