YouVersion Logo
Search Icon

প্রতিজ্ঞাত ব্যক্তিSample

প্রতিজ্ঞাত ব্যক্তি

DAY 5 OF 5

বিজয়ী ক্ষমতা

জপগতের আলো , যাবপাত্রে শোয়ানো এক শিশু হিসাবে , সবচেয়ে নিচতম উপায়ে এই পৃথিবীতে এসেছিলেন। যদিও স্বর্গদূতরা তাঁর আগমনের সঙ্গী হতে গান গেয়েছিলেন এবং রাখালরা তাঁকে দেখতে ছুটে গেয়েছিল, প্রতিজ্ঞাত ব্যক্তি সম্বন্ধে বেথলেহেম অবগত ছিল না যে শান্তির রাজা এসে গেছেন।

কিন্তু আলো যখন অন্ধকারকে জয় করেছিল , তখন সকলে তার সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পেয়েছিল। রোমিয় সম্রাট , যিহূদী ধর্মীয় ধনী ব্যক্তিগণ এবং হাজার হাজার যিহূদীরা নিস্তার পর্বের জন্য যেরুশালেম শহরে ছিল । যিশুকে প্রকাশ্যে তারানা এবং নিষ্পন্ন করা হয়েছিল আধ্যাত্মিক এবং শারীরিক অন্ধকারের মাঝখানে(লূক ২৩ :৪৫-৪৬) । যীশু ইচ্ছাকৃতভাবে তাঁর জীবন দিয়েছিলেন এবং পাপের শক্তি ভেঙে দিয়েছিলেন । 

যীশু নিজেকে রক্ষা করতে আসেন নি , কিন্তু জগৎকে রক্ষা করতে এসেছিলেন। মরিবা পর্বতের উপরে, ক্রুশেতে  জয়লাভ করা  হয়েছিল। যীশু যখন মারা গিয়েছিলেন , মন্দিরের পর্দা ছিঁড়ে গিয়েছিল, যা প্রত্যেককে ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার অধিকার দিয়েছে। সেই মুহূর্তে , এমন কি শতপতিও যীশুর মৃত্যুতে ঈশ্বরের ক্ষমতা দেখেছিল এবং স্বীকার করেছিল একথা বলে , "সত্যই, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।(মথি ২৭:৫৪)

আর তারপর , ঠিক যেমন তিনি বলেছিলে, তিন দিন পর , তিনি আবার জীবিত হয়েছিলেন! তাঁর পুনরুত্থান ঘুষণা করেছিল যে তিনি কেবল পাপের উপর জয়লাভ করেন নি কিন্তু কবরের উপরেও করেছিলেন। মৃত্যু চিরদিনের জন্য সমাপ্ত হল  এবং এখন আমরা যিশাইয়ের ২৫:৯ পদের প্রতিধ্বনি করতে পারি ---- 

সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন; ইনিই সদাপ্রভু; আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, আমরা ইহাঁর কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব।

আমাদের গৌরবময় ঈশ্বর জয়লাভ করেছেন এবং যীশুর জন্ম ,মৃত্যু ও পুনুরুত্থানের মাধ্যমে, সব মানুষকে পরিত্রান দান করেন । এইটাই বড়দিনের বার্তা। সেকারনেই আলো এসেছেন। যেন অন্ধকার ও মৃত্যু আর কখনও আমাদের উপর কর্তৃত্ব না করতে পারে। খ্রীষ্টের মাধ্যমে আমরা ক্ষমা পাই। 

আপনার জীবনে ব্যক্তিগতভাবে কি কি পাপ যীশু জয়লাভ করেছেন ? 

আপনি কি কাউকে তাঁর বিজয়ী ক্ষমতার বিষয়ে বলেছেন ? 

About this Plan

প্রতিজ্ঞাত ব্যক্তি

জগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন যিশু, জগতের জ্যোতি আমাদের মধ্যে বাস করতে মাংসে মূর্তিমান হয়েছিলেন, স্বর্গদূতরা তাঁর আগমন ঘোষণা করেছিল, কবিতা লেখা হয়েছিল মেসপালকরা দৌড়ে গিয়েছিল এবং মরিয়ম গান গেয়েছিলেন ! আসুন আমাদের সাথে পাঁচ দিনের যাত্রা করতে যখন আমরা তাঁর জ্যোতি পরীক্ষা করি, কিভাবে তা তাঁর চারিদিকে যারা ছিল তাদের প্রেরণা দিয়েছিল এবং কিভাবে তা আজ আমাদের প্রভাবিত করে। 

More