কেবল যীশুSample

কেবল যীশু – সত্য রাজা
যীশু রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু ছিলেন। তিনি যখন একটি গর্দ্দভির পৃষ্ঠে আরোহণ করে যিরূশালেমে প্রবেশ করেছিলেন তখন তাঁর রাজা হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছিল যা তাঁর প্রতিজ্ঞাত মশীহ হওয়ার বিষয়টির প্রতীক ছিল।তাঁর কর্তৃত্ব কোনও মানুষের দ্বারা প্রদত্ত হয়নি কিন্তু স্বয়ং ঈশ্বর কর্তৃক প্রদত্ত হয়েছিল এবং তাঁর রাজ্য এই জগতের রাজ্য ছিল না। যীশু যখন পৃথিবীর পথে গমনাগমন করেছিলেন, তখন তিনি স্বয়ং ঈশ্বরের পরাক্রমে এবং কর্তৃত্বে লোকদের শিক্ষা দিয়েছিলেন, আরোগ্য করেছিলেন এবং উদ্ধার করেছিলেন। লোকেরা যখন যীশুর সঙ্গে সাক্ষাৎ করেছিল তখন তারা যীশুর পরাক্রম এবং কর্তৃত্বের বিষয়টি স্বীকার করেছিল এবং তাঁকে বিশ্বাস করেছিল।এটি তাদের জীবনকে পরিবর্তিত করেছিল। যীশুর অনুগামী হিসাবে, আমাদের যীশুর মত একই পরাক্রম এবং কর্তৃত্ব আছে। দুর্ভাগ্যবশতঃ, আমরা আমাদের সেই কর্তৃত্বের অনুশীলন করি না যা আমাদের করা উচিৎ। অন্যদের ভগ্ন অথবা মর্যাদাহীন করার জন্য আমাদের এই পরাক্রম এবং কর্তৃত্ব দেওয়া হয়নি কিন্তু খ্রীষ্টে আমাদের অবস্থান উপলব্ধি করার জন্য আমাদের এই শক্তি এবং কর্তৃত্ব দেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের অবগত হওয়া যে আমরা খ্রীষ্টের সঙ্গে সহ-উত্তরাধিকারী। এটি হচ্ছে বিশ্বাস করা যে যীশু যা করেছিলেন তা আমরাও তা করতে পারি এবং এমনকী আমরা যদি তাঁতে থাকি তাহলে আমরা যীশুর থেকেও অধিক কাজ করতে পারি।আমরা যদি খ্রীষ্টের প্রভুত্বের কাছে সম্পূর্ণরূপে নিজেদের বশীভূত না করি তাহলে আমরা এই পরাক্রম এবং কর্তৃত্বের অংশগ্রহণকারী কখনও হতে পারি না। আমাদের মনোভাব অবশ্যই নম্র হতে হবে এবং তাঁর কাছে আমাদের সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে।
যীশু এমন একটি রাজ্যের রাজা যার মত আর অন্য কোনও রাজ্য নেই। এটি হচ্ছে সেই সমস্ত হৃদয়ের মধ্যে ভিত্তিস্থিত একটি রাজ্য যারা খ্রীষ্টকে ভালোবাসে এবং যারা তাঁর সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করে। এই রাজ্য অদৃশ্য কিন্তু খুবই বাস্তব, এটি অত্যন্ত ক্ষুদ্রভাবে শুরু হয় কিন্তু এক মিনিটেই বৃদ্ধি পায়,এটি সম্প্রসারণের মধ্যে অতিপ্রাকৃত এবং এটি সমস্ত কিছুকে প্রকৃতির মধ্যে অন্তর্ভূক্ত করে। এটি সম্পূর্ণ উলটো ধরণের রাজ্য যার নাগরিকরা এই পৃথিবীতে থাকাকালীন শক্তিশালী এবং প্রভাব বিস্তারকারী জীবন যাপন করে।আমরা যখন এই রাজ্যে জীবন যাপন করি তখন এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত করে এবং তারপর এটি আমাদের জীবনকে পরিবর্তিত করতে থাকে। আমরা আর নিজেদের জন্য বাঁচি না কিন্তু আমরা ঈশ্বরের জন্য এবং লোকদের জন্য বাঁচি। আমরা আর নিজেদের জন্য কোনও কিছু মজুত করি না কিন্তু যাদের প্রয়োজন আমরা তাদের দিতে প্রস্তুত থাকি। আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে আমরা লবণ এবং জ্যোতিতে পরিণত হই যেখানে আমাদের সৎ কার্যসকল এবং খ্রীষ্টের স্বরূপতা আমাদেরকে আমাদের চারিদিকের লোকদের কাছে অপরিহার্য এবং দৃশ্যমান করে।আমরা লোকেরা যে রকম সেই রকমভাবেই তাদের দেখি। তারা কোথা থেকে এসেছে অথবা তাদের কি আছে সেই হিসাবে আমরা তাদের দেখি না। আমরা তাদের প্রত্যেকের মধ্যে সোনা দেখি কারণ আমাদের বোধশক্তি আমাদের রাজা, যীশুর দ্বারা পরিবর্তিত হয়েছে। আমরা তাঁর জন্য বাঁচি এবং তিনি আমাদের যেখানে নিয়ে যান এবং তিনি আমাদের দিয়ে যা করাতে চান সেই বিষয়ে আমরা তাঁকে অনুসরণ করতে প্রস্তুত থাকি।
প্রার্থনা: প্রিয় ঈশ্বর, আমাকে তোমার প্রভুত্বের কাছে বশীভূত হতে সাহায্য কর। সমস্ত কিছু উপলব্ধি করার বিষয়ে আমার প্রয়োজনগুলি আমি তোমার কাছে সমর্পন করি যাতে তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পার। তুমি আমার জীবনের ভার গ্রহণ কর এবং তোমার অবিচলিত হাতে আমাকে চালাও।আমি প্রার্থনা করি যে আমার জীবনে যেন তোমার রাজ্য আসে, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই পৃথিবীতে সিদ্ধ হোক। যীশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।
About this Plan

এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।
More
Related Plans

You Say You Believe, but Do You Obey?

God's Book: An Honest Look at the Bible's Toughest Topics

Protocols, Postures and Power of Thanksgiving

Sharing Your Faith in the Workplace

30 Powerful Prayers for Your Child Every Day This School Year

24 Days to Reflect on God's Heart for Redemption

Game Changers: Devotions for Families Who Play Different (Age 8-12)

Awakening Faith: Hope From the Global Church

Legacy Lessons W/Vance K. Jackson
