মাথিয়াস 19
19
যানানান তালাক মাল চিইনাঘী বারেনু যীশুসঘী শিরষা
(মার্কুশ ১০:১-১২)
1একাবাকি যীশুসঘী শিরষা চিইনা মুন্জুরা, আবাকী আস গালীল আম্বারকি যার্দান খাড়ঘী দোশরা ধাসড়েঘী যিহুদীয়া প্রাদেশনু কেরাস। 2আউর ঢের আলার আসঘী খোঃখা খোঃখা কেরার আউর আস আসানুম আরিন কড়ে নান্জাস। 3আঃ সামাই কায়েক’ঝান ফারীশীর যীশুস হেদ্দে বার্চার আউর আসিন পারীক্ষা নান্না খাতরী মেন্জার, “একাম কারনে যানানান তালাক চিইনা কা মোসেসঘী আনকা পেশকানু রাঃয়ী?” 4উত্তারনু যীশুস আরিন বাঃচাস, “নিম কা মাল পাড়েচ্কার যে, ধার্তী কামুস পাহিলানু আরিন ‘মেত আউর যানানা নানারকিম কামেচ্কা রাঃচাস?’ #19:4 পাচ্চা পুথি ১:২৭। 5আউর বাচ্কা রাঃচাস, ‘ইদিঘী খাতরীম আলার তাংগিয়ো তাম্বারিন আম্বারকি তাং যানানা সাংগে অন মান্নার আউর আর দু’ঝান অন্টাম দেহা মানোর।#19:5 পাচ্চা পুথি ২:২৪।’ 6ইদিঘী খাতরী আর আরু দু’ঝান মালা, মুন্দা অন্টাম দেহা মান্নার। খানে ধার্মেস এগদা জুড়ি নান্জাস, আলার আদিন মাল ছিন্ডুক।” 7আবাকী আর আসিন মেন্জার, “হলে এন্দেরগে মোসেস তালাক কাগজ চিইয়ারকি যানানান আম্বাগে হুকুম চিচ্চিকা রাঃচাস?” 8আস উত্তারনু বাঃচাস, “কারনে নিমহা কায়া বাড়িয়ার বাঃআরকি যানানান তালাক চিইয়াগে মোসেস ই হুকুম চিচ্চিকা রাঃচাস, মুন্দা পাহিলানু এন্নে মাল রাঃচা। 9যদি নিংহা যানানা লাজ্জে নালাখ মাল নানি, হলে নিন দোশরা যানানান বেন্জেরনা খাতরী আদিন তালাক চিইয়া আম্বকে। যদি নিন আদিন নান্দায় হলে নিনহু লাজ্জে নালাখ নান্দায়।” 10আসঘী চেলার আসিন বাঃচার, “যদি মেত যানানারঘী মাঝিনু ই রাকাম মানি হলে তো মাল বেন্জেরনাদিম দাওলে।” 11মুন্দা যীশুস আরিন বাঃচাস, “অতখান রাঃনান হোর্মার মানারকি হোওয়া পোলনার; মুন্দা মাল বেন্জরারকি রাঃআগে নেকান ক্ষেমতা চিইনা মান্জা, আরিম খিলা অংগোনার। 12এন্নে বান্জহি যোখ রাঃনার, আরঘী জানাম তাংগিয়োঘী কক্ষেন্তী মানি আউর এন্নে বান্জহি যোখ রাঃনার নেকান আলার বান্জহি নান্নার; আউর এন্নে বান্জহি যোখ রাঃনার নে মের্খা রাঃজী খাতরী বান্জহি মান্নার। নে নে ইন্জিরনার আরিম ইন্জরুক।”
যীশুস সান্নি খাদ্দে খার্রারিন আশিস নান্দাস
(মার্কুশ ১০:১৩-১৬; লুকাস ১৮:১৫-১৭)
13আঃ সামাই আলার সান্নি খাদ্দে খার্রারিন যীশুস হেদ্দে অন্দরার বার্চার, যেনু আস আরঘী মাইয়া ক্ষেক্ষা উইদাস আউর বিন্তী নান্দাস। মুন্দা চেলার আরিন ধাম্কাচার। 14মুন্দা যীশুস বাঃচাস, “খাদ্দে খার্রারিন এংহা হেদ্দে বারা চিইয়া, আরিন মানা আম্বকে নানা; কারনে মের্খা রাঃজী ই সান্নি খাদ্দে খার্রার লেখা আলারঘীদিম খাতরী” 15আউর আরঘী মাইয়া ক্ষেক্ষা উইকা খোঃখাম আস আসতেক চালি কেরাস।
অরোত ধানী যোখাস
