পরিবর্তিত করার জন্য পরিবর্তিত হোনSample

মন্ডলীতে আমাদের কর্তব্য
“… তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক … “ (১০ পদ)
ঈশ্বর দত্ত কর্তৃত্ব অনুসারে পৌল এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে বিভিন্ন মন্ডলীর মধ্যে যে বিভিন্নতা তার মধ্যে ঐক্য নিয়ে আসতে। তিনি কখনও পক্ষপাতিত্ব করেন নিকিন্তু কেবলমাত্র প্রভুর সেবা করাটাকেই বেছে নিয়েছিলেন। এমনকি বর্তমান মন্ডলীতেও আমদের মধ্যে বিভিন্নতা রয়েছে, মতের অমিল রয়েছে, বিভিন্ন ধরণের পরিকল্পনা রয়েছে। এই বিভিন্ন মতামতগুলি শোনা উচিৎ এবং তা যথার্থ কিনা তার ব্যাখ্যা করা উচিৎ। এই ধরণের মতানৈক্যগুলি সহজেই মিটে যায়, যদি আমাদের সকলের একটি সাধারণ লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য হল খ্রীষ্টকে অনুসরণ করা। যে সমস্ত মানুষ তাদের চিন্তাধারা এবং মতে বিভিন্ন তারা অনেক সময় সাধারণ যে লক্ষ্য তা হতে সরে যায় এবং ভ্রান্ত শিক্ষার অনুসরণ করে একটি ভিন্ন দল গড়ে তোলে। তাদের আবার বিশ্বাসের গোঁড়াতে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং খ্রীষ্টের অর্থাৎ কোণের সেই প্রস্তরের সাথে যুক্ত করতে হবে। এই আধুনিক যুগ যেখানে এতো কিছু উন্নত মানের বিষয় আবিষ্কার হচ্ছে সেখানেও কেবলমাত্র খ্রীষ্টই হবে তার লক্ষ্য। আসুন খ্রীষ্ট যীশুর অভিজ্ঞতা লাভ এবং তাঁর প্রকাশ প্রাপ্তির বিষয়টি যেন মানুষকে কেবলমাত্র খ্রীষ্টের দিকেই মন দিতে সাহায্য করে। সুতরাং আসুন আমরা যেন কর্তৃত্বের সাথে সুসমাচার প্রচার করি যেন কেবলমাত্র খ্রীষ্টই মহিমান্বিত হন। আর ঈশ্বরের সেই সত্য ব্যক্ত করার মাঝে কোন প্রথা বা রীতি নীতি প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়।
আমরা যখন আমদের কাজ নিষ্ঠার সাথে করব তখন ঈশ্বর তাঁর নিজ পরাক্রম প্রদর্শন করবেন।
“… পৌল তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হন নি … “
এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রীষ্ট আমাদের জন্য ক্রুশে জীবন দিলেন আর কোন ঈশ্বর ভক্ত বা কোন প্রচারক তা করেন নি। সর্ব বিষয়ে কেবলমাত্র খ্রীষ্টই যেন গৌরবান্বিত হন। মানুষ অনেক সময় অলৌকিক কাজের দিকে তাকিয়ে থাকে, এমন সব তর্ক বিতর্ক শুনতে চায় যা তাদের মন কাড়ে যাতে যুক্তি আছে, সেই সব বিষয় বিশ্বাস করতে চায় যা চোখে দেখা যায়। কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা তাদের ক্রুশের দিকে নির্দেশ করি যেখানে খ্রীষ্ট ক্রুশারোপিত হয়েছিলেন। আর সেই অলৌকিক কাজের মধ্যেই ঈশ্বরের প্রেম এবং পরাক্রম প্রদর্শিত হয়।
সুতরাং আসুন, আমরা যারা ঈশ্বর দ্বারা আহূত তারা তা নম্রভাবে স্বীকার করি কারণ আমরা জ্ঞানবান বা সবল বলে আহূত হই নি। কিন্তু ঈশ্বর আমাদের মুর্খতা সত্ত্বেও আমাদের জ্ঞানবান করেছেন।
তিনি যে জগতের তুচ্ছ বিষয় সকল মনোনীত করেছেন এই বিষয়টি আমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক এবং আমাদের তাঁর আহ্বানের যোগ্য হয়ে চলার জন্য ঈশ্বরই আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করুন যেন আমাদের মাধ্যমে কেবল তিনি মহিমান্বিত হন।
Scripture
About this Plan

ঈশ্বরের আহ্বানের অভিজ্ঞতা লাভ এবং আমাদের জীবনে তাঁর যে পরিকল্পনা সেটি বুঝে ওঠা। সাক্ষ্যপূর্ণ জীবন যাপন করে তাঁর অনুগ্রহে পরিত্রাণের কথা বলা, ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে কাটানো এবং ঈশ্বরের কাছে যোগ্যপাত্র হয়ে ওঠা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা যেন মন্ডলীর মধ্যে ঐক্য বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি, যাঁর মস্তক খ্রীষ্ট আর তাহলেই আমরা ঈশ্বরের বাক্য যথার্থরূপে শিক্ষা দিতে পারব।
More
Related Plans

Daily Godpreneur: Business Growth, God's Way

Greatest Journey!

Homesick for Heaven

Praying the Psalms

Stormproof

Unapologetically Sold Out: 7 Days of Prayers for Millennials to Live Whole-Heartedly Committed to Jesus Christ

Stop Living in Your Head: Capturing Those Dreams and Making Them a Reality

Breath & Blueprint: Your Creative Awakening

Returning Home: A Journey of Grace Through the Parable of the Prodigal Son
