লুকাস 24
24
খেএনাঘী মাইয়া উর্বা যীশুসঘী জিতনা
(মাথিয়াস ২৮:১-১০; মার্কুশ ১৬:১-৮; যোহান ২০:১-১০)
1হাপ্তাঘী পাহিলা উল্লানু ঢের পাইরি বাকি চেলারঘী সাংগে রাচ্কা আঃ যানানার তামহা কামেচ্কা মাহাকারনা মাশলা হোওয়ারকি কাবুরঘী হেদ্দে কেরার। 2আর একাবাকি কাবুর হেদ্দে কেরার, আবাকী এরিয়ার যে কাবুরঘী বাই একা পাখনা তারু ঢাপেচ্কা রাঃচা আদ গুছাবাচ্কা রাঃয়ী, 3আবাকী আর কাবুরঘী ভিতরা কোরচার, মুন্দা আসান আর উর্বা যীশুসঘী মুর্দান এরা পোল্লার। 4আবাকী আর হায়কাট মান্জার কেরার আউর এন্দরা ঘাটচা আঃ বারেনু সোচআ লাগিয়ার, ঠিকেম আঃ সামাইনু বিজলী লেখা ঝাকঝাকরা কিচরী আত্তিকা দু’ঝান আলার আরঘী পাতিনু বারারকি ইজ্জার। 5ই হুর্মিন এরিয়ারকি আঃ যানানার ঢের এল্চিয়ারকি খাজ্জে তারা কুক্কু গাড্ডার। আবাকী আঃ দু’ঝান আলার আরিন বাঃচার, “নে উজ্জুকা, আসিন কেচ্চেকারঘী মাঝিনু এন্দেরগে বেদ্দা লাগদার? 6নিম নেকান বেদ্দা লাগদার আস ইসান মাল্লাস; আস উজ্জা চোওচাস। আস একাবাকি গালীলনু রাঃচাস, আবাকী নিমহায় হেদ্দে এগদা বাচ্কা রাঃচাস, আদিন কা নিম ইয়াদ নানা অংগোদার? 7আস নিমান বাচ্কা রাঃচাস, ‘আল খাদ্দেসিন গুনহা আলারঘী ক্ষেক্ষানু ধার্তানা চিইনা মানো, ক্রুশনু চিইনা মানো আউর তিশরা উল্লানু আস ফির উজ্জা চোওস।’” 8আবাকী আরঘী আঃ কাত্থা ইয়াদ বার্চা।
9আবাকী আর কাবুরতি কির্রিয়ার কেরারকি আঃ এগারো’ঝান চেলারিন আউর দোশরা হোর্মারিন ই হুর্মি কাত্থান আখতাচার। 10আঃ যানানারঘী মাঝিনু রাঃচার মাগদালী মারীয়াম, যোহান্না আউর যাকোবেসঘী তাংগিয়ো মারীয়াম। আরঘী সাংগে আরু দোশরা একা যানানার রাঃচার, আরহু ই হুর্মি কাত্থান এগারো’ঝান তাইকার হেদ্দে আখতাচার। 11একাবাকি আর হুর্মি কাত্থান মেন্জার, আঃ কাত্থা গুটঠি আরঘী হেদ্দে নানাম কাত্থা লেখা ইয়াদ মান্জা। খানে আঃ যানানারঘী কাত্থান আর বিশুয়াস মাল নান্জার। 12মুন্দা পাত্রাস চোওয়ারকি ভোংগোতেম কাবুর হেদ্দে কেরাস আউর খোলখোরারকি খিলা লিলিন কিচরী গুটঠিন এরা অংগিয়াস। এগদা ঘাটচা আদিন্তী আস হায়কাট মান্জাস আউর কির্রারকি বার্চাস।
ইম্মায়ু পাদ্দাঘী ডাহারেনু দু’ঝান চেলার
(মার্কুশ ১৬:১২-১৩)
13ঠিকেম আঃ উল্লানুম দু’ঝান চেলার ইম্মায়ু নামে অন্টা পাদ্দান্তা ডাহারে তারু কালা লাগিয়ার। পাদ্দাটা জেরুশালেমতি হারদাম সাত মাইল গেচ্ছা রাঃচা। 14আউর তামহা মাঝিনু এগদা ঘাটিচ্কি রাঃচা, আঃ বারেনু কাত্থা বাঃআ লাগিয়ার। 15আর কাত্থা বাঃতেম রাঃনার, ঠিকা আঃ সামাইনুম যীশুস আরঘী হেদ্দে বার্চাস আউর আরঘী সাংগে একতে রাঃচাস। 16আরঘী খান্নে রাঃচা, মুন্দা আর যীশুসিন চিনহা পোল্লার। 17আর একাবাকি কাত্থা বাঃতে বাঃতে কালা লাগিয়ার, আবাকী যীশুস আরিন বাঃচাস, “নিম এন্দরা কাত্থা বাঃতে বাঃতে কালা লাগদার?” আবাকী আঃ দু’ঝান চেলার থোমকারারকি বাইনু দুখ হোওয়ারকি ইজারকি রাঃচার। 18আবাকী ক্লিয়পা নামেনু আরঘী মাঝিন্তী অর্তোস যীশুসিন মেন্জাস, “নিনিম কা জেরুশালেমতা অরোত অন্টিম আলায় যে নিন মাল আখদায় ই কায়েক উল্লানু আসান এন্দরা এন্দরা ঘাটচা?”
19যীশুস আরিন বাঃচাস, “এন্দরা এন্দরা ঘাটচা?” আর বাঃচার, “নাসারত পাদ্দান্তা যীশুসিন হোওয়ারকি এগদা এগদা ঘাটচা। আস নাবী রাঃচাস আউর আস ঢের সাওয়াংগিয়া লেখা কাত্থা বাচ্কা রাঃচাস আউর হায়কাট নালাখ নান্জাকা রাঃচাস। যীশুস ধার্মেস আউর আলারঘী খান্নেনু অরোত সাওয়াংগিয়া আল রাঃচাস। 20এমহায় প্রাধান নায়গার আউর ধারাম গুরুর আসিন রোমীয়রঘী ক্ষেক্ষানু ধার্তাচ্কা রাঃচার, যাতে আর আসঘী শালিস নানারকি আসগে খেএনা দান্ডে চিইনার। খোঃখা আর আসিন ক্রুশনু চিচ্চিকা রাঃচার। 21এম আশরা নান্জাকা রাচ্কাম আসিম ইস্রায়েল আলারিন বাছাবাওস। খিলা আদিম মালা, ইন্না তিশরা উল্লা মান্জা ই হুর্মি ঘাটনা ঘাটচা। 22ফির এমহায় দলেন্তা কায়েক’ঝান যানানার এমান হায়কাট নান্জার। আর ঢের পাইরি বাকিম যীশুসঘী কাবুরনু কেরকা রাঃচার, 23মুন্দা আসান আসঘী মুর্দান এরা পোল্লার। আর কির্রিয়ার বার্চারকি বাঃচার, আর মের্খাদুতারিন এরা অংগিয়ার আউর আঃ মের্খাদুতার আরিন বাঃচার যে, যীশুস উজ্জা চোওচাস। 24আবাকী এমহায় সাংগে নে নে রাঃচার আরঘী মাঝিন্তী কায়েক’ঝান কাবুরনু কালারকি যানানার একাসে বাচ্কা রাঃচার, ঠিকা আন্নেম এরা অংগিয়ার, মুন্দা যীশুসিন এরা পোল্লার।”
