কেবল যীশুSample


কেবল যীশু – নিখুঁত বলিদান
এমন একটি সময়ের কল্পনা করুন যখন আপনি সরাসরিভাবে ঈশ্বরের কাছে প্রবেশ করতে পারেন না কিন্তু আপনাকে যাজকদের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রবেশ করত হয় যিনি আপনার জন্য ধ্যান করেন। আপনি যে ঈশ্বরকে জানেন তাঁকে আপনি যদি অগ্নিস্তম্ভ এবং মেঘস্তম্ভের মধ্যে দেখেন তাহলে কেমন হবে, যিনি তাঁর মনোনীত ভাববাদীদের সঙ্গে কথা বলার জন্য যখন নেমে আসতেন তখন বজ্রপাতের প্রচণ্ড শব্দ হতো এবং পৃথিবী কম্পিত হতো। মোশি এই ধরণের একজন মনোনীত ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরের সঙ্গে সামনা সামনি কথা বলেছিলেন এবং আর কখনও সেই একই ঘটনা ঘটেনি। এরপর ঈশ্বর হারোণকে এবং তাঁর পুত্রদের যাজকত্বের জন্য অভিষিক্ত করার কাজ দিয়েছিলেন এবং তিনি তাঁর ব্যবস্থাও দিয়েছিলেন, ইস্রায়েলীয়রা কীভাবে আরও ভালভাবে ঈশ্বরের সেবা করতে পারে এবং মনেপ্রাণে তাঁকে ভালবাসতে পারে তার জন্য এই ব্যবস্থার মধ্য বিভিন্ন নির্দশনা ছিল।এটাই সব ছিল না, এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলিতে যে সমস্ত নৈবেদ্যগুলি উৎসর্গ করা হতো সেই সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থাও প্রদত্ত হয়েছিল। এই নৈবেদ্যগুলি ভক্ষ্য নৈবেদ্য, হোমবলি, পাপার্থক নৈবেদ্য ইত্যাদি নামে অভিহিত হয়েছিল। আর যারা এই নৈবেদ্যগুলি উৎসর্গ করতো তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে এবং ক্ষতিপূরণের উপায় হিসাবে এই নৈবেদ্যগুলি কাজ করতো।এটি ক্লান্তিকর, শ্রমসাধ্য এবং কিছুটা মানসিক চাপযুক্ত হলেও আমি নিশ্চিত যে এক বছরে এই প্রয়োজনীয় নৈবেদ্যগুলির মধ্যে দিয়ে লোকদের হালচাল সম্পর্কে ওয়াকিবহাল হওয়া যেত।প্রত্যাশিত ভাবেই লোকেরা তাদের এই চুক্তি মানতো না এবং তাদের ঈশ্বরকে পরিত্যাগ করতো এবং বিদেশী ধর্মের পশ্চাতে ধাবিত হতো এবং পরজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করতো। এটাই মনে হয়েছিল যে লোকেরা কোনও ভাবেই ঈশ্বরের প্রত্যাশাগুলি পূরণ করতে পারছিল না। সেই কারণেই সমস্ত মানবজাতির পাপের জন্য এক এবং একমাত্র সিদ্ধ বলি হিসাবে যীশুকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। তিনি ঈশ্বরের নিষ্পাপ মেষশাবক ছিলেন যিনি আমাদের সমস্ত পাপ তাঁর উপর বহন করেছিলেন যাতে তাঁর রক্ত সেচনের মাধ্যমে আমরা একবারে এবং সর্ব সময়ের জন্য প্রায়শ্চিত্ত এবং উদ্ধার লাভ করি।এটি সব থেকে সুন্দর এবং অমূল্য বিনিময় যা প্রেমময় পিতা তাঁর সমস্ত সন্তানদের পরিত্রাণের জন্য করেছিলেন। আজ, আমরা যখনই প্রভুর ভোজে অংশ গ্রহণ করি তখনই আমরা আমাদের পরিত্রাণের উপহারের জন্য ভগ্নচূর্ণ হওয়া যীশুর দেহের কথা এবং আমাদের জন্য তাঁর সেচিত রক্তের কথা স্মরণ করি। আমরা যখন এই বিনামূল্যের উপহারটি গ্রহণ করি তখন আমাদের সামনে একমাত্র যে শর্ত রাখা হয়েছে তা হচ্ছে আমাদের অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের সামনে আসতে হবে।অনুতাপ ছাড়া, ক্ষমার মূল্য কমে যায়। অনুতাপ ছাড়া, পরিত্রাণের কোনও মূল্য নেই। ঈশ্বর মোশি এবং হারোণের সময় যেমন পবিত্র ছিলেন এখনও তেমনি পবিত্র আছেন।তিনি সমস্ত সম্মানের, সমস্ত প্রশংসার এবং সমস্ত গৌরবের যোগ্য।তিনি বিস্ময়ে এবং অবিশ্বাস্য বৈভবে সম্ভ্রমযুক্ত ভয় উদ্রেককারী। কোনও উপযুক্ত শব্দ তাঁর মহত্ব এবং পরাক্রম বর্ণনা করতে পারে না। বাইবেলে বলা হয়েছে যে আমরা যখন আমাদের সমস্ত পাপের স্বীকার করি তখন আমাদের সমস্ত অধার্মিকতা ক্ষমা করার জন্য তিনি বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ। যীশুর বলিদান আমাদের কেবল শুদ্ধ করে না কিন্তু আমাদের পুনরুদ্ধারও করে। এটি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরুদ্ধার করে সেই কারণে আমরা এখন সরাসরি ঈশ্বরের কাছে আসতে পারি এবং আমরা যারা তাঁকে বিশ্বাস করি তারা সকলে অনন্ত জীবনের আশা পুনরুদ্ধার করতে পারি।
প্রার্থনা: প্রিয় প্রভু, আমার জায়গায় তোমার পুত্রকে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমার প্রতি তোমার মহান ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমি আমার সমস্ত পাপের জন্য অনুতাপ করি এবং আমি জ্ঞাত এবং অজ্ঞাতভাবে তোমাকে আঘাতকারী যা কিছু অন্যায় করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই।আমার মধ্যে সঠিক মানসিকতা নবায়িত কর এবং আমাকে চিরস্থায়ী পথে পরিচালিত কর। যীশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।
Scripture
About this Plan

এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।
More
Related Plans

LIVING LETTERS: Showing JESUS Through Your Life

A Spirit-Filled Moment: Encountering the Presence of God

The Heart Work

Refresh Your Soul - Whole Bible in 2 Years (6 of 8)

Christian Forgiveness

Biblical Marriage

Refresh Your Soul - Whole Bible in 2 Years (5 of 8)

A Spirit Filled Moment

Unwrapping Christmas
