YouVersion Logo
Search Icon

প্রতিজ্ঞাত ব্যক্তি

প্রতিজ্ঞাত ব্যক্তি

5 Days

জগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন যিশু, জগতের জ্যোতি আমাদের মধ্যে বাস করতে মাংসে মূর্তিমান হয়েছিলেন, স্বর্গদূতরা তাঁর আগমন ঘোষণা করেছিল, কবিতা লেখা হয়েছিল মেসপালকরা দৌড়ে গিয়েছিল এবং মরিয়ম গান গেয়েছিলেন ! আসুন আমাদের সাথে পাঁচ দিনের যাত্রা করতে যখন আমরা তাঁর জ্যোতি পরীক্ষা করি, কিভাবে তা তাঁর চারিদিকে যারা ছিল তাদের প্রেরণা দিয়েছিল এবং কিভাবে তা আজ আমাদের প্রভাবিত করে। 

 

আমরা এই পরিকল্পনা প্রদান করার জন্য Lumo এবং OneHope ধন্যবাদ চাই। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://www.lumoproject.com/