পরিবর্তিত করার জন্য পরিবর্তিত হোনSample

ঈশ্বরের আত্মার বলে প্রচার এবং শিক্ষাদান
“আমি সর্বদা তোমাদের বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই … কারণ খ্রীষ্টের সাক্ষ্য তোমাদের মধ্যে দিয়ে প্রমাণিত … “(৪-৬ পদ)।
আমরা এই পদগুলির মধ্যে দিয়ে দেখতে পাই যে পৌলের যে পরিচর্যা কাজ তা কেবল তাঁর নিজের ব্যক্তিগত পরেবর্তন দিয়ে শেষ হয় নি, কিন্তু তা অন্য অনেকের জীবন পরিবর্তিথ করেছিল এবং তাদের আত্মিক ভাবে লালন পালন করেছিল। পৌল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ছিলেন কারণ ঈশ্বর তারপ্রতি মহা অনুগ্রহ করেছিলেন। তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে ঈশ্বরের পরিত্রাণের যে বার্তা তা আমারেদ মধ্যে পরিবর্তন আনে, আমাদের অন্তরকে অনুপ্রাণিত করে এবং আমাদের হৃদয়কে সবল করে। এছাড়া পৌল আমদের এই বিষয়ে দৃঢ়তার সাথে বলেছেন যে বার্তা বাহন নয় কিন্তু ঈশ্বরের বাখ্যের মধ্যেই বর্তমান এবং ভবিষ্যতের প্রকাশ পাওয়া যায়। যে বার্তা আমরা লাভ করি তা কোন দর্শন নয় কিন্তু তা এক ব্যক্তি যার উপরে শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত পবিত্র শাস্ত্র আধারিত।
বিশ্বাসে বীজ বপন করুন এবং বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিন
“কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না … “(১৪ পদ)
আমাদের এই বিষয়টি বুঝতে হবে যে আমরা সুসমাচার গ্রহণ করি তখন ঈশ্বরের শক্তির গুনে পরবর্ত্তী কাজগুলি সাধিত হয়- কারণ ক্রুশের যে বার্তা তা দুষ্কর্মকারীদের কাছে মুর্খতা স্বরূপ, কিন্তু যারা পরিত্রাণ রাভ করছে তাদের কাছে তা শক্তির উৎস। এই কারণে আমরা যখন সুসমাচারের বার্তা অপরের কাছে বলি তখন উচিৎ হবে তার ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া । তিনি তাঁর মনোনীতদের কাছে তাঁর পরিক্পনা সকল প্রকাশ করেন। আমরা ঈশ্বরের উদ্দেশ্য ঈশ্বরের আত্মা, যা আমাদের মধ্যে কাজ করছে তার মাধ্যমে জানতে পারি। ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের আত্মা আমাদের কাছে ঈশ্বরের সেই সত্য প্রকাশ করে। ঈশ্বরের আত্মা ছাড়া কেউ বলতে পারে না যে যীশুই প্রভু। ঈশ্বরের আত্মা হতেই এই বোঝার শক্তি আসে, যা পরিবর্তে আমাদের কাছে ঈশ্বরের মনকে প্রকাশ করে।
আমরা যা প্রচার করি সেই অনুসারে যেন জীবন যাপন করি
ঈশ্বরের বাক্য গ্রহণ করে এবং তা প্রচার করে আসুন আমরা যেন ঈশ্বরের এক পরিপক্ক ভক্তের মত পবিত্র জীবন যাপন করি। যেন মনে রাখি যে আমরা ঈশ্বরের মন্দির, আসুন আমরা যেন সর্বপ্রকার ঝগড়া, ঈর্ষা এবং প্রতিমা পূজা হতে দূরে থাকি। ঈশ্বরের দাস হিসাবে আমাদের সাক্ষ্যে পূর্ণ জীবন দ্বারা যেন মানুষকে খ্রীষ্টের দিকে চালিত করি। আসুন আমরা যেন কেবলমাত্র আমাদের বীজ বপন করার এবং তাতে জল দেওয়ার যে দায়িত্ব সেই বিষয়ে মনোযোগী হই, আর বাকিটুকু ঈশ্বরের হাতে ছেড়ে দিই। কারণ ঈশ্বরের রাজ্যে সদাসর্বদা একযোগে কাজ করার বিষয়টি চলে। ঈশ্বরই প্রতিটি কাজের ফল প্রকাশ করে থাকেন। যে কাজ পরিক্ষীত তা ঈশ্বরের রাজ্যে থাকবে। সুতরাং আমরা যখন ক্লান্ত বা পরিক্ষীত হই তখন যেন ভেঙ্গে না পড়ি কিন্তু মনে রাখি যে আমরা যদি পরীক্ষা সহ্য করি তবে আশীর্ব্বাদ লাভ করব।
About this Plan

ঈশ্বরের আহ্বানের অভিজ্ঞতা লাভ এবং আমাদের জীবনে তাঁর যে পরিকল্পনা সেটি বুঝে ওঠা। সাক্ষ্যপূর্ণ জীবন যাপন করে তাঁর অনুগ্রহে পরিত্রাণের কথা বলা, ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে কাটানো এবং ঈশ্বরের কাছে যোগ্যপাত্র হয়ে ওঠা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা যেন মন্ডলীর মধ্যে ঐক্য বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি, যাঁর মস্তক খ্রীষ্ট আর তাহলেই আমরা ঈশ্বরের বাক্য যথার্থরূপে শিক্ষা দিতে পারব।
More
Related Plans

Daily Godpreneur: Business Growth, God's Way

Friendship

Journey Through Isaiah & Micah

Dangerous for Good, Part 3: Transformation

God’s Strengthening Word: Learning From Biblical Teachings

Uncharted: Ruach, Spirit of God

From Our Father to Amen: The Prayer That Shapes Us

The 3 Types of Jealousy (And Why 2 Aren't Sinful)

Live Like Devotional Series for Young People: Daniel
