পরিবর্তিত করার জন্য পরিবর্তিত হোনSample

ঈশ্বরের আহ্বান এবং আমাদের ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ পরিবর্তন
“সাধু পৌল ঈশ্বরের ইচ্ছায় প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিত হিসাবে আহ্বান পেয়েছিলেন … (১ পদ)
ঈম্বরের আহ্বান লাভের পূর্বে পৌল এমন এক যাত্রায় ছিলেন যার মূল লক্ষ্য ছিল মন্ডলীকে তাড়না করা- মন্ডলী বলতে সে সময়কার বিশ্বাসীবর্গকে বোঝায়। যিরুশালেমে ইহুদী যে পরিষদ তা পৌলকে সেই ক্ষমতা প্রদান করেছিল যেন তিনি যীশু খ্রীষ্টের অনুগামীদের তাড়না করতে পারেন। কিন্তু তিনি যখন দম্মেশকে যাচ্ছিলেন তখন যাত্রাপথে ঈশ্বরের সাথে তার সাক্ষাৎ হল; আর তিনি তাকে পৌল কেমন ছিল এবং তাঁকে কি হতে হবে। ঈশ্বরের সাথে এই সাক্ষাৎ তার ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করল। তিনি ঈশ্বরের সেই রবের প্রতি বাধ্য হলেন এবং তিনি আর পূর্বের মত ব্যক্তি রইলেন না।
পরিবর্তিত পৌল করিন্থীয়দের প্রতি তাঁর পত্রে সেই সব মানুষদেরই আহ্বান করেছেন যাদের তিনি একসময় তাড়না করেছিলেন, তাদেরই তিনি খ্রীষ্ট যীশুতে পবিত্রীকৃত সাধুবর্গ বলেছেন” (২ পদ)। সর্বপ্রকার বিভিন্নতার মধ্যেও তিনি মন্ডলীকে খ্রীষ্টের দেহ হিসাবে দেখতে শুরু করেন যা ঈশ্বরের এবং তিনি বলেন যে ঈশ্বর যেমন ইহুদীদের তেমন তিনি পরজাতিগণেরও ঈশ্বর। তিনি মন্ডলী সম্বন্ধে মুগ্ধ হয়ে উল্লেখ করেন যে মন্ডলী এমন একটি স্থান যেখানে মানুষ তাঁর অনুগ্রহ এবং শান্তির অভিজ্ঞতা লাভ করে। সমগ্র পত্রে তিনি প্রার্থনা করেছেন যেন ঈশ্বরের অনুগ্রহ এবং শান্তি মন্ডলীর …
ঈশ্বরের সাথে সাক্ষাৎ হবার পর পৌলের জীবন একেবারে বদলে যায় এবং তিনি মন্ডলীর তাড়নাকারী হতে মন্ডলীর পরিচারক হয়ে ওঠেন। এই ধরণের সাক্ষাৎ তিনি আশাও করতে পারেন নি, বিষেশ করে যখন তিনি সেই ঈশ্বরকেই তাড়না করতে চলেছিলেন। প্রায়শই আমরা নিজেদের ঈশ্বরের বিরুদ্ধাচরণকারী হিসাবে খুঁজে পাই, আর সেখানেই আমাদের সাথে তাঁর সাক্ষাৎ হয়! আর সেখানেই তিনি আমাদের দেখিয়ে দেন আমরা কে এবং আমাদের কি হওয়া উচিৎ। তিনি তাঁর অনুগ্রহ অনুসারে আমাদের মনোনয়ন করেন এবং জীবনকে পরিবর্তিত করেন। আমাদের কেবল যা করতে হবে তা হল ঈশ্বরের বাক্য শ্রবণ করে তা পালন করা, আমাদের পুরাতন জীবনের পথ ত্যাগ করে নতুন জীবন শুরু করা । যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করতে দিই তবে তিনি বিশ্বস্ত এবং আমাদের পুরাতন বিষয়গুলি পিছনে ফেলে নুতন জীবন যাপন করতে সাহায্য করবেন, যা কেবল যে আমদের পক্ষেই আশীর্ব্বাদজনক হবে তা নয় কিন্তু তা পরবর্ত্তি প্রজন্মের জন্যও হবে।
Scripture
About this Plan

ঈশ্বরের আহ্বানের অভিজ্ঞতা লাভ এবং আমাদের জীবনে তাঁর যে পরিকল্পনা সেটি বুঝে ওঠা। সাক্ষ্যপূর্ণ জীবন যাপন করে তাঁর অনুগ্রহে পরিত্রাণের কথা বলা, ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে কাটানো এবং ঈশ্বরের কাছে যোগ্যপাত্র হয়ে ওঠা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা যেন মন্ডলীর মধ্যে ঐক্য বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি, যাঁর মস্তক খ্রীষ্ট আর তাহলেই আমরা ঈশ্বরের বাক্য যথার্থরূপে শিক্ষা দিতে পারব।
More
Related Plans

Daily Godpreneur: Business Growth, God's Way

Hope Now: 27 Days to Peace, Healing, and Justice

The Revelation of Jesus

Blindsided

Healthy Friendships

Wisdom for Work From Philippians

Unbroken Fellowship With the Father: A Study of Intimacy in John

A Heart After God: Living From the Inside Out

The Intentional Husband: 7 Days to Transform Your Marriage From the Inside Out
