লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

ধন্য যারা আত্মাতে দীনহীন
বাইবেলের অনুচ্ছেদ: মথি ৫:৩, যাকোব ২:৫, ২ করিন্থীয় ৮:৯, প্রকাশিত বাক্য ৩:১৭-১৮
এখানে যে দীনহীনের কথা বলা হয়েছে তা হচ্ছে আত্মিকভাবে দীনহীন। এখানে সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা জানে খ্রীষ্ট ছাড়া তাদের জীবন কীভাবে দেউলিয়া এবং শূন্য হয়ে যায়। আত্মাতে দীনহীন তারা যারা তাদের জীবনে ঈশ্বরের প্রয়োজন জানে এবং যার জন্য তারা আশাহীনভাবে তাঁর উপর নির্ভর করে। যীশু যে প্রতিজ্ঞা দিয়েছেন তা হচ্ছে যে ঈশ্বরের রাজ্য তাদের জন্য। এটি কল্পনা করুন – ঈশ্বরের রাজ্যের অধিকারী তারা হবেন যারা জানে নিজেদের দিক থেকে তারা কত অপ্রতুল এবং সেই কারণে তারা মরিয়া হয়ে প্রত্যেকটি বিষয়ে রাজার উপর নির্ভর করেন।
আমাদের অপ্রতুলতার উপলব্ধি স্বয়ংক্রিয়ভাবে খ্রীষ্টের সমস্ত পর্যাপ্ততার গুণকীর্তন করে।
আজ, আমরা আত্মাতে কত দীনহীন? আপনি কি এই বিষয়টি উপলব্ধি করেন যে আপনার মধ্যস্থ খ্রীষ্ট হচ্ছেন গৌরবের আশা (কলসীয় ১:২৭) এবং তাঁকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না? (যোহন ১৫:৫)
যীশু আপনাকে একজন সহ-নির্ভরশীল, দারিদ্রপীড়িত আত্মা হিসাবে দেখেন না। তিনি সব থেকে অধিক সহমর্মি এবং ভালোবাসাসহ আপনাকে দেখেন, আপনি যে বিষয়ে দুর্বল সেইদিকে তিনি সক্রিয় হয়ে আপনাকে অসীমভাবে শক্তিশালী করেন। আপনাকে কেবল যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে যাচ্ঞা করতে হবে!
About this Plan

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More