(মার্কুশ ১০:১৭-৩১; লুকাস ১৮:১৮-৩০)
16আবাকী অর্তোস যীশুস হেদ্দে বারারকি বাঃচাস, “গুরু, মাল মুন্জুরনা জীয়া ক্ষাক্ষানা খাতরী এংগান একা দাও নালাখান নানাগে লাগ্গো?” 17মুন্দা আস বাঃচাস, “এগদা দাওলে, আঃ বারেনু নিন এন্দেরগে এংগান মেনা লাগদায়? খিলা অর্তোসদিম দাওলে রাঃদাস। মুন্দা নিন মাল মুন্জুরনা জীয়ানু কোরআ বেদ্দেদায় হলে আসঘী হুর্মি পেশকান মানআ।” 18আস মেন্জাস, “একা একা পেশকান মানোন?” আউর যীশুস বাঃচাস, “পিটা আম্বকে, লাজ্জে নালাখ নানা আম্বকে, ক্ষাডা আম্বকে, ঝুট গাওয়াহী চিইয়া আম্বকে, 19আয়ো বাবারিন সাম্মান নানকে আউর নিংহায় পাদ্দা ক্ষেপ্পিয়ারিন তাংগা তিংগা লেখাম দুলার নানকে।” 20আঃ যোখাসটা উত্তারনু বাঃচাস, “ইবড়া হুর্মিন এন মানআরকিম বারা লাগদান। হলে এংগান আরু এন্দরা নানাগে লাগ্গো?” 21যীশুস আসিন বাঃচাস, “যদি নিন পুরাসে খুত মালকা মানা বেদ্দেদায় হলে, কালা, নিংহায় হুর্মি খুর্জিন বিশা আউর গারীব আলারগে খাট্টা চিইয়া। হলে মের্খানু নিন খুর্জি ক্ষাক্ষয়। আবাকী বারারকি এংহায় চেলা মানা।” 22মুন্দা ই কাত্থা মেনারকি আস ঢের তাপলিক ক্ষাক্ষিয়াসকি চালি কেরাস, কারনে আসঘী ঢের খুর্জি রাঃচা। 23আউর যীশুস তাংহা চেলারিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, ধানী আলারঘী পাক্ষে মের্খা রাঃজীনু কোরনা ঢের কাঠিন মানো। 24আরু অংহোন নিমান বাঃআ লাগদান, ধার্মেসঘী রাঃজীনু ধানীরঘী কোরনান্তী অন্টা সুইঘী ফুটান্তী উটঘী কাট্টানাদিম সোজহা।” 25একাবাকি চেলার ই কাত্থান মেনা অংগিয়ার আবাকী ঢের হায়কাট মানারকি যীশুসিন মেন্জার, “হলে নে বাছরা অংগোর?” 26যীশুস আরঘী তারা এরিয়াসকি বাঃচাস, “আলার এগদা মাল অংগোনার, আবড়া হুর্মিদিম ধার্মেস অংগোদাস।” 27আবাকী পাত্রাস বাঃচাস, “মেনা, নিন আখদায় যে এম এমহায় হুর্মিন আম্বারকি নিংহায় চেলা মান্জেকাম। হলে এম এন্দেরা ক্ষাক্ষম?” 28যীশুস আরিন বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, নিম নে নে এংহায় চেলা মান্জেকার, পুনা ধার্তীনু একাবাকি আল খাদ্দেস তাংহা মাহিমা সাংগে বেলকান্ডোনু অক্কোস, আবাকী নিমহু বারোঝান চেলার বারো’ঠু বেলকান্ডোনু অক্কারকি ইস্রায়েলতা বারো’ঠু গুষ্ঠিন্তা আলারিন শালিস নানোর। 29আউর নেকিম এংহায় নামে খাতরী এড়পা পাল্লি, ভাইয়া বাহিন, আয়ো বাবা, খাদ্দে খার্রারিন বা খাল্লে উখড়ি আম্বিয়ার, আস তাংহায় অনশো গুন বাগ্গে ক্ষাক্ষস আউর মাল মুন্জুরনা জীয়ানহু ক্ষাক্ষস। 30মুন্দা এন্নে ঢেরিম নে মুন্দভারে রাঃনার, আর খোঃখা খাতরোর, আউর এন্নে ঢেরিম নে খোঃখা রাঃনার, আর মুন্দভারে মানোর।”
ទើបបានជ្រើសរើសហើយ៖
মাথিয়াস 19: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh