মাথিয়াস 26
26
যীশুসিন পিটনা বারেনু আর্ঝানা
(মার্কুশ ১৪:১-২; লুকাস ২২:১-২; যোহান ১১:৪৫-৫৩)
1যীশুস ইবড়া হুর্মি কাত্থা বাঃনান মুন্জিয়াসকি তাংহা চেলারিন বাঃচাস, 2“নিম তো আখদার, দু’উল্লা খোঃখাম বাছাবাঃনা পারাব। আঃ সামাই আল খাদ্দেসিন ক্রুশনু চিইনা খাতরী ধার্তানা চিইনা মানো।”
3আঃ সামাই মাহা নায়গা কায়ফাসঘী চালিনু প্রাধান নায়গার আউর যিহুদীরঘী পাচকি মাহাতোর অনগুসান জুমরার। 4আউর একা ছলনু আর যীশুসিন চুপেমসে ধারারকি পিটা অংগোনার, আদিঘী বারেনু তামহা মাঝিনুম কাছনাখরার। 5মুন্দা আর বাঃচার, “পারাবঘী সামাইনু নাম এন্দরাহু মাল নানোত, আন্নেনু আলারঘী মাঝিনু গেন্জাম মানা অংগি।”
যীশুসঘী কুক্কুনু মাহাকারনা ইসুং তুন্দুনা
(মার্কুশ ১৪:৩-৯; যোহান ১২:১-৮)
6যীশুস একাবাকি বেথানিয়ান্তা কুষ্ঠবেরামি শিমোনেসঘী এড়পানু রাঃচাস, 7আবাকী অরোত যানানা পান্ডরু পাখনাঘী সান্জগিনু ঢের দামি মাহাকারনা ইসুং অন্দরা। একাবাকি যীশুস অনা মোঃখা লাগিয়াস, আবাকী আঃ যানানা আঃ ইসুংআন আসঘী কুক্কুনু তুন্দিয়া চিচ্চা।
8মুন্দা চেলার আদিন এরারকি কায়রারারকি বাঃচার, “নিন এন্দেরগে ই মাহাকারনা ইসুংআন বেগড়াচ্কি? 9ইদিন ঢের দামনু বিশা অংগোয় দানেক আউর আদিন গারীবিরগে চিইয়া অংগোয় দানেক।”
10মুন্দা যীশুস চেলারঘী ই কাত্থান বুঝরা অংগিয়াসকি আরিন বাঃচাস, “নিম ই যানানান এন্দেরগে তাপলিক চিইয়া লাগদার? আদ এংহায় খাতরী একা নালাখ নান্জা, আদ দাওলেম। 11গারীবির হুর্মি বাকিম নিমহায় সাংগেম রাঃনার, মুন্দা এংগান নিম হুর্মি বাকি মাল ক্ষাক্ষর। 12একাবাকি আদ ই মাহাকারনা ইসুংআন এংহায় দেহানু তুন্দিয়া, আবাকী আদ এংহায় দেহান কাবুরঘী খাতরী সাপড়াচা। 13এন নিমান মানিম বাঃআ লাগদান, ধার্তীঘী একাম আড্ডানু যদি দাও বাচান প্রাচার নান্না মানো, হলে আসানুম ই যানানাঘী কাত্থান ইয়াদ নান্না খাতরী আদিঘী ই নালাখঘী কাত্থানহু বাঃনা মানো।”
যুদাস যীশুসিন ধার্তারকি চিইনা খাতরী অন্টা মোকা বেদ্দা লাগিয়াস
(মার্কুশ ১৪:১০-১১; লুকাস ২২:৩-৬)
14আবাকী যীশুসঘী বারো’ঝান চেলারঘী মাঝিন্তা অর্তোস, নেকান যুদা ইস্কারিয় বাঃনা মানি, আস প্রাধান নায়গারঘী হেদ্দে কেরাস, 15আউর বাঃচাস, “যীশুসিন নিমহায় ক্ষেক্ষানু ধার্তোন চিওন হলে নিম এংগান এন্দরা চিওর?” আবাকী আর গানারকি তিরিশ’ঠু রুপাঘী পায়সা আসগে চিচ্চার। 16আউর আবাকীন্তীম যুদাস যীশুসিন ধার্তানা চিইনা খাতরী অন্টা মোকা বেদ্দা লাগিয়াস।
বাছাবাঃনা পারাবঘী মুন্জুরকা ভুরকা
(মার্কুশ ১৪:১২-২৬; লুকাস ২২:৭-২০; যোহান ১৩:২১-৩০; পাহিলা করিন্থিয় ১১:২৩-২৫)
17সোডা মালকা আসমা পারাবঘী পাহিলা উল্লানু চেলার যীশুসঘী হেদ্দে বার্চারকি মেন্জার, “এম নিংহায় খাতরী একসান বাছাবাঃনা পারাবঘী ভুরকান সাপড়োম, নিন এন্দরা চাহাদায়?”
