প্রতিজ্ঞাত ব্যক্তিSample

অন্ধকার থেকে বেরিয়ে
আপনি কি কখনও ঘন অন্ধকারের মধ্যে থেকেছেন? কল্পনা করুন লোকের দ্বারা ঘেরাও হয়ে রয়েছেন, আলোবিহীন জায়গায় আটকে পড়েছেন। হঠাৎ, আপনি এক কান্না শুনলেন, যা আশার এক ঘোষণা; আলো পথে এসেছে, তা আসছে! সেই মুহূর্তে আপনি কেমন অনুভব করবেন?
যিশাইয় ৯:২ পদ বলে,
যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত,
তাহারা মহা-আলোক দেখিতে পাইয়াছে;
যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত,
তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে।
যিশাইয়ের ভাববানিতে , যা যীশুর জন্মের ৭০০ বৎসর আগে লেখা হয়েছিল, তা বলে যীশুই আলো। লূক ১ অধ্যায় প্রকাশ করে প্রস্ততি যা তাঁর আগমনের জন্য করা হয়েছিল। ইলিশাবেথের ক্ষেত্রে তিনি তাঁর কম বয়েসে কখনো সন্তান ধারণ করেন নি , তখন সখরিয় ঈশ্বরের কাছে এমন জিনিষ চেয়ে ছিলেন যা তার বৃদ্ধ বয়সে অসম্ভব মনে হয়েছিলো, তা ছিলো একটি সন্তান। ঈশ্বর গাব্রিয়েল কে পাঠিয়েছিলেন তা কেবল একটি প্রার্থনার উত্তরের জন্য নয় , কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘোষনা করতে। প্রভু সারা দিয়েছিলেন , এবং এক মহান পরিকল্পনার সাথে দিয়ে ছিলেন। সখরিয়ের আশ্চর্য কার্যকরী পুত্র আলোর আগমনের জন্য লোকদের প্রস্তুত করবে।
শিশুর নাম তার জাগতিক বাবার দ্বারা রাখা হয়নি, কিন্ত তাঁর স্বর্গীয় পিতার দ্বারা রাখা হয়েছে। যোহন নামের অর্থ ঈশ্বর করুণাময়, আর তাঁর জীবন দিয়ে, যীশুর মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেক জায়গায় লোকদের কাছে ঘোষণা করা হবে।
যদিও সর্গদূত গাব্রিয়েল নিজে এসেছিলেন তবু ও বিস্বাস করতে সখরিয়ের জন্য কঠিন হয়েছিল। তিনি বয়সের বাধা এবং পরিস্থিতি দেখেছিলেন, আর ভেবে ছিলেন তা অতিক্রম করা সম্ভব কিনা। ঈশ্বরের ক্ষমতার চিহ্ন হিসাবে, সখরিয় সর্গদূত, গাব্রিয়েলের দ্বারা বাকরোধ হয়েছিলেন। যতক্ষন না ঈশ্বরের বাক্য পূর্ণ হয়েছিল এবং শিশুটির জন্ম হয়েছিল, সখরিয় নীরব থেকে গিয়েছিলেন এবং ঈশ্বরের ক্ষমতা ও প্রতিজ্ঞা যা তিনি দিয়েছিলেন তা চিন্তা করেছিলেন।
গ্যাব্রিয়েলের কাছে সখরিয়ের শেষ কথাটি ছিল শারীরিক সীমার প্রশ্ন। কিন্তু ঈশ্বর অসম্ভব কে সম্বব করতে পারেন। তিনি এই জগতের অসুভিধা গুলি বা পরিস্হিতি গুলি দ্বারা সীমা বদ্ধ নন এবং তার বার্তা প্রত্যেক টি বাধা অতিক্রম করে। যদিও মানুষ অধকারের মধ্যে ছিল, আলো আসছিলেন এবং তিনি আমাদের পরিত্রানের পথ দেখাবেন।
অসুবিধা অথবা আশা হীনতার মধ্যে একটা প্রার্থনার উত্তর দিতে কি আপনি ঈশ্বর কে বলেছিলেন ? কিভাবে ঈশ্বর কাজ করেন এবং তিনি কি করে করতে সক্ষম তার সীমানা আছে বলে কি আপনি মনে করেন ?
Scripture
About this Plan

জগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন যিশু, জগতের জ্যোতি আমাদের মধ্যে বাস করতে মাংসে মূর্তিমান হয়েছিলেন, স্বর্গদূতরা তাঁর আগমন ঘোষণা করেছিল, কবিতা লেখা হয়েছিল মেসপালকরা দৌড়ে গিয়েছিল এবং মরিয়ম গান গেয়েছিলেন ! আসুন আমাদের সাথে পাঁচ দিনের যাত্রা করতে যখন আমরা তাঁর জ্যোতি পরীক্ষা করি, কিভাবে তা তাঁর চারিদিকে যারা ছিল তাদের প্রেরণা দিয়েছিল এবং কিভাবে তা আজ আমাদের প্রভাবিত করে।
More
Related Plans

Who Am I, Really? Discovering the You God Had in Mind

Gospel-Based Conversations to Have With Your Preteen

Never Alone

The Holy Spirit: God Among Us

Everyday Prayers for Christmas

Simon Peter's Journey: 'Grace in Failure' (Part 1)

Reimagine Influence Through the Life of Lydia

Positive and Encouraging Thoughts for Women: A 5-Day Devotional From K-LOVE

Sharing Your Faith in the Workplace
