যোহান 5

5
যীশুস খান্নে এখের্না উল্লানু অরোত বেরামি আলাসিন কড়ে নান্‌জাস
1ইদিঘী খোঃখা যিহুদীরঘী অন্টা পারাব রাঃচা, খানে যীশুস জেরুশালেমনু কেরাস। 2জেরুশালেম শাহারনু অন্টা বালি রাঃচা, আউর আঃ বালিঘী নামে রাঃচা মেড়হো বালি। আঃ বালি হেদ্দে অন্টা পোখরা রাঃচা; ইব্রীয় ভাষানু পোখরাঘী নামে বেতসেদা, আদিঘী পাচ’ঠু ঝাপড়ি চিচ্চিকা ঘাট রাঃচা। 3,4আঃ হুর্মি ঘাট গুটঠিনু ঢের বেরামির রাঃচার, আরঘী ভিতরা আন্ধরা, লুলহা, দেহা খাইকা আলার রাঃচার। অরোত মের্খাদুতাস অন্টা বিশেষ সামাইনু আঃ পোখরানু এত্তারকি আম্মেন নুকা লাগিয়াস, আউর আদিঘী খোঃখা নে পাহিলা আঃ আম্মেনু এত্তা লাগিয়াস, আসঘী একাম বেরাম কড়ে মানা লাগ্গিয়া। আঃ হুর্মি বেরামির আম্মে নুকুরনাঘী আশেরানু রাঃআ লাগ্গিয়ার।
5আসান অন্টা আলাস রাঃচাস, নে আটতিরিশ বাছারতি বেরামি রাঃচাস। 6একাবাকি যীশুস আসিন এরিয়াস আউর আঃখা অংগিয়াস আস ঢের উল্লান্তী বেরামি রাঃদাস, আবাকী যীশুস আসিন বাঃচাস “নিন কা কড়ে মানা বেদ্দেদায়?”
7আঃ বেরামিস উত্তারনু বাঃচাস, “গুরু, এংহা একাম আলার মাল্লার যে, পোখরান্তা আম্মে নুকুরনা সাংগে সাংগেম এংগান পোখরানু এত্তোর চিওর। আসান আর্সানাঘী আগুম নেকিম মালা নেকিম এংহায় আগুম আম্মেনু এত্তেনার।”
8যীশুস আসিন বাঃচাস, “চোওয়া, নিংহা পিটরিন চোওদারকি হোওয়া আউর একা কুদ্দা।” 9আউর আবাকীম আঃ আলাসটা কড়ে মান্‌জাস কেরাস আউর পিটরি চোদচাস আউর একা কুদ্দা লাগদাস।
আরু আঃ উল্লাটা রাঃচা খান্নে এখের্না উল্লা। 10আদিঘী খাতরী একা আলাসিন কড়ে নান্না মান্‌জিকি রাঃচা, যিহুদী মাহাতোর আসিন বাঃচাস, “ইন্না খান্নে এখের্না উল্লা আউর ধারামঘী নিয়াম লেখা ইন্না পিটরি চোদনাহু ঠিকা মালা।”
11মুন্দা আস আরিন বাঃচাস, “নে এংগান কড়ে নান্‌জাস আস এংগান বাঃচাস, ‘নিংহায় পিটরিন চোওদা আউর একা কুদ্দা।’”
12আর আসিন মেন্‌জার, “নে আঃ আলাস, নে নিংগান বাঃচাস, ‘নিংহায় পিটরিন চোওদা আউর একা কুদ্দা?’” 13মুন্দা একা আলাসটা কড়ে মান্‌জাকা রাঃচাস, আস মাল আঃখা লাগিয়াস, নে আসিন কড়ে নান্‌জাস। কারনে ঢের আলার আসান রাঃচার আউর যীশুস আঃ আড্ডান্তী চালি কেরকা রাঃচাস।
14ইদিঘী খোঃখা যীশুস আঃ আলাসিন মান্দিরনু ক্ষাক্ষিয়াস আউর বাঃচাস, “এরা, নিন কড়ে মান্‌জেকায়! গুনহা আম্বকে নানা, যেনু নিংহায় জীয়ানু মালদাও এন্দরাহু মাল বারি।” 15আবাকী কড়ে মান্‌জাকা আলাসটা যিহুদীরঘী হেদ্দে কেরাসকি বাঃচাস, “যীশুসদিম এংগান কড়ে নান্‌জাস।”
যীশুসঘী আধিকার
16আউর ইদিঘী খাতরীম যিহুদী মাহাতোর যীশুসিন বিপাদনু টিড্ডা বেদ্দা লাগিয়ার, কারনে যীশুস খান্নে এখের্না উল্লানু ই হুর্মি নালাখ নান্‌জাকা রাঃচাস। 17মুন্দা যীশুস উত্তারনু আরিন বাঃচাস, “এংহা বাঙ্গাস হুর্মি বারি নালাখ নানা লাগদাস আউর এনহু নানা লাগদান।” 18ই কাত্থা খাতরী যিহুদী মাহাতোর যীশুসিন পিটাগে ঢের জোর নান্‌জার, কারনে যীশুস খিলা খান্নে এখের্না উল্লাঘী পেশকান তোড়চাস আদ মালা, মুন্দা আস ধার্মেসিন তাংহায় বাঙ্গাস বাঃআরকি মেখিয়াস আউর আস তাংগান ধার্মেসঘী সামান বাঃদাস। 19খানে যীশুস আরঘী উত্তারনু বাঃচাস, “এন নিমান মানিম বাঃআ লাগদান, খাদ্দাস তাংগান্তী এন্দরাহু নানা পোলদাস। মুন্দা খিলা বাঙ্গাসিন এন্দরা নানাগে এরদাস আদিনুম নানা অংগোদাস। বাঙ্গাস এগদা নান্দাস, আদিনুম খাদ্দাস নান্দাস। 20বাঙ্গাস খাদ্দাসিন দুলার নান্দাস আউর আস এন্দরা নান্দাস আবড়া হুর্মিন খাদ্দাসিন এদ্দাস। বাঙ্গাস খাদ্দেসিন ইদিন্তীহু মাহান নালাখ এদোস, যাতে খাদ্দাসঘী ই হুর্মি নালাখ এরারকি নিম হোর্মার হায়কাট মান্দার। 21বাঙ্গাস একাসে কেচ্চেকারিন জীয়া চিইদাস আউর খেএনান্তী উজতাদাস, আন্নেম খাদ্দাস আসঘী চাহানা লেখা নেকান চাহাদাস আসিনুম জীয়া চিইদাস। 22বাঙ্গাস নেখায়হু শালিস মাল নান্দাস, মুন্দা হুর্মি শালিসঘী ভার তাংহা খাদ্দাসগে চিচ্চাস। 23খানে একাসে হোর্মা আলার বাঙ্গাসিন সাম্মান নান্নার, আন্নেম খাদ্দাসিনহু সাম্মান নান্নার। আউর খাদ্দাসগে নে সাম্মান মাল নান্নার, নে এংগান তাইয়াস, আর আঃ বাঙ্গাসিনহু সাম্মান মাল নান্নার।
24“এন নিমান মানি মানিম বাঃআ লাগদান, নে এংহায় বাচান মেন্দাস আউর নে এংগান তাইয়াস আসিন বিশুয়াস নান্দাস, আস মাল মুন্‌জুরনা জীয়া ক্ষাক্ষিয়াস। শালিসনু আস মাল বারোস, মুন্দা আস কেচ্চেকান্তী জীয়ানু কাট্টিয়াস কেরাস। 25এন নিমান মানিম বাঃআ লাগদান, সামাই আর্সিয়া আউর আক্কুনুম আঃ সামাই, একাবাকি কেচ্চেকা আলার ধার্মে খাদ্দাসঘী কাত্থান মেনোর আউর নে মেনোর আর জীয়া ক্ষাক্ষর। 26বাঙ্গাসঘী একাসে জীয়া চিইনাঘী সাওয়াং রাঃয়ী, ঠিকা আন্নেম খাদ্দাসগেহু আন্নেম সাওয়াং চিচ্চাস। 27আউর বাঙ্গাস আসগে আলারঘী শালিস নান্না খাতরী ক্ষেমতা চিচ্চাস, কারনে আসিম আল খাদ্দেস। 28ই খাতরী হায়কাট আম্বকে মানা, কারনে সামাই আর্সা লাগি, নে কাবুরনু রাঃনার আর আসঘী কাত্থা মেনোর। 29আউর নে দাও নালাখ নান্‌জার আর জীয়া খাতরী উজ্জা চোওর, আউর নে মালদাও নালাখ নান্‌জার আর শালিস খাতরী চোওর। 30এন এংগান্তী এন্দরাহু নানা পোলদান, একাসে মেন্দান আন্নেম শালিস নান্দান আউর এংহা শালিস উজগু। কারনে এন এংহা চাহানা পুরা নান্না খাতরী মালা, মুন্দা নে এংগান তাইয়াস, আসঘী চাহানা পুরা নান্না খাতরী নান্দান।”
উর্বা যীশুসঘী বারেনু গাওয়াহী
31“যদি এন এংহা বারেনু গাওয়াহী চিইদান, হলে এংহা গাওয়াহী সাচ মালা। 32দোশরা আরু অর্তোস রাঃদাস, নে এংহা বারেনু গাওয়াহী চিইয়া লাগদাস আউর এন আখদান, এংহা বারেনু আস সাচ গাওয়াহী চিইদাস। 33নিম যোহানেসিন মেনাগে তাইকার আউর আস সাচ গাওয়াহী চিইয়া লাগদাস। 34আলারঘী গাওয়াহী যীশুসঘী দারকার মাল্লা, মুন্দা এন নিমহা খাতরী বাঃআ লাগদান, যেনু নিম বাছেরনান ক্ষাক্ষা অংগোদার। 35আস রাঃচাস লাঘেরনা আউর বিল্চিনা বিল্লি, নিম আসঘী আঃ বিল্লিনু অংগুর খাতরী রিঝরাগে চাহাচ্কা রাচ্কার। 36মুন্দা যোহানেসঘী গাওয়াহীন্তী এংহা গাওয়াহী মাহান। ধার্মে বাঙ্গাস এংগান একাবড়া নালাখ নানাগে চিচ্চাস, এন আঃ হুর্মিন নান্‌জাকান। আবড়া হুর্মি গাওয়াহী চিইয়া লাগি যে, এন ধার্মেসতি বারেচ্কান। 37আউর বাঙ্গাস, নে এংগান তাইয়াস, আস তানিম এংহা বারেনু গাওয়াহী চিইয়া লাগদাস। নিম আসঘী কাত্থান ইকলাহু মালহু মেন্‌জেকার আউর আসিন মালহু ইরকার, 38আসঘী বাচান নিমহা মাঝিনু থিরারারকি মাল রাঃয়ী, কারনে নেকান বাঙ্গাস তাইয়াস, নিম আসিন বিশুয়াস মাল নান্‌জেকার। 39নিম নেমহা পুথিন ঠিকাসে পাড়েচ্কার, কারনে নিম সোচদার যে, নিম আদিন্তী মাল মুন্‌জুরনা জীয়া ক্ষাক্ষিকার। আউর নেমহা পুথি এংহা বারেনুম গাওয়াহী চিইয়ী। 40মুন্দা জীয়া ক্ষাক্ষানা খাতরী নিম আক্কুন গুটি এংহা হেদ্দে বারাগে মাল বেদ্দেদার।
41“আলারঘী হেদ্দেন্তী এন সাম্মান মাল ইন্‌জিরদান, 42মুন্দা এন আখদান, ধার্মেস খাতরী নিমহা মাঝিনু দুলার মাল্লা। 43এন এংহা বাঙ্গাসঘী আধিকারনু বারেচ্কান আউর নিম এংগান মাল ইন্‌জিরকার। মুন্দা যদি নেকিম তাংহা আধিকারনু বার্নার, আরিন নিম ইন্‌জরোর। 44নিম অরোত দোশরারঘী গুসতেক অহমা ইন্‌জিরদার, মুন্দা খিলা ধার্মেসতি একা অহমা বারি, আদিন ক্ষাক্ষাগে চিহুটহু মাল নান্দার। হলে নিম একাসেনু এংগান বিশুয়াস নানাগে অংগোর? 45ইদিন আম্বকে ইয়াদ নানা, এন বাঙ্গাস গুসান নিমান দুশোন, মুন্দা একা মোসেসঘী মাইয়া নিম আশেরা নানারকি রাঃদার, আঃ মোসেসদিম নিমান দুশা লাগদাস। 46যদি নিম মোসেসিন বিশুয়াস নান্দার, হলে নিম এংগানহু বিশুয়াস নানোর, কারনে আস এংহা বারেনুম লিখচাস। 47মুন্দা নিম যদি আসঘী লিখিচ্কা পুথিন বিশুয়াস মাল নান্দার, হলে এংহা কাত্থান একাসেনু বিশুয়াস নানোর?”

ទើបបានជ្រើសរើសហើយ៖

যোহান 5: kru-Beng-BD

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល