লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample


ধন্য যারা মিলন করে দেয়
মিলনকারীগণ বিরল বংশ। তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা শান্তি রক্ষার জন্য এবং মিলন করে দেবার জন্য বিরোধিতা এবং বিভেদের মধ্যেও আন্তরিকভাবে চেষ্টা করে। কয়েক সময় নীরব থাকা এবং আমাদের চারপাশের বিষয়গুলির সঙ্গে যুক্ত না হওয়া সহজ। আমি বুঝাতে চাইছি কেন অন্যের ব্যাপারে নাক গলানো সঠিক? যীশু বলেছেন যে যারা মিলন করে দেয় তারা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হবে, এটি সত্যই সঠিক কারণ মানবজাতির সঙ্গে ঈশ্বরের মিলন করিয়ে দেবার জন্যেই তিনি যীশুকে পাঠিয়েছিলেন। তিনিই সব থেকে মহান মিলনকর্তা এবং এই একই কাজ করার জন্য আমাদেরও সচেষ্ট হওয়া একান্ত প্রয়োজন। পৌল যেমন বলেছিলেন যে আমাদের সম্মিলনের পরিচর্যা প্রদত্ত হয়েছে, যার অর্থ হচ্ছে যে আমাদের সর্বদা ঈশ্বরের সঙ্গে লোকদের মিলন করিয়ে দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আরেকটি কাজ হচ্ছে আমরা যে সমস্ত জায়গায় প্রবেশ করি এবং যে সমস্ত জায়গা অধিকার করে থাকি সেই সমস্ত জায়গায় শান্তি বজায় রাখা। সম্পর্কের মধ্যে মিলন করে দেবার প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রাধান্য দিতে হবে যাতে এই প্রক্রিয়ার মধ্যে ঈশ্বর পরিচিত এবং গৌরবান্বিত হন ।
ঈশ্বরের সন্তান হিসাবে মিলনকারী হওয়ার বিষয়টি হচ্ছে আপনার আত্মিক ‘ডিএনএ’। আপনি কি এই শক্তিশালী উদ্দেশ্যের সুযোগের মধ্যে গমন করছেন?
About this Plan

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More
Related Plans

The Law of Seed and Harvest

Weeping at Christmas

Faith Like a Mustard Seed

Lowkey Legends

Making Much Progress Through Persistent Prayers

Get Out of Sleep Mode

Refresh Your Soul - Whole Bible in 2 Years (8 of 8)

No Process, No Purpose

Faith, Logic and Presumption