25আবাকী যীশুস আরিন বাঃচাস, “নিম এন্দরাহু মাল বুঝুরদার। নিমহায় কায়া এন্নে কামজুড়ি যে, নাবীর এন্দরা বাচ্কা রাঃচার, আদিন নিম ধিরেমসে বিশুয়াস নান্দার। 26ইদ দারকার রাঃচা যে, খ্রীস্তাসিন তাপলিক সাহাগে লাগ্গো আউর আদিঘী খোঃখা আস তাংহা মাহিমান এদোস।” 27ইদিঘী খোঃখা আস মোসেসঘী আউর হুর্মি নাবীরঘী লিখিচ্কান্তী আরাম্ভ নানারকি গোট্টা নেমহা পুথিঘী মাঝিনু তাংহায় বারেনু এগদা এগদা লিখিচ্কা রাঃয়ী, আবড়ান হুর্মিন আরিন বুঝাবাঃআরকি বাঃচাস।
28আর একা পাদ্দানু কালা লাগিয়ার, আঃ পাদ্দাঘী হেদ্দে বারেচ্কা খোঃখা যীশুস আরু গেচ্ছা কাঃনাঘী বাহানা এদচাস। 29মুন্দা আর ঢের জোর নানারকি আসিন বাঃচার, “আক্কুন বিইড়ী কেরা, পুত্তিয়া কেরা। নিন এমহা সাংগে রাঃআ।” এন্নেনু আস আরঘী সাংগে রাঃনা খাতরী এড়পানু কোরচাস। 30একাবাকি আস আরঘী সাংগে অনা মোঃখাগে উক্কিয়াস আবাকী আস আসমা হোওয়ারকি ধার্মেসিন ধানিয়াবাদ চিচ্চাস আউর আদিন টুকরা নান্জাসকি আরগে চিচ্চাস। 31আবাকী আরঘী খান্নে খোল্লোরা কেরা; আর যীশুসিন চিনহা অংগিয়ার, মুন্দা আদিঘী সাংগে সাংগেম আসিন আরু মাল এত্থেরা। 32আবাকী আর অরোত দোশরারিন বাঃচার, “ডাহারেনু একাবাকি আস এমহায় সাংগে কাত্থা বাঃআ লাগিয়াস আউর নেমহা পুথিন বুঝাবাঃআ চিইয়া লাগিয়াস, আবাকী কা নামহায় কুহি লাঘরারকি মাল চোওয়া লাগিয়া?”
33আবাকীম আঃ দু’ঝান চেলার চোওয়ারকি জেরুশালেমনু কেরার আউর আঃ এগারো’ঝান চেলার আউর আরঘী সাংগে খোড়োরকা দোশরারিনহু আঃ আড্ডানু এরা অংগিয়ার। 34“উর্বাস যে মানিম উজ্জা চোওচাস আউর শিমোনেসগে এত্থেরাস, আদিন হোওয়ারকি আবাকী আর কাছনাখরা লাগিয়ার।” 35ইদিঘী খোঃখা আঃ দু’ঝান চেলার ডাহারেনু এন্দরা মান্জিকি রাঃচা, আদিন আরিন আখতাচার। আর আরু আখতাচার, আস একাবাকি আসমা টুকরা টুকরা নানা লাগিয়াস, আবাকী একাসেনু আর আসিন চিনহা অংগুকা রাঃচার।
উর্বা যীশুস চেলারগে এত্থেরাস
(মাথিয়াস ২৮:১৬-২০; মার্কুশ ১৬:১৪-১৮; যোহান ২০:১৯-২৩; তাইকার ১:৬-৮)
36আঃ চেলার একাবাকি ই কাত্থান বাঃআ লাগিয়ার, আবাকী যীশুস তানিম আরঘী মাঝিনু বারারকি ইজ্জাস আউর হোর্মারিন বাঃচাস, “নিমহা শালসান্ত মানুক।” 37মুন্দা আর নাদ এরিয়ার সোচআরকি আকবাকরার কেরার আউর ঢের এল্চিয়ার। 38যীশুস আরিন বাঃচাস, “এন্দেরগে নিম ছাটপাটরা লাগদার আউর এন্দেরগেম নিমহা কায়া ধুকচুকরা লাগি? 39এংহা ক্ষেক্ষা আউর ক্ষেড্ডেন এরা। এরা, ইদা এন। এংগান অত্তারকি এরা, কারনে নাদঘী তো এংহা লেখা আহাড়া আউর টোংরা গুটঠি মাল্লা।” 40ই কাত্থান বাঃআরকি যীশুস তাংহা ক্ষেক্ষা আউর ক্ষেড্ডেন আরিন এদচাস। 41মুন্দা আর ঢের হায়কাট আউর খুশমারকা রাঃচার যে, বিশুয়াস নানা পোল্লা লাগিয়ার। আবাকী যীশুস আরিন বাঃচাস, “নিমহা ইসান একাম অন্না মোখনা রাঃয়ী?” 42আর আসগে অন ঠুমা ইনজো চিচ্চার। 43আস আদিন হোওয়ারকি আরঘী মুন্দভারেম মোক্ষাস।
44আদিঘী খোঃখা আস আরিন বাঃচাস, “এন একাবাকি নিমহা সাংগে রাচ্কান আবাকী বাচ্কা রাচ্কান, মোসেসঘী নিয়ামনু, নাবীরঘী লিখিচ্কা আউর গীতসংহিতাঘী মাঝিনু এংহায় বারেনু একা একা কাত্থা লিখিচ্কা রাঃয়ী, আদিন হুর্মিনুম পুরা মানাগেম লাগ্গো।” 45আবাকী নেমহা পুথিন বুঝুরনা খাতরী আস চেলারঘী লুরান খুল্লিয়াস চিচ্চাস। 46আরিন বাঃচাস “এংহায় বারেনু লিখিচ্কা রাঃয়ী, খ্রীস্তাসিন তাপলিক সাহা লাগ্গো আউর তিশরা উল্লানু খেএনান্তী উজ্জা চোওয়া লাগ্গো। 47আরু লিখিচ্কা রাঃয়ী, জেরুশালেমতি আরাম্ভ নানারকি হুর্মি জাতিয়ার হেদ্দে খ্রীস্তাসঘী নামেনু ই কাত্থান প্রাচার নান্না মানো যে, গুনহান্তী কায়া কির্তোর হলে গুনহাঘী ছেমা ক্ষাক্ষর। 48নিমিম ই হুর্মি বারেনু গাওয়াহী আল। 49এরা, এম্বাস এগদান চিইয়াগে কাত্থা চিচ্চাস আদিন এন নিমহা হেদ্দে তাইয়োন চিওন। মের্খান্তী সাওয়াং মাল ক্ষাক্ষানা গুটি নিম ই শাহারনুম রাঃকে।”
উর্বা যীশুস মের্খানু কেরাস
(মার্কুশ ১৬:১৯-২০; তাইকার ১:৯-১১)
50খোঃখা উর্বা যীশুস তাংহা চেলারিন হোওয়ারকি বেথানিয়ানু কেরাস আউর আস আসানুম ক্ষেক্ষা চোওদারকি আরিন আশিস নান্জাস। 51আস আশিস নানতে নানতেম আরিন আম্বিয়াসকি মের্খা তারা কালা লাগদাস। 52আদিন এরারকি আর মুক লিদরারকি অহমা নানতে রাঃচার আউর মাহা রিঝিরনানু জেরুশালেমনু কির্রিয়ার কেরার। 53আর হুর্মি সামাই মান্দিরনু হাজির রাঃআরকি ধার্মেসঘী অহমা নানা লাগিয়ার।
ទើបបានជ្រើសរើសហើយ៖
লুকাস 24: kru-Beng-BD
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
©️2025 Bible Students Fellowship of Bangladesh