18যীশুস বাঃচাস, “নিম শাহারতা অরোত আলাসঘী হেদ্দে কালা আউর আঃ আলাসিন বাঃকে, ‘গুরুস বাঃচাস, “এংহায় সামাই হেদ্দে আর্সিয়া; এন এংহায় চেলারিন সাংগে হোওয়ারকি নিংহায় এড়পানুম বাছাবাঃনা পারাব নানোন।”’ ” 19যীশুস চেলারিন একা হুকুম চিচ্চিকা রাঃচাস, তাংহা চেলার আন্নেম বাছাবাঃনা পারাবান সাপড়াচার।
20পুতবারি তারা যীশুস তাংহায় বারো’ঝান চেলারিন সাংগে হোওয়ারকি অনা মোঃখাগে উক্কিয়াস। 21একা সামাই আর অনা মোঃখা লাগিয়ার, আবাকী যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, নিমহায় মাঝিন্তীম অর্তোস এংগান মুদাইয়েরঘী ক্ষেক্ষানু ধার্তোস চিওস।”
22এন্নেনু চেলার ঢের দুখ ক্ষাক্ষিয়ারকি হোর্মার অর্তোসঘী খোঃখা অর্তোস যীশুসিন মেন্জার, “উর্বায়ো, এনিম কা আস?”
23উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “নিমহায় মাঝিন্তী অর্তোস, নে এংহায় সাংগে অন্টাম ডুবহানু ক্ষেক্ষা মনুখতা লাগদাস, আসিম এংগান ধার্তোস চিওস। 24আল খাদ্দেসঘী বারেনু পুথিনু একাসে লিখিচ্কা রাঃয়ী, ঠিকা আঃ লেখাম আস খেওস। মুন্দা ছি্ আঃ আলাস, নে আল খাদ্দেসিন মুদাইয়েরঘী ক্ষেক্ষানু ধার্তোস চিওস! আস মাল কুন্দুরনা হলেম আসঘী পাক্ষে দাওলে মানো পাকেন।”
25আবাকী যুদাস, নে যীশুসিন ধার্তোস চিওস, আস বাঃআরকি চোওচাস, “গুরু, এনিম কা আস?”
যীশুস আসিন বাঃচাস, “নিন ঠিকা কাত্থাম বাচ্কায়।”
26একাবাকি আর অনা মোঃখা লাগিয়ার, আঃ সামাই যীশুস আসমা হোচ্চাসকি ধার্মেসিন ধানিয়াবাদ চিচ্চাস আউর আসমান টুকরা নান্জাসকি তাংহা চেলারগে চিচ্চাসকি বাঃচাস, “ইদা হোওয়া, মোঃখা; ইদ এংহায় দেহা।”
27আউর ইদিঘী খোঃখা আস ডুবহান হোওয়ারকি ধার্মেসিন ধানিয়াবাদ চিচ্চাস আউর আদিন আরগে চিচ্চাসকি বাঃচাস, “নিম হোর্মার ই ডুবহান্তী অনা; 28ইদ এংহায় খেশো, এগদা ঢের আলারঘী গুনহাঘী ছেমা খাতরী তুন্দুনা মানো, এংহায় খেশো তারু ধার্মেসঘী গাছেরকান গাথারকি চোওদনা মানো। 29এন নিমান বাঃআ লাগদান, ‘এগুটি এন এম্বাসঘী রাঃজীনু নিমহায় সাংগে রক্কা দ্রাক্ষারাশিন মাল অন্দান, আঃ গুটি এন আরু দ্রাক্ষারাশিন মাল অনোন।’ ”
30আউর আর অন্টা ডান্ডী পাড়ারকি জইতুন পার্তানু কেরার।
যীশুসিন মাল তেংগেরনা বারেনু পাত্রাসঘী কাত্থা
(মার্কুশ ১৪:২৭-৩১; লুকাস ২২:৩১-৩৪; যোহান ১৩:৩৬-৩৮)
31আবাকী যীশুস তাংহা চেলারিন বাঃচাস, “ইন্না মাঃখা নিম হোর্মার এংগান আম্বারকি ভোংগোর কালোর; পুথিনু ইদিন লিখিচ্কা রাঃয়ী, ‘এন মাহড়াসিন পিটোন, আন্নেনু পালতা হুর্মি মেড়হো গুটঠি ছিতিছান মানো।#26:31 সখরিয় ১৩:৭।’ 32মুন্দা এন উজ্জুকা চোচ্কা খোঃখা নিমহায় আগুম গালীলনু কালোন।”
33পাত্রাসেস উত্তার চিচ্চাস, “নিংগান আম্বারকি হোর্মার ভোংগোর কালোর, মুন্দা এন ইকলাহু মাল ভোংগোন।”
34যীশুস আসিন বাঃচাস, “এন নিংগান মানিম বাঃআ লাগদান, ইন্না মাঃখাম কোকরো চিখনাঘী আগুম নিন এংগান তিন’ফিরা মাল তেংগোরোয়কি বাওয় যে, নিন এংগান মাল চিন্দায়।”
35পাত্রাস আসিন বাঃচাস, “এংগান যদি নিংহায় সাংগে খেএয়াগে লাগ্গো, আন্নুহু এন মাল বাওন যে, এন নিংগান মাল চিন্দান।” দোশরা হোর্মা চেলারহু অন্টাম কাত্থা বাঃচার।
গেথশিমানি বাটকিনু যীশুসঘী বিন্তী
(মার্কুশ ১৪:৩২-৪২; লুকাস ২২:৩৯-৪৬)
36আবাকী যীশুস তাংহা চেলারঘী সাংগে গেথশিমানি নামে অন্টা বাটকিনু কেরাস আউর বাঃচাস, “এন আসান কালারকি এগুটি বিন্তী নান্দান, নিম আগুটি ইসানুম অক্কারকি রাঃআ।”
37আউর যীশুস পাত্রাস আউর সিবদিয়সঘী দু’ঝান খাদ্দারিন তাংহা সাংগে হোচ্চাস। তাংহা কুহি দুখনু আউর তাপলিকনু পুরা মানা লাগিয়া। 38আবাকী আস আরিন বাঃচাস, “দুখনু এংহায় জীয়া উর্খা কালা লাগি; নিম ইসানুম রাঃয়া আউর এংহায় সাংগেম এজরাকি রাঃয়া।”
39আউর আস থোরেটা আগুয়ারাসকি খাজ্জেনু মুক লিদরাস আউর বিন্তী নান্জাসকি বাঃচাস, “বাঙ্গায়ো, যদি মানি হলে ই দুখঘী ডুবহান এংহায় হেদ্দেন্তী গেচ্ছা মানুক, আন্নুহু এন এগদা চাহাদান আদ মালা; মুন্দা নিংহায় চাহানা লেখাম মানুক।”
40ইদিঘী খোঃখা যীশুস কির্রার বারারকি এরিয়াস, চেলার খান্দারার কেরার। আউর আস পাত্রাসিন মেখিয়াসকি বাঃচাস, “পাত্রাস, নিম এংহায় সাংগে অন ঘান্টাহু এজরারকি রাঃআ পোলকার? 41নিম এজরারকি রাঃআ আউর বিন্তী নানা, যাতে নিম পারীক্ষানু মাল খাতেরদার। বোলতাঘী চাহানা রাঃয়ী, মুন্দা দেহা কামজুড়ি।”
42আস ফির কেরাসকি দুশরা ক্ষেপ বিন্তী নান্জাসকি বাঃচাস, “বাঙ্গায়ো, যদি দোশরা একাম ডাহারে মাল রাঃয়ী, হলে এন মানিম তাপলিক ভোগোন। নিন এগদা চাহাদায়, আন্নেম মানুক।” 43আউর ফির আস কির্রিয়াস বার্চাসকি আরিন খান্দারতে এরিয়াস, কারনে আরগে ঢের খান্দরা তুক্কি রাঃচা।
44খানে ফির আরিন আম্বিয়াস কেরারকি তিশরা ক্ষেপ অন্টাম কাত্থা বাঃআরকি বিন্তী নান্জাস। 45খোঃখানু আস চেলারঘী হেদ্দে কির্রিয়াস বার্চাস আউর আরিন বাঃচাস, “নিম কা আক্কুনহু খান্দরা লাগদার আউর খান্নে এখেরা লাগদার? এরা, সামাই আর্সিয়া কেরা আউর আল খাদ্দেসিন গুনহা আলারঘী ক্ষেক্ষানু ধার্তানা চিইনা মানো। 46চোওয়া, নাম কাঃদাত; ইদা এরা, নে এংগান ধার্তোস চিওস, আস বার্চাস কেরাস!”
মুদাইয়েরঘী ক্ষেক্ষানু যীশুস
(মার্কুশ ১৪:৪৩-৫০; লুকাস ২২:৪৭-৫৩; যোহান ১৮:৩-১২)
47একাবাকি যীশুস কাত্থা বাঃতেম রাঃচাস, আঃ সামাই যুদাস বার্চাস, নে বারো’ঝান চেলারঘী মাঝিন্তা অর্তোস রাঃচাস। আসঘী সাংগে প্রাধান নায়গারঘী আউর পাচকি মাহাতোরঘী তাইকা ঢের আলার তালোয়ার আউর টেম্পা অন্দরারকি বার্চার। 48আঃ যুদাস, নে যীশুসিন ধার্তোস চিওস, আস আঃ আলারিন আগুন্তীম অন্টা চিনহা চিচ্চিকা রাঃচাস; আস বাচ্কা রাঃচাস, “নেকান এন চোংখোন, আসিম আঃ আলাস; নিম আসিনুম ধারকে।”
49আউর যুদাস যীশুস হেদ্দে বার্চাস আউর বাঃচাস, “ও লাগদান গুরু!” আউর আসিন চোংখিয়াস।
50যীশুস আসিন বাঃচাস, “সাংগুয়ারি, এগদা নানাগে বারেচ্কায়, নিন আদিনুম নানা।”
আবাকী সাংগে সাংগেম আঃ আলার বার্চারকি যীশুসিন ধার্চার।
51আঃ সামাই যীশুসঘী সাংগে নে রাঃচার, আরঘী মাঝিন্তা অর্তোস তাংহায় তালোয়ারান অত্থোরাস আউর মাহা নায়গাসঘী লাউড়ীঘী অন্টা খেব্দা খান্ডিয়াস চিচ্চাস। 52আবাকী যীশুস আসিন বাঃচাস, “নিংহায় তালোয়ারান ফালিনুম উইয়া। তালোয়ার নে ধার্নার আর তালোয়ার তারুম খেএনার। 53নিন কা ইয়াদ নান্দায় যে, এন গোহরারোন হলে এম্বাস বারো’টা বাহিনীন্তীহু বাগ্গে মের্খাদুতান তাইয়োসকি এংগান মাল বাছাবোওস? 54মুন্দা আদিম মান্না হলে নেমহা পুথিন্তা বাচান একাসেনু পুরা মানো? নেমহা পুথিনু একাসে বাঃনা মান্জিকি রাঃয়ী, মানিম আবড়া পুরা মানো।”
55আঃ সামাই যীশুস আলারিন বাঃচাস, “এন কা ডাকাতেরঘী মাহাতো হিকদান, নিম তালোয়ার আউর টেম্পা হোওয়ারকি এংগান ধারাগে বারেচ্কার? এন তো উল্লাঘী খোঃখা উল্লা, মান্দিরনু অক্কারকি শিরষা চিচ্চিকান। আবাকী তো নিম এংগান মাল ধারেচ্কার। 56মুন্দা ই হুর্মি ঘাটনা ঘাটচা যাতে পুথিনু নাবীরঘী লিখিচ্কা কাত্থা গুটঠি পুরা মানি।”
আবাকী হোর্মা চেলার যীশুসিন আম্বারকি ভোংগার কেরার।
মাহাসাভাঘী মুন্দভারে যীশুসঘী শালিস
(মার্কুশ ১৪:৫৩-৬৫; লুকাস ২২:৫৪-৫৫, ৬৩-৭১; যোহান ১৮:১৩-১৪, ১৯-২৪)
57আবাকী নে যীশুসিন ধারেচ্কা রাঃচার, আর আসিন মাহা নায়গা কায়ফাস গুসান হোচ্চার কেরার। আসান ধারাম গুরুর আউর পাচকি মাহাতোর অনগুসান জুমুরকা রাঃচার। 58মুন্দা পাত্রাস গেচ্ছা রাঃআরকিম যীশুসিন জোখারকি মাহা নায়গাসঘী চালি গুটি কেরাস আউর খোঃখা গুটি এন্দরা মানি আদিন এরাগে ভিতরা কোরচাসকি ক্ষাপুরঘী সাংগে উক্কিয়াস।
59আবাকী প্রাধান নায়গার আউর যিহুদীরঘী মাহাসাভান্তা হোর্মা আলার যীশুসিন পিটনা খাতরী, আসঘী বিড়দোনু ঝুট গাওয়াহী বেদ্দা লাগিয়ার। 60ঢের ঝুট গাওয়াহী আলারহু হাজির মান্জাকা রাঃচার, মুন্দা আর একাম গাওয়াহী মাল ক্ষাক্ষিয়ার।
শেষানু দু’ঝান আলার আগুয়ারকি বার্চার আউর বাঃচার, 61“ই আলাসটা বাচ্কা রাঃচাস, ‘ধার্মেসঘী মান্দির এড়পান ধাসোনকি এন তিশরা উল্লাঘী মাঝিনু ফির কামআ অংগোন।’ ”
62আবাকী মাহা নায়গাস ইজ্জাসকি যীশুসিন বাঃচাস, “নিন কা একাম উত্তার মাল চিওয়? নিংহায় বিড়দোনু ইর ইবড়া একাসে গাওয়াহী চিইয়া লাগনার?” 63মুন্দা যীশুস ছাছেম রাঃচাস। খানে মাহা নায়গাস ফির আসিন বাঃচাস, “নিন উজ্জুকা ধার্মেসঘী নামেনু কাত্থা চিইয়ারকি বাঃআ, নিনিম কা খ্রীস্তায়, ধার্মেসঘী খাদ্দায়?”
64যীশুস আসিন বাঃচাস, “হাঃয়ী, নিন ঠিকাম কাত্থান বাচ্কায়। মুন্দা এন নিমান ইদিনহু বাঃআ লাগদান, ইদিঘী খোঃখা নিম আল খাদ্দেসিন হুর্মি অংগু ধার্মেসঘী মাড়ি তারা অক্কোতে এরোর আউর মের্খানু বাদালী তারু বারতে এরোর।”
65আবাকী মাহা নায়গাস তাংহায় কিচরীন চার্রিয়াসকি বাঃচাস, “ইস ধার্মেসিন দুশচায়। নামহায় আরু দোশরা গাওয়াহী আলঘী এন্দরা দারকার? আক্কুনুম তো নিমিম মেন্জেকার, আস ধার্মেসিন দুশচাস। 66নিমহায় শালিস এন্দরা?”
আর উত্তারনু বাঃচার, “ইস খেএনাঘী লায়েক হিকদাস।”
67আবাকী আলার যীশুসঘী গাল্লেনু তুপ্পিয়ার, মুকটাচার আউর থাপড়াচার, 68আর আরু বাঃচার, “এ খ্রীস্তায়ো, নিন হুল্লু বাচান নানারকি বাঃআ তো, নে নিংগান লোওচাস?”
পাত্রাস যীশুসিন মাল তেংগেরাস
(মার্কুশ ১৪:৬৬-৭২; লুকাস ২২:৫৬-৬২; যোহান ১৮:১৫-১৮, ২৫-২৭)
69একাবাকি পাত্রাস চালিঘী বাহিরি তারা অক্কারকি রাঃচাস, আবাকী অরোত চাকরানী আসঘী হেদ্দে বার্চাকি বাঃচা, “গালীলতা যীশুস সাংগে তো নিনহু রাচ্কায়।”
70মুন্দা আস হোর্মারঘী মুন্দভারে মাল তেংগেরাসকি বাঃচাস, “নিন এন্দরা বাঃআ লাগদি, এন আদিন বুঝরা পোল্লা লাগদান।”
71ইদিঘী খোঃখা পাত্রাস বাহিরিন্তা বালি হেদ্দে কেরাস, আবাকী আরু অরোত চাকরানী আঃ আড্ডানু একা আলার রাঃচার, আরিন বাঃচা, “ই আলাসটা নাসারত পাদ্দান্তা যীশুসঘী সাংগেম রাঃচাস।”
72আস ফির কাত্থা চিইয়ারকি মাল তেংগেরাস আউর বাঃচাস, “এন আঃ আলাসিন মাল চিন্দান।”
73অংগুর খোঃখা একা আলার আসান হেদ্দে ইজ্জিকা রাঃচার, আরহু বার্চারকি পাত্রাসিন বাঃচার, “মানিম নিনহু আসঘীদিম অরোত হিকদায়। কারনে নিংহায় কাত্থাম নিংগান ধার্তা চিইয়া লাগি।”
74আবাকী আস তাংগানুম শাও চিচ্চাস আউর কাত্থা চিইয়ারকি বাঃআ হেল্লেরাস, “এন আঃ আলাসিন মাল চিন্দান।” আউর আবাকীম অন্টা কোকরো চিখিয়াকি চোওচা।
75আবাকী যীশুসঘী বাচ্কা কাত্থা পাত্রাসঘী ইয়াদ বার্চা, “কোকরো চিখনাঘী আগুম নিন এংগান তিন ফিরা মাল তেংগেরোয়।” আউর আস বাহিরি কেরাসকি ঢের চিইখা অলখা হেল্লেরাস।
ទើបបានជ្រើសរើសហើយ៖
মাথিয়াস 26: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh